ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কালীগঞ্জে ভ্যানচালককে পিটিয়ে জখমের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
  • / ১৩৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে ভ্যানচালককে বেধড়ক পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে ফাইজুর রহমান চুন্নু নামের এক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলরের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সিমেন্ট না কেনায় গতকাল শুক্রবার বিকেলে কাঠের লাঠি দিয়ে তাঁকে পিটিয়ে জখম করেন পৌর কাউন্সিলর। ভ্যানচালকের নাম সোনাতন দাস। সোনাতন কালীগঞ্জ উপজেলার বড় ভাটপাড়া গ্রামের হরিপদ দাসের ছেলে।
ভ্যানচালক সোনাতন দাস জানান, ‘আমার জামাই ২০ বস্তা সিমেন্ট কেনার জন্য বাজারে পাঠায়। এছাড়া ফাইজুর রহমান চুন্নুর ব্যবসাপ্রতিষ্ঠান শিশির কনা এন্টারপ্রাইজ নামে ওই সিমেন্টের দোকানে ২০ হাজার টাকা বকেয়া পরিশোধ করে দিতে বলে। আমি সেভাবে কাউন্সিলরের দোকানে টাকা পরিশোধ করে অন্য একটি দোকান থেকে সিমেন্ট কিনে বাড়ি ফিরি। সন্ধ্যায় আবার বাজারে আসলে চুন্নু আমাকে ডেকে তার ব্যবসাপ্রতিষ্ঠানের পিছনের গোডাউনে নিয়ে বেধড়ক পিটাতে থাকে। এরপর আমি অসুস্থ হয়ে পড়লে বাইরে বের হয়ে চলে যেতে বলে।’ সোনাতন দাসের বড় বোন লক্ষী রাণী জানান, ‘আমার ভাইকে বিনা কারণে পিটিয়েছে। এভাবে মানুষ মানুষকে মারতে পারে না। আমি এর সঠিক বিচার চাই।’
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল অধিকারী জানান, ‘আমি এখনো পর্যন্ত বিষয়টি পরিষ্কার জানি না। তবে বিনা অপরাধে যদি মারপিট করে থাকে, তবে অবশ্যই বিষয়টি নিন্দনীয়।’ এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, ‘বিষয়টি আমি জেনেছি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কালীগঞ্জে ভ্যানচালককে পিটিয়ে জখমের অভিযোগ

আপলোড টাইম : ০৮:৫৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০

প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে ভ্যানচালককে বেধড়ক পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে ফাইজুর রহমান চুন্নু নামের এক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলরের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সিমেন্ট না কেনায় গতকাল শুক্রবার বিকেলে কাঠের লাঠি দিয়ে তাঁকে পিটিয়ে জখম করেন পৌর কাউন্সিলর। ভ্যানচালকের নাম সোনাতন দাস। সোনাতন কালীগঞ্জ উপজেলার বড় ভাটপাড়া গ্রামের হরিপদ দাসের ছেলে।
ভ্যানচালক সোনাতন দাস জানান, ‘আমার জামাই ২০ বস্তা সিমেন্ট কেনার জন্য বাজারে পাঠায়। এছাড়া ফাইজুর রহমান চুন্নুর ব্যবসাপ্রতিষ্ঠান শিশির কনা এন্টারপ্রাইজ নামে ওই সিমেন্টের দোকানে ২০ হাজার টাকা বকেয়া পরিশোধ করে দিতে বলে। আমি সেভাবে কাউন্সিলরের দোকানে টাকা পরিশোধ করে অন্য একটি দোকান থেকে সিমেন্ট কিনে বাড়ি ফিরি। সন্ধ্যায় আবার বাজারে আসলে চুন্নু আমাকে ডেকে তার ব্যবসাপ্রতিষ্ঠানের পিছনের গোডাউনে নিয়ে বেধড়ক পিটাতে থাকে। এরপর আমি অসুস্থ হয়ে পড়লে বাইরে বের হয়ে চলে যেতে বলে।’ সোনাতন দাসের বড় বোন লক্ষী রাণী জানান, ‘আমার ভাইকে বিনা কারণে পিটিয়েছে। এভাবে মানুষ মানুষকে মারতে পারে না। আমি এর সঠিক বিচার চাই।’
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল অধিকারী জানান, ‘আমি এখনো পর্যন্ত বিষয়টি পরিষ্কার জানি না। তবে বিনা অপরাধে যদি মারপিট করে থাকে, তবে অবশ্যই বিষয়টি নিন্দনীয়।’ এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, ‘বিষয়টি আমি জেনেছি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’