ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কুষ্টিয়া ইবি’র নৃসিংহপুরে গভীর রাতে থানা পুলিশের অভিযান : ছিনতাইচক্রের সোহেল গ্রেফতার : কামরুলকে গ্রেফতারে অভিযান অব্যাহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭
  • / ৩৯০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা জামজামি-বৃত্তিপাড়া সড়কে সংঘটিত দূর্ধষ ছিনতাই মামলার আসামী নৃসিংহপুরের সোহেল (৩৫) কে পুলিশ গ্রেফতার করেছে। কুষ্টিয়া ইবি থানা পুলিশের ওসি জানান তার নির্দেশে সংশ্লিষ্ট থানা পুলিশ গত পরশু রাতে অভিযানে নেমে তাকে আটক করেছে। এ খবরে এ ছিনতাই মামলার অন্যতম আসামী আলমডাঙ্গা জামজামি বাজারের মোটরসাইকেল মেকার কামরুল তার ব্যবসায়ী পশরাগুটিয়ে সটকেছে। এলাকার ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।
জানা গেছে আলমডাঙ্গা জামজামি বৃত্তিপাড়া সড়কে গত ৩১মে বুধবার দিনগত সন্ধ্যারাতে সড়কে গাছ কেঁটে ফেলে অজ্ঞাত ছিনতাইকারীচক্র যানবাহন আটকে ১১জনকে বেঁধে মারপিট শেষে ১টি এ্যাপাসি মোটরসাইকেল ৮টি মোবাইল ফোনও নগদ টাকা ছিনতাই করে সটকে যায়। এই ছিনতাই ঘটনায় পরদিন ইবি থানাধীন মনোহরদিয়া ইউনিয়নের কন্দর্পদিয়া গ্রামের ছানারুদ্দিন মন্ডলের ছেলে সোহাগ (২৪)’র মোটরসাইকেল ঠেকিয়ে তাকে ও সাথে থাকা চাচাতো ভাই মানিক (২৬)কে অস্ত্রের মুখে বেঁধে মারপিট শেষে তাদের এ্যাপাসি মোটরসাইকেল ও মূল্যবান আইফোন হাতিয়ে নেয়। এ সময় আরো ৯ পথচারিকে আটকে ৭টি মোবাইল ফোন নগদ টাকা লুট করে একইভাবে বেঁধে মারপিট করে সটকে যায় ছিনতাইকারীচক্র। তাদের চিৎকারে পথচারি ও স্থানীয় মনোহরদিয়া ফাঁড়ি পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার করে। পরদিন ইবি থানায় মোটরসাইকেল মালিক সোহাগ সন্দিগ্ধ ইবি থানাধীন মনোহরদিয়া ইউনিয়নের নৃসিংহপুর গ্রামের ঘোড়াগাড়ি চালক সিরাজ উদ্দিনের ছেলে আলোচিত যুবক সোহেল (৩৫) ও পাশ্ববর্তী আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামের রাইচ মিলের মিস্ত্রি বুলবুল আহমেদের ছেলে জামজামি বাজারের মোটরসাইকেল মেকার কামরুলসহ অজ্ঞাত নামাদের ছিনতাইয়ে সংশ্লিষ্টতার অভিযোগে মামলা দায়ের করেন।
ইবি থানা পুলিশের ওসি জানান, সংশ্লিষ্ট থানা পুলিশ পরশু রাতে গ্রেফতার অভিযানে নামেন। আটক করা হয় এজাহারনামীয় আসামী ইবির নৃসিংপুরের আলোচিত যুবক ছিনতাইচক্রের সদস্য সোহেল। রাত শেষে গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তার নির্দেশে আলমডাঙ্গার জামজামি বাজারে পুলিশ অভিযানে নামে। অভিযুক্ত ছিনতাইচক্রের হোতা মোটরসাইকেল মেকার কামরুল কৌশলে পালিয়ে যায়। সহযোগী গ্রেফতারের খবরে সে তার অটো ব্যবসার পশরাগুটিয়ে ভেগেছে বলে স্থানীয়রা সরব চাঞ্চল্যতা প্রকাশ করেছে বলে পুলিশ জানিয়েছে। তাকে গ্রেফতারে দিনভর পুলিশের একাধীক অভিযান ব্যথ হয়েছে বলে স্থানীয়রা জানান। শেষ পর্যন্ত জামজামি বাজারের আলোচিত মোটরসাইকেল মেকার কামরুলকে গ্রেফতারে পুলিশ হয়েছে হন্যে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কুষ্টিয়া ইবি’র নৃসিংহপুরে গভীর রাতে থানা পুলিশের অভিযান : ছিনতাইচক্রের সোহেল গ্রেফতার : কামরুলকে গ্রেফতারে অভিযান অব্যাহত

