ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কনস্টেবল পদে নিয়োগ হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯
  • / ৬৯১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম

শ্রেষ্ঠ হিসেবে ওসি আবু জিহাদ, এসআই মুহিত ও সাহসিকতায় মিজান মেম্বারকে পুরস্কৃত
সোহেল রানা ডালিম:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনসে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আবুল বাশারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, পুলিশ ও জনগনের যৌথ অংশগ্রহণে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণসহ জনবান্ধব পুলিশিং কার্যক্রম নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ সময় সবার সহযোগিতা চেয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের বিষয়ে তিনি আরও বলেন, ২২ জুন শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক হবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ হবে। এ নিয়োগ কার্যক্রমে কোনো অসাধু ব্যক্তি বা চক্র যাতে কোনো প্রকার প্রতারণা বা প্রলোভনের মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে টাকাপয়সা লেনদেন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার।
মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুরস্কার পেয়েছেন সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান। শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হন চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক মুহিতুর রহমান মুহিত। শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) নির্বাচিত হন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এএসআই শেখ শাহিন সহ মোট ১৪ জনকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
এ ছাড়াও আলমডাঙ্গায় শাশুড়ি হত্যার আসামি সিআইডির পুলিশ সদস্য ঘাতক অসীম কুমারকে গ্রেপ্তার করায় সার্জেন্ট মৃত্যুঞ্জয় ও কনস্টেবল আকরাম আলী, তোয়াক্কেল হোসন, জাহাঙ্গীর আলম, ইসাহক আলী এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারির ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান মিজানকে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কনস্টেবল পদে নিয়োগ হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক

আপলোড টাইম : ১০:১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯

চুয়াডাঙ্গা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম

শ্রেষ্ঠ হিসেবে ওসি আবু জিহাদ, এসআই মুহিত ও সাহসিকতায় মিজান মেম্বারকে পুরস্কৃত
সোহেল রানা ডালিম:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনসে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আবুল বাশারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, পুলিশ ও জনগনের যৌথ অংশগ্রহণে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণসহ জনবান্ধব পুলিশিং কার্যক্রম নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ সময় সবার সহযোগিতা চেয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের বিষয়ে তিনি আরও বলেন, ২২ জুন শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক হবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ হবে। এ নিয়োগ কার্যক্রমে কোনো অসাধু ব্যক্তি বা চক্র যাতে কোনো প্রকার প্রতারণা বা প্রলোভনের মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে টাকাপয়সা লেনদেন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার।
মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুরস্কার পেয়েছেন সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান। শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হন চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক মুহিতুর রহমান মুহিত। শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) নির্বাচিত হন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এএসআই শেখ শাহিন সহ মোট ১৪ জনকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়।
এ ছাড়াও আলমডাঙ্গায় শাশুড়ি হত্যার আসামি সিআইডির পুলিশ সদস্য ঘাতক অসীম কুমারকে গ্রেপ্তার করায় সার্জেন্ট মৃত্যুঞ্জয় ও কনস্টেবল আকরাম আলী, তোয়াক্কেল হোসন, জাহাঙ্গীর আলম, ইসাহক আলী এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারির ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান মিজানকে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করা হয়।