ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কৃষককে প্রতিকেজি ধানের মূল্য দেওয়া হবে ২৬ টাকা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
  • / ২০৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আমন ধান সংগ্রহ শুরু
সমীকরণ প্রতিবেদন:
চলতি আমন মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহন অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে এ ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।
চুয়াডাঙ্গা:
চলতি আমন মৌসুমে চুয়াডাঙ্গায় আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদরের আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা এলাকা থেকে সরকারি খাদ্যগুদামে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুর, সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি সিদ্দিকী, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা চালকল মিল মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ শেখ প্রমুখ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম জানান, জেলায় এবার ৪ হাজার ২৮৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর থেকে ৬০৩ মে. টন, আলমডাঙ্গা ১ হাজার ৯৬৫ মে. টন, জীবননগর ৭৩৪ মে. টন ও দামুড়হুদা থেকে ৯৮৪ মে. টন। কৃষককে প্রতিকেজি ধানের মূল্য দেওয়া হবে ২৬ টাকা। ২৮ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত এ অভিযান চলবে।
মেহেরপুর:
মেহেরপুরে সরকারিভাবে সদর উপজেলায় এলএসডি-এর আওতায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর সরকারি খাদ্যগুদামে মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনি অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক এক কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার পর তাঁর হাতে চেক তুলে দেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, জেলা খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিক উল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। চলতি আমন মৌসুমে ২৬ টাকা কেজি দরে মেহেরপুর জেলায় মোট ৩ হাজার ২শ ৮৮ মেট্রিক টন ধান ক্রয় করা হবে বলে জানা গেছে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১ হাজার ২ শ ৩৪ মেট্রিক টন, গাংনী উপজেলায় ১ হাজার ৬শ ৮৮ মেট্রিক টন এবং মুজিবনগর উপজেলায় ৩শ ৬৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, লটারির মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কৃষককে প্রতিকেজি ধানের মূল্য দেওয়া হবে ২৬ টাকা

আপলোড টাইম : ১০:১৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আমন ধান সংগ্রহ শুরু
সমীকরণ প্রতিবেদন:
চলতি আমন মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহন অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে এ ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।
চুয়াডাঙ্গা:
চলতি আমন মৌসুমে চুয়াডাঙ্গায় আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদরের আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা এলাকা থেকে সরকারি খাদ্যগুদামে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারী, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুর, সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি সিদ্দিকী, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা চালকল মিল মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ শেখ প্রমুখ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম জানান, জেলায় এবার ৪ হাজার ২৮৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর থেকে ৬০৩ মে. টন, আলমডাঙ্গা ১ হাজার ৯৬৫ মে. টন, জীবননগর ৭৩৪ মে. টন ও দামুড়হুদা থেকে ৯৮৪ মে. টন। কৃষককে প্রতিকেজি ধানের মূল্য দেওয়া হবে ২৬ টাকা। ২৮ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত এ অভিযান চলবে।
মেহেরপুর:
মেহেরপুরে সরকারিভাবে সদর উপজেলায় এলএসডি-এর আওতায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর সরকারি খাদ্যগুদামে মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনি অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক এক কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার পর তাঁর হাতে চেক তুলে দেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, জেলা খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিক উল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। চলতি আমন মৌসুমে ২৬ টাকা কেজি দরে মেহেরপুর জেলায় মোট ৩ হাজার ২শ ৮৮ মেট্রিক টন ধান ক্রয় করা হবে বলে জানা গেছে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১ হাজার ২ শ ৩৪ মেট্রিক টন, গাংনী উপজেলায় ১ হাজার ৬শ ৮৮ মেট্রিক টন এবং মুজিবনগর উপজেলায় ৩শ ৬৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, লটারির মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে।