ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

কোটচাঁদপুরে স্কুল শিক্ষক হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / ১৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুরে স্কুল শিক্ষক জোনাব আলী হত্যা মামলায় তরিকুল ইসলাম ও মনিরুদ্দীন নামের দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মাদ জাকারিয়া এই রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর রাতে কোটচাঁদপুর উপজেলার শেরখালী বাজারের একটি চায়ের দোকানে বসে থাকাবস্থায় বহরমপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও আওয়ামী লীগ কর্মী জোনাব আলীকে গুলি করে হত্যা করে। এসময় বাজারের মানুষ তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এসময় তারা যশোর হ-১৩-৪৬৯০ নম্বরের একটি বাজাজ প্লাটিনাম মোটরসাইকেল ফেলে রেখে যায়।
এ ঘটনায় নিহতের পরিবার কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। এরমধ্যে রানা নামের এক আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। আদালত ২৩ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে গতকাল মঙ্গলবার বিকেলে কুশনা গ্রামের তরিকুল ও গুড়পাড়া গ্রামের সাবেক চরমপন্থি নেতা মনিরুদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ জনকে বেকসুর খালাস প্রদান করেন। রাষ্ট্রপক্ষে পিপি অ্যাড. ইসমাইল হোসেন ও আসামি পক্ষে অ্যাড. আজিজুর রহমান মামলাটি পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

কোটচাঁদপুরে স্কুল শিক্ষক হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপলোড টাইম : ১০:০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

ঝিনাইদহের কোটচাঁদপুরে স্কুল শিক্ষক জোনাব আলী হত্যা মামলায় তরিকুল ইসলাম ও মনিরুদ্দীন নামের দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মাদ জাকারিয়া এই রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর রাতে কোটচাঁদপুর উপজেলার শেরখালী বাজারের একটি চায়ের দোকানে বসে থাকাবস্থায় বহরমপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও আওয়ামী লীগ কর্মী জোনাব আলীকে গুলি করে হত্যা করে। এসময় বাজারের মানুষ তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এসময় তারা যশোর হ-১৩-৪৬৯০ নম্বরের একটি বাজাজ প্লাটিনাম মোটরসাইকেল ফেলে রেখে যায়।
এ ঘটনায় নিহতের পরিবার কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। এরমধ্যে রানা নামের এক আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। আদালত ২৩ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে গতকাল মঙ্গলবার বিকেলে কুশনা গ্রামের তরিকুল ও গুড়পাড়া গ্রামের সাবেক চরমপন্থি নেতা মনিরুদ্দীনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ জনকে বেকসুর খালাস প্রদান করেন। রাষ্ট্রপক্ষে পিপি অ্যাড. ইসমাইল হোসেন ও আসামি পক্ষে অ্যাড. আজিজুর রহমান মামলাটি পরিচালনা করেন।