ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কড়া চার শর্তে পরীক্ষা দিতে দেওয়ার অনুমতি দিলেন জেলা প্রশাসক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
  • / ৪৭৬ বার পড়া হয়েছে

dav

চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়ে এসএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা মানববন্ধন ও রাস্তা অবরোধ আন্দোলন করেছে। গতকাল রবিবার সকালে তারা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে মানবন্ধন ও রাস্তা অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক করে। এদিকে তাদের আন্দোলনের এক পর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জল বিদ্যালয় পরিচালনা কমিটি ও তাদের অভিভাবকদের সাথে আলোচনার আশ্বাস দিলে তারা বিদ্যালয়ের সামনে থেকে চলে যায়। এদিন সন্ধ্যায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ তার কার্যালয়ে এক জরুরী সভায় কড়া চার শর্ত দিয়ে পরীক্ষা দিতে দেওয়ার অনুমতি দেন কয়েক জন শিক্ষার্থীর। শর্তগুলোর মধ্যে রয়েছে- শুধুমাত্র যারা এক বিষয়ে অকৃতকার্য হয়েছে শুধু তারাই পারবে পরীক্ষায় অংশ নিতে। এ ক্ষেত্রে জেলা প্রশাসকের দেওয়া শর্ত অনুযায়ী শিক্ষার্থীর অভিভাবকদের নগদ ১০ হাজার জামানত রাখতে হবে বিদ্যালয়ের ফান্ডে। পরীক্ষায় পাশ করলে তা ফেরত দেওয়া হবে; ফেল করলে জামানতের টাকা জমা করা হবে বিদ্যালয় উন্নয়ন তহবিলে। তাছাড়া পরীক্ষার আগ পর্যন্ত বিদ্যালয়ে নিয়মিত কোচিং করতে হবে। প্রতি সপ্তাহে দেওয়া লাগবে একটি করে মডেল টেস্ট পরীক্ষা।
এদিকে, চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের এসএসসি পরিক্ষার্থীদের ফরমপূরণের আগে সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিবারেই ন্যায় এবারও টেস্ট পরিক্ষা নেওয়া হয়। এরমধ্যে ৩৯ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। তাদেরকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার সিধান্তে নেয় বিদ্যালয় পরিচালনা কমিটি। এর একপর্যায়ে গতকাল তারা বিদ্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নিয়ে মানববন্ধন ও রাস্তা অবরোধ করে। অকৃতকার্য ৩৯ শিক্ষার্থীর মধ্যে মাত্র ৭-৮ জন শর্ত মেনে পরীক্ষায় অংশ নিতে পারবে বলে ধারণা করা হচ্ছে। বাকীরা আগামী বছর পূনরায় নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে এসএসসি পরীক্ষা দিতে পারবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কড়া চার শর্তে পরীক্ষা দিতে দেওয়ার অনুমতি দিলেন জেলা প্রশাসক

আপলোড টাইম : ১০:৫০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭

চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়ে এসএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা মানববন্ধন ও রাস্তা অবরোধ আন্দোলন করেছে। গতকাল রবিবার সকালে তারা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে মানবন্ধন ও রাস্তা অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক করে। এদিকে তাদের আন্দোলনের এক পর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জল বিদ্যালয় পরিচালনা কমিটি ও তাদের অভিভাবকদের সাথে আলোচনার আশ্বাস দিলে তারা বিদ্যালয়ের সামনে থেকে চলে যায়। এদিন সন্ধ্যায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ তার কার্যালয়ে এক জরুরী সভায় কড়া চার শর্ত দিয়ে পরীক্ষা দিতে দেওয়ার অনুমতি দেন কয়েক জন শিক্ষার্থীর। শর্তগুলোর মধ্যে রয়েছে- শুধুমাত্র যারা এক বিষয়ে অকৃতকার্য হয়েছে শুধু তারাই পারবে পরীক্ষায় অংশ নিতে। এ ক্ষেত্রে জেলা প্রশাসকের দেওয়া শর্ত অনুযায়ী শিক্ষার্থীর অভিভাবকদের নগদ ১০ হাজার জামানত রাখতে হবে বিদ্যালয়ের ফান্ডে। পরীক্ষায় পাশ করলে তা ফেরত দেওয়া হবে; ফেল করলে জামানতের টাকা জমা করা হবে বিদ্যালয় উন্নয়ন তহবিলে। তাছাড়া পরীক্ষার আগ পর্যন্ত বিদ্যালয়ে নিয়মিত কোচিং করতে হবে। প্রতি সপ্তাহে দেওয়া লাগবে একটি করে মডেল টেস্ট পরীক্ষা।
এদিকে, চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের এসএসসি পরিক্ষার্থীদের ফরমপূরণের আগে সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিবারেই ন্যায় এবারও টেস্ট পরিক্ষা নেওয়া হয়। এরমধ্যে ৩৯ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। তাদেরকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার সিধান্তে নেয় বিদ্যালয় পরিচালনা কমিটি। এর একপর্যায়ে গতকাল তারা বিদ্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নিয়ে মানববন্ধন ও রাস্তা অবরোধ করে। অকৃতকার্য ৩৯ শিক্ষার্থীর মধ্যে মাত্র ৭-৮ জন শর্ত মেনে পরীক্ষায় অংশ নিতে পারবে বলে ধারণা করা হচ্ছে। বাকীরা আগামী বছর পূনরায় নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে এসএসসি পরীক্ষা দিতে পারবে।