ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ক্ষমাকারী মহৎ গুণের অধিকারী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮
  • / ৪২৫ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: অতি সম্প্রতি ইরানে ফাঁসির মঞ্চে সন্তানের খুনিকে ক্ষমা করে দিয়ে এক মমতাময়ী মা বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। এ ঘটনা যেন এক নতুন ইতিহাসের জš§ দিল বিশ্বে। আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যমে ছবিসব এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়। নিজ সন্তানের খুনিকে ক্ষমা করে দিয়ে ফাঁসির মঞ্চ থেকে নেমে আসার সময় ক্ষমাকারী মায়ের বুকের ভেতর যে সমুদ্রপ্লাবী আর্তনাদ ও কান্নার বান এবং ওই সময় তাকে জড়িয়ে ধরে ক্ষমাপ্রাপ্ত খুনির মায়ের যে কান্না, তার অর্থ কি বিশ্ববাসী বুঝতে পেরেছে! এক মা কাঁদলেন ছেলে হারানোর বেদনায়, আরেকজন কাঁদলেন ছেলের প্রাণ বেঁচে যাওয়ায়। একজন মা কোন বোধে, প্রাণের কোন তাড়নায় নিজের ছেলের খুনিকে ক্ষমা করে দিতে পারেন, সেই প্রশ্নের উত্তর না মিললেও দুই মায়ের কান্নার ভেতর দিয়ে মমত্ববোধের যে অনন্য এক উদাহরণ তৈরি হলো- তা সত্যিই বিরল। তাই তো বলা হয়েছে, ক্ষমাকারী মহান ও অনন্য গুণের অধিকারী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ক্ষমাকারী মহৎ গুণের অধিকারী

আপলোড টাইম : ১০:০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮

ধর্ম ডেস্ক: অতি সম্প্রতি ইরানে ফাঁসির মঞ্চে সন্তানের খুনিকে ক্ষমা করে দিয়ে এক মমতাময়ী মা বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। এ ঘটনা যেন এক নতুন ইতিহাসের জš§ দিল বিশ্বে। আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যমে ছবিসব এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়। নিজ সন্তানের খুনিকে ক্ষমা করে দিয়ে ফাঁসির মঞ্চ থেকে নেমে আসার সময় ক্ষমাকারী মায়ের বুকের ভেতর যে সমুদ্রপ্লাবী আর্তনাদ ও কান্নার বান এবং ওই সময় তাকে জড়িয়ে ধরে ক্ষমাপ্রাপ্ত খুনির মায়ের যে কান্না, তার অর্থ কি বিশ্ববাসী বুঝতে পেরেছে! এক মা কাঁদলেন ছেলে হারানোর বেদনায়, আরেকজন কাঁদলেন ছেলের প্রাণ বেঁচে যাওয়ায়। একজন মা কোন বোধে, প্রাণের কোন তাড়নায় নিজের ছেলের খুনিকে ক্ষমা করে দিতে পারেন, সেই প্রশ্নের উত্তর না মিললেও দুই মায়ের কান্নার ভেতর দিয়ে মমত্ববোধের যে অনন্য এক উদাহরণ তৈরি হলো- তা সত্যিই বিরল। তাই তো বলা হয়েছে, ক্ষমাকারী মহান ও অনন্য গুণের অধিকারী।