আপলোড টাইম : ০৪:২৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০১৭

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা জামজামি-বৃত্তিপাড়া সড়কে সংঘটিত দূর্ধষ ছিনতাই মামলার আসামী নৃসিংহপুরের সোহেল (৩৫) কে পুলিশ গ্রেফতার করেছে। কুষ্টিয়া ইবি থানা পুলিশের ওসি জানান তার নির্দেশে সংশ্লিষ্ট থানা পুলিশ গত পরশু রাতে অভিযানে নেমে তাকে আটক করেছে। এ খবরে এ ছিনতাই মামলার অন্যতম আসামী আলমডাঙ্গা জামজামি বাজারের মোটরসাইকেল মেকার কামরুল তার ব্যবসায়ী পশরাগুটিয়ে সটকেছে। এলাকার ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।
জানা গেছে আলমডাঙ্গা জামজামি বৃত্তিপাড়া সড়কে গত ৩১মে বুধবার দিনগত সন্ধ্যারাতে সড়কে গাছ কেঁটে ফেলে অজ্ঞাত ছিনতাইকারীচক্র যানবাহন আটকে ১১জনকে বেঁধে মারপিট শেষে ১টি এ্যাপাসি মোটরসাইকেল ৮টি মোবাইল ফোনও নগদ টাকা ছিনতাই করে সটকে যায়। এই ছিনতাই ঘটনায় পরদিন ইবি থানাধীন মনোহরদিয়া ইউনিয়নের কন্দর্পদিয়া গ্রামের ছানারুদ্দিন মন্ডলের ছেলে সোহাগ (২৪)’র মোটরসাইকেল ঠেকিয়ে তাকে ও সাথে থাকা চাচাতো ভাই মানিক (২৬)কে অস্ত্রের মুখে বেঁধে মারপিট শেষে তাদের এ্যাপাসি মোটরসাইকেল ও মূল্যবান আইফোন হাতিয়ে নেয়। এ সময় আরো ৯ পথচারিকে আটকে ৭টি মোবাইল ফোন নগদ টাকা লুট করে একইভাবে বেঁধে মারপিট করে সটকে যায় ছিনতাইকারীচক্র। তাদের চিৎকারে পথচারি ও স্থানীয় মনোহরদিয়া ফাঁড়ি পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার করে। পরদিন ইবি থানায় মোটরসাইকেল মালিক সোহাগ সন্দিগ্ধ ইবি থানাধীন মনোহরদিয়া ইউনিয়নের নৃসিংহপুর গ্রামের ঘোড়াগাড়ি চালক সিরাজ উদ্দিনের ছেলে আলোচিত যুবক সোহেল (৩৫) ও পাশ্ববর্তী আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামের রাইচ মিলের মিস্ত্রি বুলবুল আহমেদের ছেলে জামজামি বাজারের মোটরসাইকেল মেকার কামরুলসহ অজ্ঞাত নামাদের ছিনতাইয়ে সংশ্লিষ্টতার অভিযোগে মামলা দায়ের করেন।
ইবি থানা পুলিশের ওসি জানান, সংশ্লিষ্ট থানা পুলিশ পরশু রাতে গ্রেফতার অভিযানে নামেন। আটক করা হয় এজাহারনামীয় আসামী ইবির নৃসিংপুরের আলোচিত যুবক ছিনতাইচক্রের সদস্য সোহেল। রাত শেষে গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে তার নির্দেশে আলমডাঙ্গার জামজামি বাজারে পুলিশ অভিযানে নামে। অভিযুক্ত ছিনতাইচক্রের হোতা মোটরসাইকেল মেকার কামরুল কৌশলে পালিয়ে যায়। সহযোগী গ্রেফতারের খবরে সে তার অটো ব্যবসার পশরাগুটিয়ে ভেগেছে বলে স্থানীয়রা সরব চাঞ্চল্যতা প্রকাশ করেছে বলে পুলিশ জানিয়েছে। তাকে গ্রেফতারে দিনভর পুলিশের একাধীক অভিযান ব্যথ হয়েছে বলে স্থানীয়রা জানান। শেষ পর্যন্ত জামজামি বাজারের আলোচিত মোটরসাইকেল মেকার কামরুলকে গ্রেফতারে পুলিশ হয়েছে হন্যে।