ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কালীগঞ্জে রাতের আধারে কম্পিউটার দোকানে চুরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০
  • / ২২৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহ কালীগঞ্জের বৃহৎ কম্পিউটার ও মোবাইল বিক্রয়কারী প্রতিষ্ঠান শিপন কম্পিউটারে এক দুসাহসিক চুরি হয়েছে। গত সোমবার দিবাগত গভীর রাতে শহরের মেইন বাস্ট্যান্ডের লস্কার টাওয়ারে এ চুরির ঘটনাটি ঘটে। চোরেরা দোকানের প্রায় ১৪-১৫টি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্মার্টফোন ও কম্পিউটারের বিভিন্ন মালামালসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
শিপন কম্পিউটারের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম শিপন জানান, প্রতিদিনের ন্যায় তিনি সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে যান। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দেখতে পান তাঁর দোকানে লাগানো সব তালা ভাঙা। তিনি জানান, চোরেরা তাঁর দোকানের ৩য় তলার সিড়ি ঘরের দরজা ভেঙে তাঁর ২য় তলাতে আসে। এরপর তাঁরা কম্পিউটারের দোকানের সামনে লাগানো সিসি ক্যামেরা ভেঙে ফেলেন। তারা একেক করে দোকান ও গোডাউনের ১৪-১৫টি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর লকার ভেঙে নগদ দুই লাখ টাকা, বেশ কয়েকটি স্মার্টফোন ও কম্পিউটারের মালামাল নিয়ে গেছে। তিনি তাৎক্ষণিকভাবে চুরি হওয়া মালামালের হিসাব না জানাতে পারলেও প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। চোরেরা চলে যাবার সময় তালা ভাঙার জন্য ব্যবহৃত দুটি লোহার রড, ২টি লাইট, ১টি চাকু তিনতলার ছাদে ফেলে রেখে যায়। সকালে পুলিশ এসে আলামত হিসেবে সেগুলি জব্দ করে। এ ঘটনায় তিনি থানাতে সাধারণ ডায়েরি করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, ঘটনার খবর পেয়েই থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা কিছু আলামত উদ্ধার করেছেন। পুলিশ দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কালীগঞ্জে রাতের আধারে কম্পিউটার দোকানে চুরি

আপলোড টাইম : ০৯:১৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০

প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহ কালীগঞ্জের বৃহৎ কম্পিউটার ও মোবাইল বিক্রয়কারী প্রতিষ্ঠান শিপন কম্পিউটারে এক দুসাহসিক চুরি হয়েছে। গত সোমবার দিবাগত গভীর রাতে শহরের মেইন বাস্ট্যান্ডের লস্কার টাওয়ারে এ চুরির ঘটনাটি ঘটে। চোরেরা দোকানের প্রায় ১৪-১৫টি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্মার্টফোন ও কম্পিউটারের বিভিন্ন মালামালসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
শিপন কম্পিউটারের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম শিপন জানান, প্রতিদিনের ন্যায় তিনি সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে যান। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দেখতে পান তাঁর দোকানে লাগানো সব তালা ভাঙা। তিনি জানান, চোরেরা তাঁর দোকানের ৩য় তলার সিড়ি ঘরের দরজা ভেঙে তাঁর ২য় তলাতে আসে। এরপর তাঁরা কম্পিউটারের দোকানের সামনে লাগানো সিসি ক্যামেরা ভেঙে ফেলেন। তারা একেক করে দোকান ও গোডাউনের ১৪-১৫টি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর লকার ভেঙে নগদ দুই লাখ টাকা, বেশ কয়েকটি স্মার্টফোন ও কম্পিউটারের মালামাল নিয়ে গেছে। তিনি তাৎক্ষণিকভাবে চুরি হওয়া মালামালের হিসাব না জানাতে পারলেও প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। চোরেরা চলে যাবার সময় তালা ভাঙার জন্য ব্যবহৃত দুটি লোহার রড, ২টি লাইট, ১টি চাকু তিনতলার ছাদে ফেলে রেখে যায়। সকালে পুলিশ এসে আলামত হিসেবে সেগুলি জব্দ করে। এ ঘটনায় তিনি থানাতে সাধারণ ডায়েরি করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, ঘটনার খবর পেয়েই থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা কিছু আলামত উদ্ধার করেছেন। পুলিশ দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।