ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে তরুণ নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
  • / ১৬৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
কুষ্টিয়ায় ছুরিকাঘাতে তরিকুল ইসলাম (১৮) নামে এক তরুণ খুন হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরের থানাপাড়া পুলিশ ক্লাব সংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল শহরের চর কুঠিপাড়ার কামু আলীর ছেলে। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার বিকেলে থানাপাড়া পুলিশ ক্লাব সংলগ্ন খেলার মাঠে ছিলেন স্থানীয় যুবক কিশোরেরা। এ সময় চর থানাপাড়ার আব্দুস সালামের ছেলে মিনারুল ইসলামের (২১) সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে তরিকুলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মিনারুল তাঁর পকেটে থাকা ছুরি বের করে তরিকুলের শরীরে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজ গুরুতর আহত তরিকুলকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, থানাপাড়া এলাকায় কয়েকটি কিশোর গ্যাং রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দিন ধরে দুটি পক্ষের বিরোধ চলে আসছিল। দুই তিন আগে তরিকুলের সঙ্গে প্রতিপক্ষের একটা ঝামেলা বাঁধে। তারই জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে সবার ধারণা।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, খুনের ঘটনায় জড়িত কয়েকজনের নামপরিচয় পাওয়া গেছে। তাদের ধরতে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে। থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে তরুণ নিহত

আপলোড টাইম : ০৯:০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০

সমীকরণ প্রতিবেদন:
কুষ্টিয়ায় ছুরিকাঘাতে তরিকুল ইসলাম (১৮) নামে এক তরুণ খুন হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরের থানাপাড়া পুলিশ ক্লাব সংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল শহরের চর কুঠিপাড়ার কামু আলীর ছেলে। লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার বিকেলে থানাপাড়া পুলিশ ক্লাব সংলগ্ন খেলার মাঠে ছিলেন স্থানীয় যুবক কিশোরেরা। এ সময় চর থানাপাড়ার আব্দুস সালামের ছেলে মিনারুল ইসলামের (২১) সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে তরিকুলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মিনারুল তাঁর পকেটে থাকা ছুরি বের করে তরিকুলের শরীরে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজ গুরুতর আহত তরিকুলকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, থানাপাড়া এলাকায় কয়েকটি কিশোর গ্যাং রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দিন ধরে দুটি পক্ষের বিরোধ চলে আসছিল। দুই তিন আগে তরিকুলের সঙ্গে প্রতিপক্ষের একটা ঝামেলা বাঁধে। তারই জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে সবার ধারণা।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত বলেন, খুনের ঘটনায় জড়িত কয়েকজনের নামপরিচয় পাওয়া গেছে। তাদের ধরতে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে। থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।