ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

করোনা কারো আত্মীয় নয়, তাই স্বাস্থ্যবিধি মানতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • / ৭৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘করোনাভাইরাস কারো আত্মীয় নয়, যে একজনের হবে আরেকজনের হবে না। করোনাভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। নিজেরা সচেতন না হলে, করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া মুশকিল। সরকার দক্ষতার সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলা করছে। আমরা ভ্যাকসিন পেয়েছি। ইতোমধ্যে দ্বিতীয় ডোজ নেওয়াও শুরু হয়েছে। এখন একজন সুনাগরিক হিসেবে সরকারের দেওয়া সকল নির্দেশনা আমাদের মেনে চলতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন চন্দন, উপ-প্রচার সম্পাদক শওকত আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলাসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

করোনা কারো আত্মীয় নয়, তাই স্বাস্থ্যবিধি মানতে হবে

আপলোড টাইম : ১০:৪২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১

চুয়াডাঙ্গায় মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘করোনাভাইরাস কারো আত্মীয় নয়, যে একজনের হবে আরেকজনের হবে না। করোনাভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। নিজেরা সচেতন না হলে, করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া মুশকিল। সরকার দক্ষতার সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলা করছে। আমরা ভ্যাকসিন পেয়েছি। ইতোমধ্যে দ্বিতীয় ডোজ নেওয়াও শুরু হয়েছে। এখন একজন সুনাগরিক হিসেবে সরকারের দেওয়া সকল নির্দেশনা আমাদের মেনে চলতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন চন্দন, উপ-প্রচার সম্পাদক শওকত আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলাসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।