ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কলকাতা উৎসব উদ্বোধন করতে আসেননি অমিতাভ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯
  • / ২৬০ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
আজ শুক্রবার বিকেলে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হলো। আগে থেকে প্রচার করা হয়, উৎসব উদ্বোধন করবেন ভারতের চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন। এর আগে টানা পাঁচবার এই উৎসব তিনি উদ্বোধন করেছেন। কিন্তু আজ তিনি আসতে পারেননি। আসেননি তাঁর স্ত্রী জয়া বচ্চনও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘গতকাল রাতে অমিতাভ বচ্চন আবারও অসুস্থ হয়ে পড়েছেন, তাই উৎসবে যোগ দিতে পারেননি। তিনি উৎসবের সাফল্য কামনা করেছেন। তবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন বলিউড তারকা শাহরুখ খান, রাখী গুলজার ও মহেশ ভাট।’মঞ্চে প্রদীপ জ্বালিয়ে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন শাহরুখ খান। এ সময় তাঁর পাশে ছিলেন রাখী গুলজার, মহেশ ভাট, সৌরভ গাঙ্গুলী। আরও ছিলেন রঞ্জিত মল্লিক, মাধবী মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, সন্দীপ রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রানী হালদার, শতাব্দী রায়, দেব, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, শুভশ্রী, সোহম চক্রবর্তী, আবির বন্দ্যোপাধ্যায় প্রমুখ।উৎসব উদ্বোধন করে শাহরুখ খান বলেন, ‘কলকাতা আমাকে বারবার টেনে আনছে। টেনে আনছে এই চলচ্চিত্র উৎসবে। আর আসতে পেরে আমি নিজেও আনন্দিত। কলকাতা আমার ভালো লাগার শহর। সাহিত্য থেকে সিনেমা, অনেক কিছু শিখতে পেরেছি এই কলকাতা থেকে। এই শহর আমাকে ভালোবাসায় জড়িয়ে রেখেছে। তাই তো এখনো ডাক পেলেই ছুটে আসি। দিদির (মমতা) অনুরোধ ফেলতে পারি না।’ তিনি আরও বলেন, ‘সৌরভ গাঙ্গুলীর মাধ্যমে আমি প্রথম কলকাতাকে চিনেছি। কলকাতাকে ভালোবাসতে শিখেছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কলকাতা উৎসব উদ্বোধন করতে আসেননি অমিতাভ

আপলোড টাইম : ১০:০০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯

সমীকরণ প্রতিবেদন:
আজ শুক্রবার বিকেলে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হলো। আগে থেকে প্রচার করা হয়, উৎসব উদ্বোধন করবেন ভারতের চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন। এর আগে টানা পাঁচবার এই উৎসব তিনি উদ্বোধন করেছেন। কিন্তু আজ তিনি আসতে পারেননি। আসেননি তাঁর স্ত্রী জয়া বচ্চনও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘গতকাল রাতে অমিতাভ বচ্চন আবারও অসুস্থ হয়ে পড়েছেন, তাই উৎসবে যোগ দিতে পারেননি। তিনি উৎসবের সাফল্য কামনা করেছেন। তবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন বলিউড তারকা শাহরুখ খান, রাখী গুলজার ও মহেশ ভাট।’মঞ্চে প্রদীপ জ্বালিয়ে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন শাহরুখ খান। এ সময় তাঁর পাশে ছিলেন রাখী গুলজার, মহেশ ভাট, সৌরভ গাঙ্গুলী। আরও ছিলেন রঞ্জিত মল্লিক, মাধবী মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, সন্দীপ রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রানী হালদার, শতাব্দী রায়, দেব, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, শুভশ্রী, সোহম চক্রবর্তী, আবির বন্দ্যোপাধ্যায় প্রমুখ।উৎসব উদ্বোধন করে শাহরুখ খান বলেন, ‘কলকাতা আমাকে বারবার টেনে আনছে। টেনে আনছে এই চলচ্চিত্র উৎসবে। আর আসতে পেরে আমি নিজেও আনন্দিত। কলকাতা আমার ভালো লাগার শহর। সাহিত্য থেকে সিনেমা, অনেক কিছু শিখতে পেরেছি এই কলকাতা থেকে। এই শহর আমাকে ভালোবাসায় জড়িয়ে রেখেছে। তাই তো এখনো ডাক পেলেই ছুটে আসি। দিদির (মমতা) অনুরোধ ফেলতে পারি না।’ তিনি আরও বলেন, ‘সৌরভ গাঙ্গুলীর মাধ্যমে আমি প্রথম কলকাতাকে চিনেছি। কলকাতাকে ভালোবাসতে শিখেছি।’