ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কৃষকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯
  • / ২২৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় কৃষি মেলার উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
বিশেষ প্রতিবেদক:
বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় তিনদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিজ্ঞান ভিত্তিক কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষকরা স্বাবলম্বী। তবে আমরা এখনও সম্পূর্ণভাবে নিজের পায়ে দাঁড়াতে পারি নাই। ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ হিসাবে নিজের পায়ে দাড়াতে পারবো। সে প্রচেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘কৃষির উপর যত ভর্তুকি দেয়া হয়, অন্য কোন কোন খাতে এত ভর্তুকি দেয় না সরকার। এখন কৃষকরা অর্ধেক দামে কৃষি যন্ত্রপাতি কিনতে পারছে এবং সহজে ব্যবহার করছে। আমাদের পরিকল্পনা- কৃষকদের ভালো রাখতে হবে। কৃষকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে।’
চুয়াডাঙ্গা জেলার কৃষির উন্নয়ন প্রসঙ্গে ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘এক সময় চুয়াডাঙ্গা জেলার মানুষের খাদ্যের অভাব ছিল। আজ সে অভাব মিটিয়ে আমাদের জেলা থেকে দেশের অন্যান্য জেলায়ও খাদ্য সরবরাহ করা হচ্ছে।’
জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত উপ-পরিচালক সেলিম হোসেন, সূফী মো. রফিকুজ্জামান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কৃষকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে

আপলোড টাইম : ১০:০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০১৯

চুয়াডাঙ্গায় কৃষি মেলার উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
বিশেষ প্রতিবেদক:
বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় তিনদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিজ্ঞান ভিত্তিক কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষকরা স্বাবলম্বী। তবে আমরা এখনও সম্পূর্ণভাবে নিজের পায়ে দাঁড়াতে পারি নাই। ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ হিসাবে নিজের পায়ে দাড়াতে পারবো। সে প্রচেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘কৃষির উপর যত ভর্তুকি দেয়া হয়, অন্য কোন কোন খাতে এত ভর্তুকি দেয় না সরকার। এখন কৃষকরা অর্ধেক দামে কৃষি যন্ত্রপাতি কিনতে পারছে এবং সহজে ব্যবহার করছে। আমাদের পরিকল্পনা- কৃষকদের ভালো রাখতে হবে। কৃষকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে।’
চুয়াডাঙ্গা জেলার কৃষির উন্নয়ন প্রসঙ্গে ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘এক সময় চুয়াডাঙ্গা জেলার মানুষের খাদ্যের অভাব ছিল। আজ সে অভাব মিটিয়ে আমাদের জেলা থেকে দেশের অন্যান্য জেলায়ও খাদ্য সরবরাহ করা হচ্ছে।’
জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত উপ-পরিচালক সেলিম হোসেন, সূফী মো. রফিকুজ্জামান।