ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কার্পাসডাঙ্গায় ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / ১৯ বার পড়া হয়েছে

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্য বিবাহটি বন্ধ করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা মিতা। এ সময় ভ্রাম্যমাণ আদালতে মেয়ের পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, কার্পাসডাঙ্গা বাজারপাড়ার মনোয়ার হোসেনের মেয়ে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে কুড়ুলগাছির সৌদি প্রবাসী এক ছেলের বিয়ের আয়োজন করে পরিবার। খবর পেয়ে গতকাল বেলা ১১টার দিকে তাদের বাড়িতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা উপস্থিত হন। ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের পরিবারকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। এবং বাল্যবিবাহ না দিতে নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, নারী ও শিশু কর্মকর্তা দিল তৌহিদা পারভীন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমরান, এএসআই মসলেম উদ্দীন সোনিয়া আফসানা কনা প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কার্পাসডাঙ্গায় ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

আপলোড টাইম : ০৮:২৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা বাজারপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্য বিবাহটি বন্ধ করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা মিতা। এ সময় ভ্রাম্যমাণ আদালতে মেয়ের পরিবারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, কার্পাসডাঙ্গা বাজারপাড়ার মনোয়ার হোসেনের মেয়ে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে কুড়ুলগাছির সৌদি প্রবাসী এক ছেলের বিয়ের আয়োজন করে পরিবার। খবর পেয়ে গতকাল বেলা ১১টার দিকে তাদের বাড়িতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা উপস্থিত হন। ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের পরিবারকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। এবং বাল্যবিবাহ না দিতে নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, নারী ও শিশু কর্মকর্তা দিল তৌহিদা পারভীন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইমরান, এএসআই মসলেম উদ্দীন সোনিয়া আফসানা কনা প্রমুখ।