ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

কঙ্গোতে নৌকাডুবিত, ৫০ জন নিহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮
  • / ৩৮৯ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক: আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে নৌকা ডুবে প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছে। কঙ্গোর উত্তরের শুয়াপ প্রদেশের উপগভর্নর রিচার্ড এমবয়ো লুকা দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। গতকাল শুক্রবার এই নৌকাডুবির ঘটনাটি ঘটে। নৌকাটি দেশটির মনকোটো থেকে এমবানডাকা অঞ্চলে যাচ্ছিল। দুর্ঘটনায় প্রায় ৬০ জন নৌকা অরোহী বেঁচে যান। কঙ্গোতে গাড়ি চলাচলের রাস্তা ও রেলপথ কম থাকায় নৌ পথেই সাধারণ মানুষ যাতায়াত বেশি । অধিকাংশ সময়েই নৌযানগুলো ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করে এবং প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। বানডাকায় ইবোলা ভাইরাসের প্রকোপ বেশি থাকায় কঙ্গোর এই নদীতে যাতায়াত করা লোকদের মাধ্যমে সেটি রাজধানী কিনশাসায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন। উপগভর্নর এএফপি নিউজের বরাত দিয়ে জানান, নৌকাটি রাতে অবৈধভাবে যাতায়াত করছিল এবং নৌকাটির কোনো লাইটও ছিল না। দুর্ঘটনাকবলিত এলাকার নদীতে আরো লাশ ভেসে উঠছে।এই অঞ্চলটি কঙ্গোর খুব প্রত্যন্ত এলাকা হওয়ায় লাশগুলো নদী তীরবর্তী অঞ্চলেই সমাহিত করা হচ্ছে। গত সপ্তাহে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গিয়েছিল। নৌকাটি প্রতিবেশী কঙ্গো ব্রাজাভিলি যাচ্ছিল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

কঙ্গোতে নৌকাডুবিত, ৫০ জন নিহত

আপলোড টাইম : ০৫:১৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮

বিশ্ব ডেস্ক: আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে নৌকা ডুবে প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছে। কঙ্গোর উত্তরের শুয়াপ প্রদেশের উপগভর্নর রিচার্ড এমবয়ো লুকা দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। গতকাল শুক্রবার এই নৌকাডুবির ঘটনাটি ঘটে। নৌকাটি দেশটির মনকোটো থেকে এমবানডাকা অঞ্চলে যাচ্ছিল। দুর্ঘটনায় প্রায় ৬০ জন নৌকা অরোহী বেঁচে যান। কঙ্গোতে গাড়ি চলাচলের রাস্তা ও রেলপথ কম থাকায় নৌ পথেই সাধারণ মানুষ যাতায়াত বেশি । অধিকাংশ সময়েই নৌযানগুলো ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করে এবং প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। বানডাকায় ইবোলা ভাইরাসের প্রকোপ বেশি থাকায় কঙ্গোর এই নদীতে যাতায়াত করা লোকদের মাধ্যমে সেটি রাজধানী কিনশাসায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন। উপগভর্নর এএফপি নিউজের বরাত দিয়ে জানান, নৌকাটি রাতে অবৈধভাবে যাতায়াত করছিল এবং নৌকাটির কোনো লাইটও ছিল না। দুর্ঘটনাকবলিত এলাকার নদীতে আরো লাশ ভেসে উঠছে।এই অঞ্চলটি কঙ্গোর খুব প্রত্যন্ত এলাকা হওয়ায় লাশগুলো নদী তীরবর্তী অঞ্চলেই সমাহিত করা হচ্ছে। গত সপ্তাহে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গিয়েছিল। নৌকাটি প্রতিবেশী কঙ্গো ব্রাজাভিলি যাচ্ছিল।