ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

ওজনে কম দেয়ায় ৪ ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুরে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ০৯:৫০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • / ২০ বার পড়া হয়েছে

ওজন কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ ব্যবসায়ীর নিকট থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বড় বাজারে এলাকায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় শাহীন পোল্ট্রি ফিডের মোহাম্মদ শামসুজ্জোহা শাহীনের নিকট ডিম ক্রয়-বিক্রয় ভাউচার না থাকায় ও ডিম বেশি দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ হাজার টাকা, রবি স্টোর মালিক মো. রবিউল ইসলামের দোকানে চিনি, ডাল, তেলসহ কয়েকটি মালের অনিয়ম থাকায় কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ এর ১ ধারায় এক হাজার টাকা, মাছ ব্যবসায়ী পানা হালদার মাছ ক্রয়-বিক্রয়ের ভাইচার ও বেশি দামে মাছ বিক্রি করায় একই ধারায় ৫০০ টাকা এবং বিপ্লব কুমার হালদারের নিকট থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় কৃষি বিপণন ও বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা মো. জিয়া হায়দার, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ওজনে কম দেয়ায় ৪ ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুরে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপলোড টাইম : ০৯:৫০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

ওজন কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ ব্যবসায়ীর নিকট থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বড় বাজারে এলাকায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় শাহীন পোল্ট্রি ফিডের মোহাম্মদ শামসুজ্জোহা শাহীনের নিকট ডিম ক্রয়-বিক্রয় ভাউচার না থাকায় ও ডিম বেশি দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ হাজার টাকা, রবি স্টোর মালিক মো. রবিউল ইসলামের দোকানে চিনি, ডাল, তেলসহ কয়েকটি মালের অনিয়ম থাকায় কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ এর ১ ধারায় এক হাজার টাকা, মাছ ব্যবসায়ী পানা হালদার মাছ ক্রয়-বিক্রয়ের ভাইচার ও বেশি দামে মাছ বিক্রি করায় একই ধারায় ৫০০ টাকা এবং বিপ্লব কুমার হালদারের নিকট থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় কৃষি বিপণন ও বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা মো. জিয়া হায়দার, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।