ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

করোনাভাইরাস: স্থবির গতিময় পৃথিবী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
  • / ২৮৪ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
প্রযুক্তির উৎকর্ষতা মানব সভ্যতাকে আরও গতিময় করেছে। মানুষ এখন রোবটি দুনিয়ার ব্যবহার ও প্রসার নিয়ে ভাবছে। চতুর্থ শিল্পবিপ্লবের ধারণা এখন চারদিকে শোনা যাচ্ছে। ঠিক এমন সময় আবির্ভূত হলো নয়া এক ভাইরাসের সংক্রমণ। মুহূর্তে ছড়িয়ে পড়েছে দেশে দেশে। দুনিয়াজুড়ে এখন করোনা আতঙ্ক। ভিত নড়েচড়ে বসেছে সবার। সাফল্য আর অগ্রগতির ভাবনাটা পাল্টে এখন মুক্তির পথ খুঁজছে মোড়লরা। ইতোমধ্যে ৭৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস (কোভিড-১৯)। দুই মাসের মধ্যে ছড়িয়ে পড়া দেশগুলোতে পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষের বসবাস। প্রাচ্য থেকে পাশ্চাত্য সর্বত্র করোনার ছোবল। চীনের সামুদ্রিক খাবারের বাজারে উৎপত্তি দাবি করা এই ভাইরাসে এ পর্যন্ত ৯৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে আর মৃত্যু হয়েছে তিন হাজার দুইশরও বেশি। এর মধ্যে শুধু চীনে মৃত্যু হয়েছে অন্তত তিন হাজার। এখন চীনের পরে করোনায় মৃত্যু বেড়েছে ইতালিতে। সেখানে আড়াই হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আশিজনেরও বেশি মানুষের। ইতালি থেকে অন্যদেশগুলোতেও করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ভারতে ২৯ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যাদের মধ্যে ১৬ জন ইতালিয়ান পর্যটক। পর্তুগালে করোনা শনাক্ত হয়েছে এমন একজনও ইতালি থেকে পর্তুগালে গিয়েছেন। বাংলাদেশের সাথেও ইতালির নিয়মিত ভালো যোগাযোগ রয়েছে। সেখানে কী পরিমাণ প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও সেখানকার বাংলাদেশ দূতাবাস থেকে জানা গেছে, ইতালিতে প্রায় তিন লাখের বেশি বাংলাদেশি ইতালির বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছেন। তবে এদের বেশিরভাগই রোম ও মিলান সিটিতে কর্মরত। করোনার প্রকোপে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভীতি বাড়তে শুরু করেছে। দেশে যেন করোনা ছড়িয়ে না পড়ে তাই দক্ষিণ কোরিয়া ও ইতালি থেকে বাংলাদেশে প্রবেশে অন অ্যারাইভাল ভিসা বাতিল করেছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, করোনা মোকাবিলায় ভীতি দূর করে সরকারি-বেসরকারি উদ্যোগে কাজ করতে হবে। চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। কারণ বাংলাদেশ ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। তবে তারা আশ্বস্ত করেছেন করোনায় মাত্র এক শতাংশের মতো মানুষের প্রাণহানি ঘটছে। তাই আতঙ্কিত না হয়ে হাঁচি-কাশি ও হাত ধোয়া শিষ্টাচার মেনে চললে করোনা প্রতিরোধ অনেকাংশেই সম্ভব হবে।
এদিকে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিতে যখন দেশ, তখন সরকারের স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা করোনা মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে আশ্বস্ত করার চেষ্টা করছে। তবে এ কথায় সাধারণ মানুষ আস্থা রাখতে পারছেন না। কারণ গেলো বছর ডেঙ্গুতে লক্ষাধিক মানুষ আক্রান্ত হলেও তখন সরকার মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু তবুও ভয়াবহতা রোধ করা সম্ভব হয়নি। এমন অভিজ্ঞতা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে স্বতঃপ্রণোদিত হয়ে তা জানাতে চেয়েছে হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এসময় আদালত জানতে চেয়েছেন করোনা ভাইরাস পরীক্ষায় স্থল, নৌ ও বিমানবন্দরে কী ধরনের পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে, সরকারি-বেসরকারি হাসপাতালে কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। দেশে করোনা ভাইরাস শনাক্ত ও আক্রান্তদের স্বাস্থ্যসেবা দেয়ার কী ধরনের প্রস্তুতি রয়েছে এসব বিষয়ে আগামী সোমবারের মধ্যে জানাতে হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

