ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কলম প্রতীক নিয়ে পদ্মা খাতুন নির্বাচিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯
  • / ২৪১ বার পড়া হয়েছে

দামুড়হুদায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা সদর ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে দামুড়হুদা বেগোপাড়ার তাহাজ্জেত আলীর মেয়ে পদ্মা খাতুন কলম প্রতীক নিয়ে ১ হাজার ৫২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দামুড়হুদা কুটিরপাড়ার ফজলুর রহমানের মেয়ে রূপালী খাতুন তালগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩০১ ভোট। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী অপর দুই প্রার্থী উজিরপুর গ্রামের জাহাঙ্গীর চৌকিদারের স্ত্রী বেবী নাজনীন সূর্যমুখি ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১ ভোট এবং একই গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী ছালমা খাতুন বক প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৪ ভোট। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান প্রতিটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
রিটার্নিং কর্মকর্তা ও দামুড়হুদা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আব্দুল হাদী এ তথ্য নিশ্চিত করে বলেছেন, দামুড়হুদা সদর ইউনিয়নে ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের আওতাভুক্ত উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দামুড়হুদা মডেল সরকারি প্রাথমকি বিদ্যালয় এ চারটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১০ হাজার ১০১। এর মধ্যে ৪ হাজার ২৪৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয়েছে ১ হাজার ১০ ভোট, উপস্থিতির হার ৪২ ভাগ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কলম প্রতীক নিয়ে পদ্মা খাতুন নির্বাচিত

আপলোড টাইম : ১১:১৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯

দামুড়হুদায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা সদর ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে দামুড়হুদা বেগোপাড়ার তাহাজ্জেত আলীর মেয়ে পদ্মা খাতুন কলম প্রতীক নিয়ে ১ হাজার ৫২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দামুড়হুদা কুটিরপাড়ার ফজলুর রহমানের মেয়ে রূপালী খাতুন তালগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩০১ ভোট। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী অপর দুই প্রার্থী উজিরপুর গ্রামের জাহাঙ্গীর চৌকিদারের স্ত্রী বেবী নাজনীন সূর্যমুখি ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১ ভোট এবং একই গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী ছালমা খাতুন বক প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৪ ভোট। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান প্রতিটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
রিটার্নিং কর্মকর্তা ও দামুড়হুদা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আব্দুল হাদী এ তথ্য নিশ্চিত করে বলেছেন, দামুড়হুদা সদর ইউনিয়নে ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের আওতাভুক্ত উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দামুড়হুদা মডেল সরকারি প্রাথমকি বিদ্যালয় এ চারটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১০ হাজার ১০১। এর মধ্যে ৪ হাজার ২৪৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয়েছে ১ হাজার ১০ ভোট, উপস্থিতির হার ৪২ ভাগ।