ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কেকেআরের ‘থিম সং’ নিজেই গাইলেন শাহরুখ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯
  • / ৩৫২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বদলে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কিংখানের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) থিম সং। টুর্নামেন্টের আগের আসরগুলিতে কেকেআরের মাঠে এবং মাঠের বাইরের বিচ্ছেদ্দ্য অংশ ছিল ‘করব, লড়ব, জিতবো’ গানটি। তবে আগামী আসর থেকে সব কিছু ঠিকঠাক থাকলে কেকেআরের থিম সং হিসেবে থাকছে থাকছে স্বয়ং শাহরুখ খানের গাওয়া ‘রান… রান… রান..’ গানটি। জানা গেছে, দলটির নতুন থিম সং-টি কম্পোজের দায়িত্বে আছেন বাপ্পি লাহেরি। এও জানা গেছে, দলের মালিক কিং খানকে সর্বপ্রথম তিনিই অনুরপধ করেন নিজের গলায় কিছু গাওয়ার জন্য। প্রথমদিকে রাজি না হলেও পরবর্তীতে বাপ্পিদার অনুরোধ ফেলতে পারেননি তিনি। শেষ পর্যন্ত গেয়ে ফেলেছেন গানটি। সূত্রের খবর বলছে, দলের থিম সং গাওয়ার আগে বেশ কিছু দিন গোপনেই অনুশীলন সেরেছেন এই বলিউড বাদশা। গান গাওয়ার প্রথাগত তালিম কিংবা অভ্যাস না থাকলেও শাহর”খের গায়কী নিয়ে বেশ খুশি বাপ্পি লাহেরী। এর আগে শেষ বারের মতো ২০০০ সালে মুক্তি পাওয়া ‘জোশ’ ছবির একটি গানে কন্ঠ দেন তিনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কেকেআরের ‘থিম সং’ নিজেই গাইলেন শাহরুখ

আপলোড টাইম : ০৮:৫৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯

বিনোদন ডেস্ক: বদলে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কিংখানের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) থিম সং। টুর্নামেন্টের আগের আসরগুলিতে কেকেআরের মাঠে এবং মাঠের বাইরের বিচ্ছেদ্দ্য অংশ ছিল ‘করব, লড়ব, জিতবো’ গানটি। তবে আগামী আসর থেকে সব কিছু ঠিকঠাক থাকলে কেকেআরের থিম সং হিসেবে থাকছে থাকছে স্বয়ং শাহরুখ খানের গাওয়া ‘রান… রান… রান..’ গানটি। জানা গেছে, দলটির নতুন থিম সং-টি কম্পোজের দায়িত্বে আছেন বাপ্পি লাহেরি। এও জানা গেছে, দলের মালিক কিং খানকে সর্বপ্রথম তিনিই অনুরপধ করেন নিজের গলায় কিছু গাওয়ার জন্য। প্রথমদিকে রাজি না হলেও পরবর্তীতে বাপ্পিদার অনুরোধ ফেলতে পারেননি তিনি। শেষ পর্যন্ত গেয়ে ফেলেছেন গানটি। সূত্রের খবর বলছে, দলের থিম সং গাওয়ার আগে বেশ কিছু দিন গোপনেই অনুশীলন সেরেছেন এই বলিউড বাদশা। গান গাওয়ার প্রথাগত তালিম কিংবা অভ্যাস না থাকলেও শাহর”খের গায়কী নিয়ে বেশ খুশি বাপ্পি লাহেরী। এর আগে শেষ বারের মতো ২০০০ সালে মুক্তি পাওয়া ‘জোশ’ ছবির একটি গানে কন্ঠ দেন তিনি।