ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

খবর: ( ঔষধ প্রতিনিধির সাথে আড্ডা দেওয়ায় রোগীর মৃত্যু )

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬
  • / ৪০১ বার পড়া হয়েছে

রোগী আছে রোগ নিয়ে,
ডাক্তার আছে আড্ডায়!
কি হবে রে যোগ দিয়ে,
রোগী যদি মারা যায়।

জন্ম নিলেই মরতে হবে,
মরবে মানুষ নিশ্চয়।
মরলেও রোগী থাকবে চাকুরী,
চাকুরী যাবার ভয় নাই।

বাপের টাকায় লেখাপড়া,
রোগী দেখার গরজ নাই।
চাকুরী গেলেও চেম্বারে,
রোগীর কোনো অভাব নাই।

–    এম এ মামুন

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

খবর: ( ঔষধ প্রতিনিধির সাথে আড্ডা দেওয়ায় রোগীর মৃত্যু )

আপলোড টাইম : ০২:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬

রোগী আছে রোগ নিয়ে,
ডাক্তার আছে আড্ডায়!
কি হবে রে যোগ দিয়ে,
রোগী যদি মারা যায়।

জন্ম নিলেই মরতে হবে,
মরবে মানুষ নিশ্চয়।
মরলেও রোগী থাকবে চাকুরী,
চাকুরী যাবার ভয় নাই।

বাপের টাকায় লেখাপড়া,
রোগী দেখার গরজ নাই।
চাকুরী গেলেও চেম্বারে,
রোগীর কোনো অভাব নাই।

–    এম এ মামুন