ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কেয়ামত দিবসের কাঙ্গাল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
  • / ৩২৫ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: যার কোনো ধনসম্পদ নেই, নিঃস্ব তাদেরকে আমরা কাঙ্গাল হিসেবে জানি। তবে কেয়ামতের দিন কাঙ্গালের সংজ্ঞা পাল্টে যাবে। যারা নেক আমল করার পরও বিভিন্ন কারণে জান্নাতে যেতে পারবে না তারাই সেদিন প্রকৃত কাঙ্গাল হিসেবে গণ্য হবে। রাসুল (সা.) একদিন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বললেন, ‘তোমরা কি জানো কাঙ্গাল কে?’ সাহাবায়ে কেরাম বললেন, আমাদের মধ্যে সেই কাঙ্গাল যার পয়সা ও ধনসম্পদ নেই। রাসুল (সা.) বললেন, আমার উম্মতের মধ্যে সে ব্যক্তিই প্রকৃত কাঙ্গাল যে কেয়ামতের দিন সালাত, সওম এবং জাকাতসহ আল্লাহর দরবারে হাজির হবে এবং তারই সঙ্গে সে দুনিয়াতে কাউকে গালি দিয়ে থাকবে, কাউকে হয়তো মিথ্যা অপবাদ দিয়ে থাকবে, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে থাকবে, কাউকে হত্যা করে থাকবে, অথবা কাউকে অন্যায়ভাবে মারধর করে থাকবে, ফলে এসব মজলুমের মধ্যে তার সব নেক আমল বণ্টন করে দেয়া হবে। এভাবে মজলুমদের পাওনা পরিশোধ করতে গিয়ে তার সব নেক আমল শেষ হয়ে গেলে তাদের গুনাহগুলো তার ভাগে ফেলে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (মুসলিম)। মূলত এই হাদিসে রাসুল (সা.) মানুষের অধিকারসমূহের গুরুত্ব আলোচনা করেছেন। আমরা কারণে-অকারণে মানুষের অধিকার নষ্ট করি। সামান্য কারণে মানুষের মনে কষ্ট দিই। তাদের সঙ্গে অসদাচরণ করি। অনেকে নামাজ-রোজা করেন, ইসলামের বিধিবিধান মেনে চলার চেষ্টা করেন; তাদের কাছ থেকেও অনেক সময় এ ধরনের কর্মকা-ের প্রকাশ পায়। বাহ্যিকভাবে একজন যত আমলদারই হোন না কেন, তার চারিত্রিক সৌন্দর্যের বিকাশ না ঘটলে; সামাজিক আদান-প্রদানে সুস্থতার পরিচয় না দিলে কেয়ামতের দিন অবশ্যই তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। দুনিয়ার প্রতিপত্তি দিয়ে আজ হয়তো আপনি ধরাকে সরা জ্ঞান করছেন। অনেককে পাত্তাই দিতে চাচ্ছেন না। কিন্তু কেয়ামতের দিন যখন এসব প্রতিপত্তি কোনোই কাজে আসবে না সেদিন আপনাকে এ ধরনের আচরণের জন্য জবাবদিহি করতে হবে ¯্রষ্টার সামনে। সেদিন মহামূল্যবান নেক আমলগুলো দিয়ে দিতে হবে। বিকল্প কিছুই করার থাকবে না। এজন্য প্রত্যেকের এখনই সাবধান হওয়া উচিত। নেক আমলের পাশাপাশি মানুষের অধিকার যেন কোনোভাবেই ক্ষুণœ না হয় সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। জীবনভর নেক আমল করে পরকালে কাঙ্গাল হিসেবে অভিহিত হওয়ার চেয়ে কষ্টের আর কী হতে পারে!

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কেয়ামত দিবসের কাঙ্গাল

আপলোড টাইম : ১০:৪৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭

ধর্ম ডেস্ক: যার কোনো ধনসম্পদ নেই, নিঃস্ব তাদেরকে আমরা কাঙ্গাল হিসেবে জানি। তবে কেয়ামতের দিন কাঙ্গালের সংজ্ঞা পাল্টে যাবে। যারা নেক আমল করার পরও বিভিন্ন কারণে জান্নাতে যেতে পারবে না তারাই সেদিন প্রকৃত কাঙ্গাল হিসেবে গণ্য হবে। রাসুল (সা.) একদিন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বললেন, ‘তোমরা কি জানো কাঙ্গাল কে?’ সাহাবায়ে কেরাম বললেন, আমাদের মধ্যে সেই কাঙ্গাল যার পয়সা ও ধনসম্পদ নেই। রাসুল (সা.) বললেন, আমার উম্মতের মধ্যে সে ব্যক্তিই প্রকৃত কাঙ্গাল যে কেয়ামতের দিন সালাত, সওম এবং জাকাতসহ আল্লাহর দরবারে হাজির হবে এবং তারই সঙ্গে সে দুনিয়াতে কাউকে গালি দিয়ে থাকবে, কাউকে হয়তো মিথ্যা অপবাদ দিয়ে থাকবে, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে থাকবে, কাউকে হত্যা করে থাকবে, অথবা কাউকে অন্যায়ভাবে মারধর করে থাকবে, ফলে এসব মজলুমের মধ্যে তার সব নেক আমল বণ্টন করে দেয়া হবে। এভাবে মজলুমদের পাওনা পরিশোধ করতে গিয়ে তার সব নেক আমল শেষ হয়ে গেলে তাদের গুনাহগুলো তার ভাগে ফেলে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (মুসলিম)। মূলত এই হাদিসে রাসুল (সা.) মানুষের অধিকারসমূহের গুরুত্ব আলোচনা করেছেন। আমরা কারণে-অকারণে মানুষের অধিকার নষ্ট করি। সামান্য কারণে মানুষের মনে কষ্ট দিই। তাদের সঙ্গে অসদাচরণ করি। অনেকে নামাজ-রোজা করেন, ইসলামের বিধিবিধান মেনে চলার চেষ্টা করেন; তাদের কাছ থেকেও অনেক সময় এ ধরনের কর্মকা-ের প্রকাশ পায়। বাহ্যিকভাবে একজন যত আমলদারই হোন না কেন, তার চারিত্রিক সৌন্দর্যের বিকাশ না ঘটলে; সামাজিক আদান-প্রদানে সুস্থতার পরিচয় না দিলে কেয়ামতের দিন অবশ্যই তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। দুনিয়ার প্রতিপত্তি দিয়ে আজ হয়তো আপনি ধরাকে সরা জ্ঞান করছেন। অনেককে পাত্তাই দিতে চাচ্ছেন না। কিন্তু কেয়ামতের দিন যখন এসব প্রতিপত্তি কোনোই কাজে আসবে না সেদিন আপনাকে এ ধরনের আচরণের জন্য জবাবদিহি করতে হবে ¯্রষ্টার সামনে। সেদিন মহামূল্যবান নেক আমলগুলো দিয়ে দিতে হবে। বিকল্প কিছুই করার থাকবে না। এজন্য প্রত্যেকের এখনই সাবধান হওয়া উচিত। নেক আমলের পাশাপাশি মানুষের অধিকার যেন কোনোভাবেই ক্ষুণœ না হয় সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। জীবনভর নেক আমল করে পরকালে কাঙ্গাল হিসেবে অভিহিত হওয়ার চেয়ে কষ্টের আর কী হতে পারে!