ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

করোনায় স্কুল-কলেজের ছুটির মেয়াদ আরও বাড়ল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
  • / ১৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে মিলিয়ে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। এজন্য ওই তারিখ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সব ধরনের কোচিং সেন্টারও ওই সময় পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। এর আগে গত ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তা দুই দফায় বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠান টানা বন্ধের কারণে পাঠদানের ধারাবাহিকতা রাখতে বিকল্প ব্যবস্থা নিয়েছে সরকার। গত ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস দেখানো শুরু করা হয়েছে। আর প্রাথমিকের ক্লাস দেখানো শুরু হয় গত ৭ এপ্রিল থেকে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

করোনায় স্কুল-কলেজের ছুটির মেয়াদ আরও বাড়ল

আপলোড টাইম : ১০:৫৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে মিলিয়ে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। এজন্য ওই তারিখ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সব ধরনের কোচিং সেন্টারও ওই সময় পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। এর আগে গত ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তা দুই দফায় বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠান টানা বন্ধের কারণে পাঠদানের ধারাবাহিকতা রাখতে বিকল্প ব্যবস্থা নিয়েছে সরকার। গত ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস দেখানো শুরু করা হয়েছে। আর প্রাথমিকের ক্লাস দেখানো শুরু হয় গত ৭ এপ্রিল থেকে।