ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কালীগঞ্জে কৃষকের ধান কেটে দিল কৃষক লীগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
  • / ১৮০ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার চাঁচড়া গ্রামে অসহায় এক কৃষকের ধান কেটে দিল কালীগঞ্জ উপজেলা কৃষক লীগ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে এ ধান কেটে দেওয়া হয়। ধানকাটায় অংশ নেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শ্রমিক লীগের নেতা ফরিদুল ইসলাম, ছাত্রলীগের নেতা অহিদুজ্জামান মিল্টন, আর জে রনি, আসাদুজ্জামান ডিটুসহ কৃষক লীগের নেতৃবৃন্দ।
কৃষক লীগের নেতা আতিয়ার রহমান বলেন, তাঁর জমির ধান পেকে গেছে। কিন্তু তিনি শ্রমিকের অভাবে জমির ধান কাটতে পারছিলেন না। বিষয়টি তিনি কালীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদকে জানালে বৃহস্পতিবার তাঁর নেতৃত্বে কালীগঞ্জ উপজেলা কৃষক লীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তাঁর জমির ধান কেটে দেন। কৃষক লীগের এই মানবিক কর্মকাণ্ডের জন্য তাঁদেরকে তিনি ধন্যবাদ জানান।
উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘দেশব্যাপী করোনাভাইরাসের প্রভাবে জনজীবন স্থবির। মানুষ আতঙ্কের মধ্যে আছে। প্রতিবছর যে পরিমাণ ধানকাটার শ্রমিক বাইরের জেলা থেকে আসতেন। এবার তুলনামূলক কম। শ্রমিক সংকটের কারণে কৃষকেরা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। অপর দিকে, মাঝে মধ্যে ঝড়-বৃষ্টি হচ্ছে। অসহায় কৃষকদের কষ্টের ফসল ঘরে তুলে দিতে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি।’ তিনি আরও বলেন, ‘ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের নির্দেশ আছে মহামারি দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। এ জন্য আমরা উপজেলার কৃষক লীগ কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কালীগঞ্জে কৃষকের ধান কেটে দিল কৃষক লীগ

আপলোড টাইম : ১০:১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০

প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার চাঁচড়া গ্রামে অসহায় এক কৃষকের ধান কেটে দিল কালীগঞ্জ উপজেলা কৃষক লীগ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে এ ধান কেটে দেওয়া হয়। ধানকাটায় অংশ নেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শ্রমিক লীগের নেতা ফরিদুল ইসলাম, ছাত্রলীগের নেতা অহিদুজ্জামান মিল্টন, আর জে রনি, আসাদুজ্জামান ডিটুসহ কৃষক লীগের নেতৃবৃন্দ।
কৃষক লীগের নেতা আতিয়ার রহমান বলেন, তাঁর জমির ধান পেকে গেছে। কিন্তু তিনি শ্রমিকের অভাবে জমির ধান কাটতে পারছিলেন না। বিষয়টি তিনি কালীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদকে জানালে বৃহস্পতিবার তাঁর নেতৃত্বে কালীগঞ্জ উপজেলা কৃষক লীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তাঁর জমির ধান কেটে দেন। কৃষক লীগের এই মানবিক কর্মকাণ্ডের জন্য তাঁদেরকে তিনি ধন্যবাদ জানান।
উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘দেশব্যাপী করোনাভাইরাসের প্রভাবে জনজীবন স্থবির। মানুষ আতঙ্কের মধ্যে আছে। প্রতিবছর যে পরিমাণ ধানকাটার শ্রমিক বাইরের জেলা থেকে আসতেন। এবার তুলনামূলক কম। শ্রমিক সংকটের কারণে কৃষকেরা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। অপর দিকে, মাঝে মধ্যে ঝড়-বৃষ্টি হচ্ছে। অসহায় কৃষকদের কষ্টের ফসল ঘরে তুলে দিতে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি।’ তিনি আরও বলেন, ‘ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের নির্দেশ আছে মহামারি দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। এ জন্য আমরা উপজেলার কৃষক লীগ কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’