ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

করোনা পরিস্থিতিতে শিশুকে বাড়িতে রাখুন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
  • / ২০৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের স্বাস্থ্য উন্নয়নবিষয়ক সভায় সিভিল সার্জন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়নবিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মানজুরা মুকাররমা ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. রবজেল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির ও চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, কোভিড-১৯ ভাইরাসটি যেকোনো দেশে এবং যেকোনো সম্প্রদায়ের শিশু ও পরিবারের মধ্যে বিস্তার লাভ করতে পারে। যদি আপনার সন্তানের জ্বর বা কাঁশির মতো কোনো লক্ষণ দেখা না দেয়, তবে চিকিৎসাসেবা নিন এবং স্বাস্থ্য সেবাদানকারীর নির্দেশনা অনুসরণ করুন। অন্যথায়, ফ্লুর মতো শ্বাসতন্ত্রের অন্যান্য লক্ষণগুলো থাকা অবস্থায় আপনার শিশুকে বাড়িতে রাখুন এবং অন্যদের মধ্যে ভাইরাসটি ছড়ানো রোধ করতে অবশ্যই তাকে লোকালয়ে যেতে দিবেন না। সেই সঙ্গে ভালোভাবে হাত ধোয়া ও শ্বাসতন্ত্রের স্বাস্থ্যবিধি মেনে চলা, যেমন ঘন ঘন হাত ধোঁয়া, কাঁশি ও হাঁচি দেবার সময় কনুই দিয়ে ঢেকে বা টিস্যু ব্যবহার করা তারপর টিস্যুকে যথাস্থানে ফেলে দেওয়া এবং সঠিকভাবে হাত না ধোয়া পর্যন্ত চোখে, মুখে বা নাকে হাত না দেওয়া সম্পর্কে শিক্ষা দেওয়া উচিত। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হেল্থ এডুকেটর মো. দেলোয়ার হোসেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

করোনা পরিস্থিতিতে শিশুকে বাড়িতে রাখুন

আপলোড টাইম : ০৯:৩১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের স্বাস্থ্য উন্নয়নবিষয়ক সভায় সিভিল সার্জন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়নবিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মানজুরা মুকাররমা ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. রবজেল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির ও চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, কোভিড-১৯ ভাইরাসটি যেকোনো দেশে এবং যেকোনো সম্প্রদায়ের শিশু ও পরিবারের মধ্যে বিস্তার লাভ করতে পারে। যদি আপনার সন্তানের জ্বর বা কাঁশির মতো কোনো লক্ষণ দেখা না দেয়, তবে চিকিৎসাসেবা নিন এবং স্বাস্থ্য সেবাদানকারীর নির্দেশনা অনুসরণ করুন। অন্যথায়, ফ্লুর মতো শ্বাসতন্ত্রের অন্যান্য লক্ষণগুলো থাকা অবস্থায় আপনার শিশুকে বাড়িতে রাখুন এবং অন্যদের মধ্যে ভাইরাসটি ছড়ানো রোধ করতে অবশ্যই তাকে লোকালয়ে যেতে দিবেন না। সেই সঙ্গে ভালোভাবে হাত ধোয়া ও শ্বাসতন্ত্রের স্বাস্থ্যবিধি মেনে চলা, যেমন ঘন ঘন হাত ধোঁয়া, কাঁশি ও হাঁচি দেবার সময় কনুই দিয়ে ঢেকে বা টিস্যু ব্যবহার করা তারপর টিস্যুকে যথাস্থানে ফেলে দেওয়া এবং সঠিকভাবে হাত না ধোয়া পর্যন্ত চোখে, মুখে বা নাকে হাত না দেওয়া সম্পর্কে শিক্ষা দেওয়া উচিত। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হেল্থ এডুকেটর মো. দেলোয়ার হোসেন।