ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

করোনা দ্বিতীয়বার আক্রান্ত করতে পারে, রোগী শনাক্ত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • / ১৩১ বার পড়া হয়েছে

বিশ্ব প্রতিবেদন
করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা ফের আক্রান্ত হতে পারেন। হংকংয়ে এমন ঘটনার সত্যতা পাওয়া গেছে।শহরটির চিকিৎসকরা জানিয়েছে, তারা এমন সংক্রমণের প্রথম ঘটনা শনাক্ত করেছেন। সেখানের এক ৩৩ বছর বয়সী ব্যক্তির মধ্যে দ্বিতীয়বার সংক্রমণ ধরা পড়েছে।চার মাস আগে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন তিনি।এরপর সুস্থও হয়ে উঠেন।এখন ফের তার মধ্যে ভাইরাসটির ভিন্ন একটি ‘স্ট্রেইন’ ধরা পড়েছে। এ খবর দিয়েছে দ্য ডেইলি মেইল। খবরে বলা হয়, জেনেটিক বিশ্লেষণে দেখা গেছে ওই হংকংবাসী দ্বিতীয়বার করোনা ভাইরাসের ভিন্ন একটি স্ট্রেইন দিয়ে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি স্পেন সফর থেকে ফেরত আসার পর তার মধ্যে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হয়। বিশেষজ্ঞরা জানান, করোনা ভাইরাস বিশ্বজুড়ে বিস্তার লাভ করার মাঝেই বিবর্তিত হচ্ছে। পাল্টাচ্ছে রূপ। ভিন্ন ভিন্ন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে ভাইরাসটির মধ্যে আসছে পরিবর্তন। এসব পরিবর্তন জেনেটিক সিকুয়েন্সিংয়ের মাধ্যমে ধরা পড়ে। চিকিৎসকরা সতর্ক করেছেন, তাদের এই আবিষ্কার প্রমাণ করে যে, সুস্থ হওয়ার কয়েক মাসের মধ্যেই যেকেউ নতুন করে করোনায় আক্রান্ত হতে পারে। তারা জানান, এমনটা সম্ভব কারণ, সুস্থ হওয়া ব্যক্তিদের দেহে করোনা ভাইরাসের বিরুদ্ধে সৃষ্ট প্রতিরোধ ক্ষমতা স্বল্পস্থায়ী।করোনাবিরোধী এন্টিবডি বেশ দ্রুতই শেষ হয়ে যায়।
এদিকে, দ্বিতীয়বার সংক্রমিত হলেও ওই হংকংবাসীর মধ্যে এবার আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ দেখা যায়নি। স্পেন থেকে ফেরার সময় বিমানবন্দরে স্ক্রিনিংয়েই তার সংক্রমণ ধরা পড়ে। এ থেকে এমনটা ধারণা করা যায় যে, প্রথমবার সুস্থ হওয়ায় তার দেহে কিছু পরিমাণ প্রতিরোধ ক্ষমতা তখনো বিদ্যমান ছিল। যার কারণে, তার উপসর্গ গুরুতর হয়নি।
বিশ্বজুড়ে করোনায় দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার খবর বেশ আগ থেকেই শোনা যাচ্ছিল। তবে তা নিশ্চিত হওয়া যায়নি এতদিন। অনেকে ধারণা করেছিলেন, পরীক্ষার ফলাফলে ভুল হওয়ায় এমনটি হয়ে থাকতে পারে বা দেহে ভাইরাসটির কোনো নিষ্ক্রিয় কণা থেকে যেতে পারে যা পরীক্ষায় ধরা পড়েনি।অবশ্য গবেষকরা বলছেন, এই একটি ঘটনাই দ্বিতীয়বার সংক্রমণের ব্যাপার নিশ্চিত করার জন্য পর্যাপ্ত নয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

করোনা দ্বিতীয়বার আক্রান্ত করতে পারে, রোগী শনাক্ত

আপলোড টাইম : ০৯:১৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০

বিশ্ব প্রতিবেদন
করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা ফের আক্রান্ত হতে পারেন। হংকংয়ে এমন ঘটনার সত্যতা পাওয়া গেছে।শহরটির চিকিৎসকরা জানিয়েছে, তারা এমন সংক্রমণের প্রথম ঘটনা শনাক্ত করেছেন। সেখানের এক ৩৩ বছর বয়সী ব্যক্তির মধ্যে দ্বিতীয়বার সংক্রমণ ধরা পড়েছে।চার মাস আগে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন তিনি।এরপর সুস্থও হয়ে উঠেন।এখন ফের তার মধ্যে ভাইরাসটির ভিন্ন একটি ‘স্ট্রেইন’ ধরা পড়েছে। এ খবর দিয়েছে দ্য ডেইলি মেইল। খবরে বলা হয়, জেনেটিক বিশ্লেষণে দেখা গেছে ওই হংকংবাসী দ্বিতীয়বার করোনা ভাইরাসের ভিন্ন একটি স্ট্রেইন দিয়ে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি স্পেন সফর থেকে ফেরত আসার পর তার মধ্যে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হয়। বিশেষজ্ঞরা জানান, করোনা ভাইরাস বিশ্বজুড়ে বিস্তার লাভ করার মাঝেই বিবর্তিত হচ্ছে। পাল্টাচ্ছে রূপ। ভিন্ন ভিন্ন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে ভাইরাসটির মধ্যে আসছে পরিবর্তন। এসব পরিবর্তন জেনেটিক সিকুয়েন্সিংয়ের মাধ্যমে ধরা পড়ে। চিকিৎসকরা সতর্ক করেছেন, তাদের এই আবিষ্কার প্রমাণ করে যে, সুস্থ হওয়ার কয়েক মাসের মধ্যেই যেকেউ নতুন করে করোনায় আক্রান্ত হতে পারে। তারা জানান, এমনটা সম্ভব কারণ, সুস্থ হওয়া ব্যক্তিদের দেহে করোনা ভাইরাসের বিরুদ্ধে সৃষ্ট প্রতিরোধ ক্ষমতা স্বল্পস্থায়ী।করোনাবিরোধী এন্টিবডি বেশ দ্রুতই শেষ হয়ে যায়।
এদিকে, দ্বিতীয়বার সংক্রমিত হলেও ওই হংকংবাসীর মধ্যে এবার আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ দেখা যায়নি। স্পেন থেকে ফেরার সময় বিমানবন্দরে স্ক্রিনিংয়েই তার সংক্রমণ ধরা পড়ে। এ থেকে এমনটা ধারণা করা যায় যে, প্রথমবার সুস্থ হওয়ায় তার দেহে কিছু পরিমাণ প্রতিরোধ ক্ষমতা তখনো বিদ্যমান ছিল। যার কারণে, তার উপসর্গ গুরুতর হয়নি।
বিশ্বজুড়ে করোনায় দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার খবর বেশ আগ থেকেই শোনা যাচ্ছিল। তবে তা নিশ্চিত হওয়া যায়নি এতদিন। অনেকে ধারণা করেছিলেন, পরীক্ষার ফলাফলে ভুল হওয়ায় এমনটি হয়ে থাকতে পারে বা দেহে ভাইরাসটির কোনো নিষ্ক্রিয় কণা থেকে যেতে পারে যা পরীক্ষায় ধরা পড়েনি।অবশ্য গবেষকরা বলছেন, এই একটি ঘটনাই দ্বিতীয়বার সংক্রমণের ব্যাপার নিশ্চিত করার জন্য পর্যাপ্ত নয়।