ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কুটুম সেজে চুরি করতে গিয়ে শ্রীঘরে দামুড়হুদার আলামিন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
  • / ২৭০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে এক ব্যবসায়ীর বাসায় ঢুকে নগদ অর্থ ও গহনা নিয়ে পালানোর সময় ধরা পড়েছেন আলামিন নামের এক চোর। আটক চোর দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের ইলিয়াস আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হলিধানী বাজারের পাশে আখ সেন্টার সংলগ্ন এলাকায় ফল ব্যবসায়ী আজিজুল মিয়ার বাসায় এ চুরির ঘটনা ঘটে। ফল ব্যবসায়ী আজিজুল জানান, দুপুরে চোর আল আমিন বাসার বাইরে মোটরসাইকেল রেখে ভেতরে ঢুকে পুরুষ মানুষ বাড়ি আছে কি না, তা ডাকাডাকি করে নিশ্চত হন। পুরুষ লোক বাসায় না থাকায় তিনি আজিজুলের স্ত্রীকে বলেন, ‘আমি চাচাকে দাওয়াত দিতে এসেছি।’ কুটুম ভেবে গৃহকর্তী রুমের মধ্যে বসিয়ে তাঁকে নাস্তা দেন। নাস্তা খেতে খেতে আলামিন বলেন, ‘চাচী আমার মোটরসাইকেলের চাবি ভুলে গাড়িতেই রেখে আসছি, একটু নিয়ে আসেন।’ গৃহকর্তী চাবি আনতে গেলে চোর ড্রয়ার ও আলমারির তালা খুলে নগদ ২০ হাজার টাকা ও গহনা নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ওই নারীর চিৎকারে বাজারের লোকজন ছুটে এসে চোর আলামিনকে ধরে উত্তম-মাধ্যম দেয়। খবর পেয়ে কাতলামারি ক্যাম্পের পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। এ ব্যাপারে কাতলামারি পুলিশ ক্যাম্পের এএসআই মোল্লা এনামুল জানান, ‘আটক চোর দাওয়াত দেওয়ার নামে বাসায় ঢুকে চুরি করে পালানোর সময় লোকজন তাঁকে আটক করেছে। আমরা তাঁকে জেলহাজতে প্রেরণের জন্য সদর থানায় হস্তান্তর করেছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কুটুম সেজে চুরি করতে গিয়ে শ্রীঘরে দামুড়হুদার আলামিন

আপলোড টাইম : ১০:৩১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে এক ব্যবসায়ীর বাসায় ঢুকে নগদ অর্থ ও গহনা নিয়ে পালানোর সময় ধরা পড়েছেন আলামিন নামের এক চোর। আটক চোর দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের ইলিয়াস আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হলিধানী বাজারের পাশে আখ সেন্টার সংলগ্ন এলাকায় ফল ব্যবসায়ী আজিজুল মিয়ার বাসায় এ চুরির ঘটনা ঘটে। ফল ব্যবসায়ী আজিজুল জানান, দুপুরে চোর আল আমিন বাসার বাইরে মোটরসাইকেল রেখে ভেতরে ঢুকে পুরুষ মানুষ বাড়ি আছে কি না, তা ডাকাডাকি করে নিশ্চত হন। পুরুষ লোক বাসায় না থাকায় তিনি আজিজুলের স্ত্রীকে বলেন, ‘আমি চাচাকে দাওয়াত দিতে এসেছি।’ কুটুম ভেবে গৃহকর্তী রুমের মধ্যে বসিয়ে তাঁকে নাস্তা দেন। নাস্তা খেতে খেতে আলামিন বলেন, ‘চাচী আমার মোটরসাইকেলের চাবি ভুলে গাড়িতেই রেখে আসছি, একটু নিয়ে আসেন।’ গৃহকর্তী চাবি আনতে গেলে চোর ড্রয়ার ও আলমারির তালা খুলে নগদ ২০ হাজার টাকা ও গহনা নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ওই নারীর চিৎকারে বাজারের লোকজন ছুটে এসে চোর আলামিনকে ধরে উত্তম-মাধ্যম দেয়। খবর পেয়ে কাতলামারি ক্যাম্পের পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। এ ব্যাপারে কাতলামারি পুলিশ ক্যাম্পের এএসআই মোল্লা এনামুল জানান, ‘আটক চোর দাওয়াত দেওয়ার নামে বাসায় ঢুকে চুরি করে পালানোর সময় লোকজন তাঁকে আটক করেছে। আমরা তাঁকে জেলহাজতে প্রেরণের জন্য সদর থানায় হস্তান্তর করেছি।’