ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কোরবানি ঈদকে সামনে রেখে আলমডাঙ্গা পশুহাটে গরু মহিষের ব্যাপক সমাগম :ক্রেতা খুশি হলেও, কাঙ্খিত দাম না পাওয়ায় হতাশ গরু চাষিরা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭
  • / ১১৪২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধি: কোরবানি ঈদ আসন্ন, তাই আলমডাঙ্গার পশু হাটে গরু-মহিষের ব্যাপক সমাগম ঘটে। ঐতিহ্যবাহী আলমডাঙ্গা পশুহাটে গতকাল অসংখ্য গরু আমদানি হয়। অনেকে হাটে আসা গরু সংখ্যা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে মন্তব্য করেছেন। ক্রেতাদের চাহিদার চেয়ে ব্যাপক সংখ্যক গরুর আমদানি হওয়ায় অনেক কম মুল্যে গরু বিক্রি করতে দেখা গেছে গরু চাষীদের। কম মুল্যে কোরবানির গরু কিনতে পেরে ক্রেতারা দারুন খুশি। তারা খোশ মেজাজে বাড়ি ফিরে গেলেও গরু চাষীরা ব্যাপক লোকসানের মুখে পড়ে  হতাশ ব্যক্ত করেছেন।
বেশ কয়েকজন গরু খামারি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবছর কোরবানির পশুর চাহিদা বাড়ছে। এবছরও বেড়েছে। সাথে সাথে বেড়েছে গরু পালনের খরচ। এবছর গরু পালন করতে তাদের ব্যয় বেড়েছে অনেক। বিচালী ভূসিসহ সবধরনের গোÑখাদ্যের মুল্যবৃদ্ধি এবং ঔষধের দাম বেশী হওয়ায় গরু পালনে অন্যান্য যে কোন বছরের তুলনায় অনেক বেশী ব্যয় হয়েছে। গরুর বিক্রি মুল্য কম হওয়ায় তাদেরকে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে। কোন কোন গরু ব্যাপারী পাশ্ববর্তী দেশ ভারত সহ ভুটান নেপাল ও অন্যান্য দেশ থেকে বেশী পরিমান গরু দেশে আমাদানী হওয়াকে দেশের গরুর মুল্য কম হওয়ার জন্য দায়ী করেন। কোন কোন খামারি গতকালের হাটে মুল্য কম হওয়ায় বেশী মুল্য পাওয়ার আশায় গরু বিক্রি না করে ফিরিয়ে নিয়ে যেতে দেখা য়ায়। তারা  ঈদের শেষ মুহুর্ত পর্যন্ত সঠিক মুল্য পাওয়ার আশায় অপেক্ষা করবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কোরবানি ঈদকে সামনে রেখে আলমডাঙ্গা পশুহাটে গরু মহিষের ব্যাপক সমাগম :ক্রেতা খুশি হলেও, কাঙ্খিত দাম না পাওয়ায় হতাশ গরু চাষিরা

আপলোড টাইম : ০৫:০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭

আলমডাঙ্গা প্রতিনিধি: কোরবানি ঈদ আসন্ন, তাই আলমডাঙ্গার পশু হাটে গরু-মহিষের ব্যাপক সমাগম ঘটে। ঐতিহ্যবাহী আলমডাঙ্গা পশুহাটে গতকাল অসংখ্য গরু আমদানি হয়। অনেকে হাটে আসা গরু সংখ্যা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে মন্তব্য করেছেন। ক্রেতাদের চাহিদার চেয়ে ব্যাপক সংখ্যক গরুর আমদানি হওয়ায় অনেক কম মুল্যে গরু বিক্রি করতে দেখা গেছে গরু চাষীদের। কম মুল্যে কোরবানির গরু কিনতে পেরে ক্রেতারা দারুন খুশি। তারা খোশ মেজাজে বাড়ি ফিরে গেলেও গরু চাষীরা ব্যাপক লোকসানের মুখে পড়ে  হতাশ ব্যক্ত করেছেন।
বেশ কয়েকজন গরু খামারি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবছর কোরবানির পশুর চাহিদা বাড়ছে। এবছরও বেড়েছে। সাথে সাথে বেড়েছে গরু পালনের খরচ। এবছর গরু পালন করতে তাদের ব্যয় বেড়েছে অনেক। বিচালী ভূসিসহ সবধরনের গোÑখাদ্যের মুল্যবৃদ্ধি এবং ঔষধের দাম বেশী হওয়ায় গরু পালনে অন্যান্য যে কোন বছরের তুলনায় অনেক বেশী ব্যয় হয়েছে। গরুর বিক্রি মুল্য কম হওয়ায় তাদেরকে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে। কোন কোন গরু ব্যাপারী পাশ্ববর্তী দেশ ভারত সহ ভুটান নেপাল ও অন্যান্য দেশ থেকে বেশী পরিমান গরু দেশে আমাদানী হওয়াকে দেশের গরুর মুল্য কম হওয়ার জন্য দায়ী করেন। কোন কোন খামারি গতকালের হাটে মুল্য কম হওয়ায় বেশী মুল্য পাওয়ার আশায় গরু বিক্রি না করে ফিরিয়ে নিয়ে যেতে দেখা য়ায়। তারা  ঈদের শেষ মুহুর্ত পর্যন্ত সঠিক মুল্য পাওয়ার আশায় অপেক্ষা করবেন।