ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ক্যামেরার মাধ্যমে কাজ মনিটরিং করা হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • / ১৭৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ড্রেন ও রাস্তা নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কোর্টপাড়ার চাঁদমারি মাঠের সামনে জিএন টাউয়ার রোডে ড্রেন ও রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে দীর্ঘদিনের জলাবদ্ধতা, কাঁদা ও মানুষের দুর্ভোগ দূরকরণে এ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।
এ সময় মেয়র জিপু চৌধুরী বলেন, ‘চুয়াডাঙ্গা পৌরসভায় জনদুর্ভোগের কারণ হবে এরকম একটিও অলি-গলি থাকবে না। প্রত্যেকটা রাস্তা পাকা হবে। প্রত্যেক পাড়ায় সুবিধামতো ড্রেন থাকবে। একস্থানেও জলাবদ্ধতা থাকবে না। সাধারণ মানুষ যাতে উন্নত নাগরিক সেবা পায়, সেজন্য বর্তমান পরিষদ দিন-রাত এক করে কাজ করছে। শহরের প্রাণকেন্দ্রে হয়েও এই রাস্তাটি এতোদিন অবহেলিত ছিল। আমি চেষ্টা করেছি রাস্তাটি যেন ভালো এবং সুন্দর হয়। আপনারা জলাবদ্ধতার সমস্যার কথা বলেছেন, আমি ড্রেন করে দিচ্ছি। নাগরিক সেবায় কমতি রাখব না।’
পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, ‘আগের কাজে কিছু সমস্যার কারণে এখন নতুন নতুন স্থানে ড্রেনের লেবেল পেতে অসুবিধা হচ্ছে। তবে দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আমরা বারবার চেষ্টা করছি সবকিছু ঠিক করার জন্য। আগে যদি কাজগুলো আপনারা বুঝে নিতেন, তাহলে এই সমস্যা হতো না। তাই এখন আমি বারবার বলছি, আপনারা কাজ বুঝে নিবেন। ঠিকাদার স্থানীয় লোক, তারা হতে পারে প্রভাবশালী। তাই কাজে ক্রটি পেলে তাদের কিছু বলবেন না। খামাখা পরের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবেন না। আমাকে বলবেন। আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। কোনো ঠিকাদারের কাজ বাদে অন্য কোনো টাকা লাগে না। তাই কাজের মান ভালো হওয়া চাই। সরকার যেমন নির্দেশনা দিয়েছে, ঠিক তেমনি কাজ চাই। আমি এবারের কাজের সাইটে ক্যামেরা লাগাব। ক্যামেরার মাধ্যমে কাজ মনিটরিং করা হবে। প্রত্যেকটা কাজ ভালো হতে হবে।’
ড্রেন ও রাস্তার নির্মাণকাজের উদ্বোধকালে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুম আহমেদ, চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজরিন পারভীন, মহিলা কাউন্সিলর শাহিনা আক্তার, চুয়াডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান হাফিজ, হাসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফাজ হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সজল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান, আশিক, আতিক, সেলিম মল্লিক, স্থানীয় বাসিন্দা শিটন, আলো, শিক্ষক রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা সানজিদ, হিমু, হিমেল, নাহিদ, সাঈদ, রোমান প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ক্যামেরার মাধ্যমে কাজ মনিটরিং করা হবে

আপলোড টাইম : ০৯:১৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০

চুয়াডাঙ্গায় ড্রেন ও রাস্তা নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কোর্টপাড়ার চাঁদমারি মাঠের সামনে জিএন টাউয়ার রোডে ড্রেন ও রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে দীর্ঘদিনের জলাবদ্ধতা, কাঁদা ও মানুষের দুর্ভোগ দূরকরণে এ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।
এ সময় মেয়র জিপু চৌধুরী বলেন, ‘চুয়াডাঙ্গা পৌরসভায় জনদুর্ভোগের কারণ হবে এরকম একটিও অলি-গলি থাকবে না। প্রত্যেকটা রাস্তা পাকা হবে। প্রত্যেক পাড়ায় সুবিধামতো ড্রেন থাকবে। একস্থানেও জলাবদ্ধতা থাকবে না। সাধারণ মানুষ যাতে উন্নত নাগরিক সেবা পায়, সেজন্য বর্তমান পরিষদ দিন-রাত এক করে কাজ করছে। শহরের প্রাণকেন্দ্রে হয়েও এই রাস্তাটি এতোদিন অবহেলিত ছিল। আমি চেষ্টা করেছি রাস্তাটি যেন ভালো এবং সুন্দর হয়। আপনারা জলাবদ্ধতার সমস্যার কথা বলেছেন, আমি ড্রেন করে দিচ্ছি। নাগরিক সেবায় কমতি রাখব না।’
পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, ‘আগের কাজে কিছু সমস্যার কারণে এখন নতুন নতুন স্থানে ড্রেনের লেবেল পেতে অসুবিধা হচ্ছে। তবে দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আমরা বারবার চেষ্টা করছি সবকিছু ঠিক করার জন্য। আগে যদি কাজগুলো আপনারা বুঝে নিতেন, তাহলে এই সমস্যা হতো না। তাই এখন আমি বারবার বলছি, আপনারা কাজ বুঝে নিবেন। ঠিকাদার স্থানীয় লোক, তারা হতে পারে প্রভাবশালী। তাই কাজে ক্রটি পেলে তাদের কিছু বলবেন না। খামাখা পরের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবেন না। আমাকে বলবেন। আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। কোনো ঠিকাদারের কাজ বাদে অন্য কোনো টাকা লাগে না। তাই কাজের মান ভালো হওয়া চাই। সরকার যেমন নির্দেশনা দিয়েছে, ঠিক তেমনি কাজ চাই। আমি এবারের কাজের সাইটে ক্যামেরা লাগাব। ক্যামেরার মাধ্যমে কাজ মনিটরিং করা হবে। প্রত্যেকটা কাজ ভালো হতে হবে।’
ড্রেন ও রাস্তার নির্মাণকাজের উদ্বোধকালে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাসুম আহমেদ, চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজরিন পারভীন, মহিলা কাউন্সিলর শাহিনা আক্তার, চুয়াডাঙ্গা পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান হাফিজ, হাসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফাজ হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সজল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান, আশিক, আতিক, সেলিম মল্লিক, স্থানীয় বাসিন্দা শিটন, আলো, শিক্ষক রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা সানজিদ, হিমু, হিমেল, নাহিদ, সাঈদ, রোমান প্রমুখ।