করোনাভাইরাস: স্থবির গতিময় পৃথিবী

আপলোড টাইম : ১১:০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০

সমীকরণ প্রতিবেদন:
প্রযুক্তির উৎকর্ষতা মানব সভ্যতাকে আরও গতিময় করেছে। মানুষ এখন রোবটি দুনিয়ার ব্যবহার ও প্রসার নিয়ে ভাবছে। চতুর্থ শিল্পবিপ্লবের ধারণা এখন চারদিকে শোনা যাচ্ছে। ঠিক এমন সময় আবির্ভূত হলো নয়া এক ভাইরাসের সংক্রমণ। মুহূর্তে ছড়িয়ে পড়েছে দেশে দেশে। দুনিয়াজুড়ে এখন করোনা আতঙ্ক। ভিত নড়েচড়ে বসেছে সবার। সাফল্য আর অগ্রগতির ভাবনাটা পাল্টে এখন মুক্তির পথ খুঁজছে মোড়লরা। ইতোমধ্যে ৭৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস (কোভিড-১৯)। দুই মাসের মধ্যে ছড়িয়ে পড়া দেশগুলোতে পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষের বসবাস। প্রাচ্য থেকে পাশ্চাত্য সর্বত্র করোনার ছোবল। চীনের সামুদ্রিক খাবারের বাজারে উৎপত্তি দাবি করা এই ভাইরাসে এ পর্যন্ত ৯৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে আর মৃত্যু হয়েছে তিন হাজার দুইশরও বেশি। এর মধ্যে শুধু চীনে মৃত্যু হয়েছে অন্তত তিন হাজার। এখন চীনের পরে করোনায় মৃত্যু বেড়েছে ইতালিতে। সেখানে আড়াই হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আশিজনেরও বেশি মানুষের। ইতালি থেকে অন্যদেশগুলোতেও করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ভারতে ২৯ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যাদের মধ্যে ১৬ জন ইতালিয়ান পর্যটক। পর্তুগালে করোনা শনাক্ত হয়েছে এমন একজনও ইতালি থেকে পর্তুগালে গিয়েছেন। বাংলাদেশের সাথেও ইতালির নিয়মিত ভালো যোগাযোগ রয়েছে। সেখানে কী পরিমাণ প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও সেখানকার বাংলাদেশ দূতাবাস থেকে জানা গেছে, ইতালিতে প্রায় তিন লাখের বেশি বাংলাদেশি ইতালির বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছেন। তবে এদের বেশিরভাগই রোম ও মিলান সিটিতে কর্মরত। করোনার প্রকোপে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভীতি বাড়তে শুরু করেছে। দেশে যেন করোনা ছড়িয়ে না পড়ে তাই দক্ষিণ কোরিয়া ও ইতালি থেকে বাংলাদেশে প্রবেশে অন অ্যারাইভাল ভিসা বাতিল করেছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, করোনা মোকাবিলায় ভীতি দূর করে সরকারি-বেসরকারি উদ্যোগে কাজ করতে হবে। চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। কারণ বাংলাদেশ ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। তবে তারা আশ্বস্ত করেছেন করোনায় মাত্র এক শতাংশের মতো মানুষের প্রাণহানি ঘটছে। তাই আতঙ্কিত না হয়ে হাঁচি-কাশি ও হাত ধোয়া শিষ্টাচার মেনে চললে করোনা প্রতিরোধ অনেকাংশেই সম্ভব হবে।
এদিকে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিতে যখন দেশ, তখন সরকারের স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা করোনা মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে আশ্বস্ত করার চেষ্টা করছে। তবে এ কথায় সাধারণ মানুষ আস্থা রাখতে পারছেন না। কারণ গেলো বছর ডেঙ্গুতে লক্ষাধিক মানুষ আক্রান্ত হলেও তখন সরকার মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু তবুও ভয়াবহতা রোধ করা সম্ভব হয়নি। এমন অভিজ্ঞতা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে স্বতঃপ্রণোদিত হয়ে তা জানাতে চেয়েছে হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এসময় আদালত জানতে চেয়েছেন করোনা ভাইরাস পরীক্ষায় স্থল, নৌ ও বিমানবন্দরে কী ধরনের পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে, সরকারি-বেসরকারি হাসপাতালে কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। দেশে করোনা ভাইরাস শনাক্ত ও আক্রান্তদের স্বাস্থ্যসেবা দেয়ার কী ধরনের প্রস্তুতি রয়েছে এসব বিষয়ে আগামী সোমবারের মধ্যে জানাতে হবে।