ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

করোনায় স্টুডিও ব্যবসায়ী বাবলুর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
  • / ২৮৩ বার পড়া হয়েছে

মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের কোভিড-১৯ শনাক্ত
মেহেরপুর অফিস:
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে বর্তমানে ১৭৩ জন। এর মধ্যে সদর উপজেলা ১১০, গাংনী ৪৬ ও মুজিবনগর উপজেলায় ১৭ জন। এ পর্যন্ত জেলায় ১০ জনের মৃত্যু ও ২৬৭ জন সুস্থ হয়েছেন। এদিকে, মেহেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক স্টুডিও ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্টুডিও ব্যবসায়ী রফিকুর রহমান বাবলু (৫৮) মেহেরপুর শহরের বড় বাজারের মৃত সিরাজুল ইসলামের ছেলে। রফিকুর রহমানের ভাই মো. মিল্টন জানান, ৫ আগস্ট ঠাণ্ডা ও জ্বরে আক্রান্ত হলে করোনার নমুনা দেওয়া হয়। ৯ আগস্ট করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনায় আক্রান্ত হওয়ার পর মেহেরপুর জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। অবস্থার উন্নতি না হওয়ায় ১২ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মেহেরপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. অলোক কুমার দাস জানান, স্বাস্থ্যবিধি মেনে ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা মরদেহ জানাজা শেষে দাফন করবেন। সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, মেহেরপুরে এ পর্যন্ত ৪৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ ২৫৮ জন। মৃত ১০ জন।
এদিকে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনাভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে আরও ৮০ জনের রিপোর্ট এসেছে। যার ২৯টি পজিটিভ। মেহেরপুর সদর উপজেলার ২৪ জন, গাংনী উপজেলার ৩ জন এবং মুজিবনগর উপজেলায় ২ জন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

করোনায় স্টুডিও ব্যবসায়ী বাবলুর মৃত্যু

আপলোড টাইম : ০৯:০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০

মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের কোভিড-১৯ শনাক্ত
মেহেরপুর অফিস:
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে বর্তমানে ১৭৩ জন। এর মধ্যে সদর উপজেলা ১১০, গাংনী ৪৬ ও মুজিবনগর উপজেলায় ১৭ জন। এ পর্যন্ত জেলায় ১০ জনের মৃত্যু ও ২৬৭ জন সুস্থ হয়েছেন। এদিকে, মেহেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক স্টুডিও ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্টুডিও ব্যবসায়ী রফিকুর রহমান বাবলু (৫৮) মেহেরপুর শহরের বড় বাজারের মৃত সিরাজুল ইসলামের ছেলে। রফিকুর রহমানের ভাই মো. মিল্টন জানান, ৫ আগস্ট ঠাণ্ডা ও জ্বরে আক্রান্ত হলে করোনার নমুনা দেওয়া হয়। ৯ আগস্ট করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনায় আক্রান্ত হওয়ার পর মেহেরপুর জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। অবস্থার উন্নতি না হওয়ায় ১২ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মেহেরপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. অলোক কুমার দাস জানান, স্বাস্থ্যবিধি মেনে ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা মরদেহ জানাজা শেষে দাফন করবেন। সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন জানান, মেহেরপুরে এ পর্যন্ত ৪৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ ২৫৮ জন। মৃত ১০ জন।
এদিকে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনাভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে আরও ৮০ জনের রিপোর্ট এসেছে। যার ২৯টি পজিটিভ। মেহেরপুর সদর উপজেলার ২৪ জন, গাংনী উপজেলার ৩ জন এবং মুজিবনগর উপজেলায় ২ জন।