ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

করোনা মহামারির দুঃসময়ে মানুষের পাশে থাকতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
  • / ৪২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় বধ্যভূমি পরিদর্শন ও নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা বধ্যভূমি পার্কের নির্মাণকাজ পরিদর্শন ও নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আমি দ্রুত বধ্যভূমির পাশে নির্মিত পার্কের কাজ সম্পন্ন করতে চাই। যারা দায়িত্ব আছেন, তাঁরা কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করেন। বধ্যভূমি নির্মাণ করেছি, পার্ক নির্মাণ করব ইনশাআল্লাহ।’ তিনি আরও বলেন, ‘আমাদের দলীয় কর্মীরা সকল মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সহায়তা করতে হবে। বর্তমানে করোনা উপসর্গ বেড়েই চলেছে। যদিও সম্প্রতি মৃতের হার কমেছে। এই মহামারির দুঃসময়ে মানুষের পাশে থাকতে হবে। হোম কোয়ারেন্টিনে থাকা রোগীদের সঙ্গে মানবিক আচরণ এবং পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। এখন নতুন করে যোগ হয়েছে ব্লাক ফাঙ্গাস। এ বিষয়ে সকলকে সচেতন করতে হবে। কারণ আমরা রাজনীতি করি জনগণের জন্য, তাই সকলকে জনগণের সেবায় মনোযোগ দিতে হবে। সরকার সকলকে টিকার আওতায় আনতে চায়। সে জন্য সরকার আমেরিকা, চীন, ভারতসহ বিভিন্ন দেশের সহায়তা চাচ্ছে।’
পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, জেলা বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা থানার তদন্ত অফিসার সেলিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, হামিদুল ইসলাম আজম ও সাংগাঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুকের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, রাজাবুল হক মনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের মধ্যে নুরুল ইসলাম দিপু, জয়নাল আবেদীন, মাহমুদুল হাসান চঞ্চল, মকবুল হোসেন, কাউন্সিলর মজিবুল হক, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক অপু মোল্লা, সদস্য মহসিন কামাল প্রমুখ। মতবিনিময় সভা শেষে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা বধ্যভূমির নবনির্মিত পার্কের মাটি ভরাটের কাজ পরিদর্শন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

করোনা মহামারির দুঃসময়ে মানুষের পাশে থাকতে হবে

আপলোড টাইম : ০৯:৫২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১

আলমডাঙ্গায় বধ্যভূমি পরিদর্শন ও নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা বধ্যভূমি পার্কের নির্মাণকাজ পরিদর্শন ও নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আমি দ্রুত বধ্যভূমির পাশে নির্মিত পার্কের কাজ সম্পন্ন করতে চাই। যারা দায়িত্ব আছেন, তাঁরা কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করেন। বধ্যভূমি নির্মাণ করেছি, পার্ক নির্মাণ করব ইনশাআল্লাহ।’ তিনি আরও বলেন, ‘আমাদের দলীয় কর্মীরা সকল মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সহায়তা করতে হবে। বর্তমানে করোনা উপসর্গ বেড়েই চলেছে। যদিও সম্প্রতি মৃতের হার কমেছে। এই মহামারির দুঃসময়ে মানুষের পাশে থাকতে হবে। হোম কোয়ারেন্টিনে থাকা রোগীদের সঙ্গে মানবিক আচরণ এবং পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে। এখন নতুন করে যোগ হয়েছে ব্লাক ফাঙ্গাস। এ বিষয়ে সকলকে সচেতন করতে হবে। কারণ আমরা রাজনীতি করি জনগণের জন্য, তাই সকলকে জনগণের সেবায় মনোযোগ দিতে হবে। সরকার সকলকে টিকার আওতায় আনতে চায়। সে জন্য সরকার আমেরিকা, চীন, ভারতসহ বিভিন্ন দেশের সহায়তা চাচ্ছে।’
পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, জেলা বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আলমডাঙ্গা থানার তদন্ত অফিসার সেলিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, হামিদুল ইসলাম আজম ও সাংগাঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুকের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, রাজাবুল হক মনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের মধ্যে নুরুল ইসলাম দিপু, জয়নাল আবেদীন, মাহমুদুল হাসান চঞ্চল, মকবুল হোসেন, কাউন্সিলর মজিবুল হক, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক অপু মোল্লা, সদস্য মহসিন কামাল প্রমুখ। মতবিনিময় সভা শেষে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা বধ্যভূমির নবনির্মিত পার্কের মাটি ভরাটের কাজ পরিদর্শন করেন।