ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কৃষকের ঘর থেকে ৩২টি গোখরা সাপ উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯
  • / ৩১৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপায় সাদেক শেখ নামের এক কৃষকের বসতঘর থেকে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চাসহ ডিম উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার মালিপাড়া গ্রাম থেকে এ বিষধর গোখরা সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। কৃষক সাদেক শেখের ছেলে হালিম জানান, গত শুক্রবার সকালে ঘরের কোণে সাপের খোসা দেখতে পাওয়া যায়। সে কারণে গতকাল রোববার সাপুড়ে ডেকে ঘর খোঁড়ার কাজ শুরু করা হয়। খোঁড়াখুঁড়ির একপর্যায়ে ঘরের কোণ থেকে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চাসহ বেশ কয়েকটি ডিম উদ্ধার করেন সাপুড়ে। সাপুড়ে চিত্তরঞ্জন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কড়ি চালান দিয়ে বুঝতে পারি, ওই স্থানে অনেকগুলো বিষধর সাপ আছে। পরে ঘরের মাটি খুঁড়ে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চাসহ ডিম উদ্ধার করা গেলেও মা গোখরা সাপটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে মা গোখরা ধরতে চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কৃষকের ঘর থেকে ৩২টি গোখরা সাপ উদ্ধার

আপলোড টাইম : ০৯:৩৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০১৯

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপায় সাদেক শেখ নামের এক কৃষকের বসতঘর থেকে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চাসহ ডিম উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার মালিপাড়া গ্রাম থেকে এ বিষধর গোখরা সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। কৃষক সাদেক শেখের ছেলে হালিম জানান, গত শুক্রবার সকালে ঘরের কোণে সাপের খোসা দেখতে পাওয়া যায়। সে কারণে গতকাল রোববার সাপুড়ে ডেকে ঘর খোঁড়ার কাজ শুরু করা হয়। খোঁড়াখুঁড়ির একপর্যায়ে ঘরের কোণ থেকে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চাসহ বেশ কয়েকটি ডিম উদ্ধার করেন সাপুড়ে। সাপুড়ে চিত্তরঞ্জন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কড়ি চালান দিয়ে বুঝতে পারি, ওই স্থানে অনেকগুলো বিষধর সাপ আছে। পরে ঘরের মাটি খুঁড়ে ৩২টি বিষধর গোখরা সাপের বাচ্চাসহ ডিম উদ্ধার করা গেলেও মা গোখরা সাপটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে মা গোখরা ধরতে চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।