ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কালীগঞ্জে কিশোরীকে শ্লীলতাহানীর চেষ্টা, অভিযুক্ত আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
  • / ১৮৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে কিশোরীকে শ্লীলতাহানীর চেষ্টা অভিযোগে তোরাপ আলী (৪৮) নামের একজনকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বরচাঁদা গ্রামে এ ঘটনা ঘটে। তোরাপ আলী ওই গ্রামের মৃত খেলাফত আলীর ছেলে। এ ব্যাপারে ওই কিশোরী বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী ওই কিশোরীর চাচা গ্রামের আয়নাল হোসেন জানান, ‘আমার ভাইঝি সকালে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে যায়। খেতের পাশেই গ্রামের তোরাপ আলী বসেছিল। এ সময় তাকে একা পেয়ে মিষ্টি খাওয়ার কথা বলে টাকা দিতে যায় এবং কুপ্রস্তাব দেয় তোরাপ। এতে রাজি না হওয়ায় সে আমার ভাইঝিকে জাপটে ধরে। একপর্যায়ে তার চিৎকার চেচামেচিতে আশপাশ থেকে লোকজন এসে তোরাপকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।’
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহাফুজুর রহমান জানান, কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আটক হওয়া তোরাপ আলীকে দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কালীগঞ্জে কিশোরীকে শ্লীলতাহানীর চেষ্টা, অভিযুক্ত আটক

আপলোড টাইম : ১১:১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০

প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে কিশোরীকে শ্লীলতাহানীর চেষ্টা অভিযোগে তোরাপ আলী (৪৮) নামের একজনকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বরচাঁদা গ্রামে এ ঘটনা ঘটে। তোরাপ আলী ওই গ্রামের মৃত খেলাফত আলীর ছেলে। এ ব্যাপারে ওই কিশোরী বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী ওই কিশোরীর চাচা গ্রামের আয়নাল হোসেন জানান, ‘আমার ভাইঝি সকালে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে যায়। খেতের পাশেই গ্রামের তোরাপ আলী বসেছিল। এ সময় তাকে একা পেয়ে মিষ্টি খাওয়ার কথা বলে টাকা দিতে যায় এবং কুপ্রস্তাব দেয় তোরাপ। এতে রাজি না হওয়ায় সে আমার ভাইঝিকে জাপটে ধরে। একপর্যায়ে তার চিৎকার চেচামেচিতে আশপাশ থেকে লোকজন এসে তোরাপকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।’
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহাফুজুর রহমান জানান, কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আটক হওয়া তোরাপ আলীকে দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।