ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কাশ্মীর সীমান্তে গোলাগুলি বন্ধে আবারও একমত ভারত-পাকিস্তান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ৭৪ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক:
কাশ্মীর সীমান্তে গোলাগুলি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ভারত ও পাকিস্তান ঐক্যমত্যে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার দেশ দু’টির সেনাবাহিনীর মধ্যে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আল-জাজিরা। ঐতিহাসিক এই সিদ্ধান্তের ব্যাপারে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানি সামরিক বাহিনীর মহা-পরিচালকরা (ডিজিএমও) এ নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষই লাইন অব কন্ট্রোল এবং অন্যান্য সীমান্ত নিয়ে সব চুক্তি মেনে চলবে। এছাড়া গুলি চালানো বন্ধ করার বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষই। এর আগেও ২০০৩ সালে সীমান্ত এলাকায় সংঘর্ষ বিরতি কার্যকরে একমত হয়েছিল দুই দেশই। খাতায় কলমে এই নিয়ম এখনো বহাল। কিন্তু অধিকাংশ সময় এই চুক্তি ভঙ্গের অভিযোগ ওঠে। বর্তমানে সীমান্ত সমস্যার সমাধানে এই চুক্তি নিয়ে পুনরায় আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করছিল বিশেষজ্ঞ মহল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কাশ্মীর সীমান্তে গোলাগুলি বন্ধে আবারও একমত ভারত-পাকিস্তান

আপলোড টাইম : ১০:২৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১

বিশ্ব ডেস্ক:
কাশ্মীর সীমান্তে গোলাগুলি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ভারত ও পাকিস্তান ঐক্যমত্যে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার দেশ দু’টির সেনাবাহিনীর মধ্যে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আল-জাজিরা। ঐতিহাসিক এই সিদ্ধান্তের ব্যাপারে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানি সামরিক বাহিনীর মহা-পরিচালকরা (ডিজিএমও) এ নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষই লাইন অব কন্ট্রোল এবং অন্যান্য সীমান্ত নিয়ে সব চুক্তি মেনে চলবে। এছাড়া গুলি চালানো বন্ধ করার বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষই। এর আগেও ২০০৩ সালে সীমান্ত এলাকায় সংঘর্ষ বিরতি কার্যকরে একমত হয়েছিল দুই দেশই। খাতায় কলমে এই নিয়ম এখনো বহাল। কিন্তু অধিকাংশ সময় এই চুক্তি ভঙ্গের অভিযোগ ওঠে। বর্তমানে সীমান্ত সমস্যার সমাধানে এই চুক্তি নিয়ে পুনরায় আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করছিল বিশেষজ্ঞ মহল।