ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

‘কপাল পুড়ল’ নিশিতার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
  • / ৪১৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:
ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়া। মৌলিক গানের পাশাপাশি চলচ্চিত্রে প্লে-ব্যাক করছেন তিনি। এবার ‘সোনার চর’ সিনেমার ‘কপাল পুড়ল’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিলেন এই শিল্পী। এ গানের কথা লিখেছেন প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আবিদ রনি। সম্প্রতি এ গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ গান প্রসঙ্গে নিশিতা বড়ুয়া বলেন, ‘এর আগেও গাজী স্যারের লেখা গানে কণ্ঠ দিয়েছি। এই নিয়ে তার লেখা গানে তৃতীয়বারের মতো কণ্ঠ দিলাম। কথা, সুর সংগীত সব মিলিয়ে খুব ভালো একটি গান হয়েছে।’ অন্যদিকে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন নিশিতা বড়ুয়া। গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট ক্যাডেট কলেজে ওল্ড ক্যাডেটস এসোসিয়েশন অব সিলেট (ওকাস) আয়োজিত পুনর্মিলনীতে সংগীত পরিবেশন করবেন এই সংগীতশিল্পী। ‘সোনার চর’ সিনেমা নির্মাণ করছেন জাহিদ হোসেন। চলতি বছরের শুরুতে এ সিনেমার একটি গানে কণ্ঠ দেন কনা। এ গানের কথা লিখেন গাজী মাজহারুল আনোয়ার। সংগীতায়োজন করেন আবিদ রনি। এরপর অন্য একটি গানে কণ্ঠ দেন সংগীতশিল্পী বেলাল খান ও ফাতিমা তুয যাহরা ঐশী। ‘ প্রেমের কিচ্ছা’ শিরোনামে গানটির কথা লিখেন শাহাব উদ্দিন মজুমদার। সুর ও সংগীতায়োজন করেন আবিদ রনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

‘কপাল পুড়ল’ নিশিতার

আপলোড টাইম : ১১:২৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯

বিনোদন ডেস্ক:
ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী নিশিতা বড়ুয়া। মৌলিক গানের পাশাপাশি চলচ্চিত্রে প্লে-ব্যাক করছেন তিনি। এবার ‘সোনার চর’ সিনেমার ‘কপাল পুড়ল’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিলেন এই শিল্পী। এ গানের কথা লিখেছেন প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আবিদ রনি। সম্প্রতি এ গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ গান প্রসঙ্গে নিশিতা বড়ুয়া বলেন, ‘এর আগেও গাজী স্যারের লেখা গানে কণ্ঠ দিয়েছি। এই নিয়ে তার লেখা গানে তৃতীয়বারের মতো কণ্ঠ দিলাম। কথা, সুর সংগীত সব মিলিয়ে খুব ভালো একটি গান হয়েছে।’ অন্যদিকে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন নিশিতা বড়ুয়া। গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট ক্যাডেট কলেজে ওল্ড ক্যাডেটস এসোসিয়েশন অব সিলেট (ওকাস) আয়োজিত পুনর্মিলনীতে সংগীত পরিবেশন করবেন এই সংগীতশিল্পী। ‘সোনার চর’ সিনেমা নির্মাণ করছেন জাহিদ হোসেন। চলতি বছরের শুরুতে এ সিনেমার একটি গানে কণ্ঠ দেন কনা। এ গানের কথা লিখেন গাজী মাজহারুল আনোয়ার। সংগীতায়োজন করেন আবিদ রনি। এরপর অন্য একটি গানে কণ্ঠ দেন সংগীতশিল্পী বেলাল খান ও ফাতিমা তুয যাহরা ঐশী। ‘ প্রেমের কিচ্ছা’ শিরোনামে গানটির কথা লিখেন শাহাব উদ্দিন মজুমদার। সুর ও সংগীতায়োজন করেন আবিদ রনি।