ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রায় সামনে রেখে প্রস্তুত কারা কর্তৃপক্ষ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮
  • / ২৮৭ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘিরে যাতে কোনো নাশকতা হতে না পারে সে জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৮ ফেব্রুয়ারি আদালতের রায়ে বিএনপি নেত্রীর সাজা হলে তাকে কোথায় রাখা হবে- সে প্রস্তুতিও নেওয়া শুরু করেছে কারা কর্তৃপক্ষ। এরই মধ্যে কারাগারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রায়ে সাজা হলে খালেদা জিয়াকে কোথায় রাখা হবে, গতকাল সোমবার পর্যন্ত সে সিদ্ধান্ত না হলেও কারা কর্তৃপক্ষ নিজেদের প্রস্তুতিটা এগিয়ে রাখছে। এরই মধ্যে পুরান ঢাকার নাজিমুদ্দীন রোডের পুরনো কারাগারের নারী সেলে ঘষামাজার কাজ শুরু হয়েছে। প্রস্তুত করা হয়েছে কাশিমপুরের মহিলা কারাগারের একটি ভিআইপি সেলও। আদালত খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিলে ভিআইপি বন্দি হিসেবে তার জন্য একাধিক বাড়িকে সাব-জেল ঘোষণার বিকল্প চিন্তাও রয়েছে কারা কর্তৃপক্ষের। কারা সূত্রে এসব তথ্য মিলেছে। কোরা অধিদপ্তর সূত্র জানায়, পুরনো কারাগারের নারী সেলের ভেতর একজন নারী ডেপুটি জেলার এবং কারা অফিসে একজন ডেপুটি জেলারকে রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কারা গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

খালেদা জিয়ার রায় সামনে রেখে প্রস্তুত কারা কর্তৃপক্ষ

আপলোড টাইম : ১১:২৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮

সমীকরণ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘিরে যাতে কোনো নাশকতা হতে না পারে সে জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৮ ফেব্রুয়ারি আদালতের রায়ে বিএনপি নেত্রীর সাজা হলে তাকে কোথায় রাখা হবে- সে প্রস্তুতিও নেওয়া শুরু করেছে কারা কর্তৃপক্ষ। এরই মধ্যে কারাগারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রায়ে সাজা হলে খালেদা জিয়াকে কোথায় রাখা হবে, গতকাল সোমবার পর্যন্ত সে সিদ্ধান্ত না হলেও কারা কর্তৃপক্ষ নিজেদের প্রস্তুতিটা এগিয়ে রাখছে। এরই মধ্যে পুরান ঢাকার নাজিমুদ্দীন রোডের পুরনো কারাগারের নারী সেলে ঘষামাজার কাজ শুরু হয়েছে। প্রস্তুত করা হয়েছে কাশিমপুরের মহিলা কারাগারের একটি ভিআইপি সেলও। আদালত খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিলে ভিআইপি বন্দি হিসেবে তার জন্য একাধিক বাড়িকে সাব-জেল ঘোষণার বিকল্প চিন্তাও রয়েছে কারা কর্তৃপক্ষের। কারা সূত্রে এসব তথ্য মিলেছে। কোরা অধিদপ্তর সূত্র জানায়, পুরনো কারাগারের নারী সেলের ভেতর একজন নারী ডেপুটি জেলার এবং কারা অফিসে একজন ডেপুটি জেলারকে রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কারা গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।