ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

খবর( বাজারে এক দুই ও পাঁচ টাকার কয়েনের অচলাবস্থা )

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৩২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / ৪০৮ বার পড়া হয়েছে

এখন আমরা বড্ডই ধনী,
তাইতো টাকার মান কম।
খুচরা পয়সা সিকি আধুলীর,
দু’পাঁচ টাকার দাম কম।

ভিখারী নেয় না দু টাকার নোট,
দু’পাঁচ টাকার কয়েন।
বড্ডই যে, ভাই টাকার গরম,
আমাদের বাবু ময়েন।

অচল বললেও দু’পাঁচ টাকা,
কেউ পায়লে দেয় না ছাড়।
অচল বললেও পূঁজি করে রাখে,
পাওনা না ছাড়ে না কাটে ঘাড়।

– এম এ মামুন

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

খবর( বাজারে এক দুই ও পাঁচ টাকার কয়েনের অচলাবস্থা )

আপলোড টাইম : ০৬:৩২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭

এখন আমরা বড্ডই ধনী,
তাইতো টাকার মান কম।
খুচরা পয়সা সিকি আধুলীর,
দু’পাঁচ টাকার দাম কম।

ভিখারী নেয় না দু টাকার নোট,
দু’পাঁচ টাকার কয়েন।
বড্ডই যে, ভাই টাকার গরম,
আমাদের বাবু ময়েন।

অচল বললেও দু’পাঁচ টাকা,
কেউ পায়লে দেয় না ছাড়।
অচল বললেও পূঁজি করে রাখে,
পাওনা না ছাড়ে না কাটে ঘাড়।

– এম এ মামুন