ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

এবার পানিতে চলবে মোটর বাইক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭
  • / ৩৮৪ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: এবার পানিতে চলবে মোটর বাইক। আর এ অভিনব বাইকের আবিষ্কার করেছেন ব্রাজিলের পাবলিক অফিসার রিকার্দো আজাভেদো। মাত্র ১ লিটার পানিতে ৫০০ কি: মি: পাড়ি দিতে পারবে এই মোটর বাইক। এ বাইক চালাতে কোনও বিশেষ ধরনের পানির প্রয়োজন হবে না। একেবারে সাধারণ পানি বাইকের ট্যাঙ্কে ডুকিয়ে চালানো যাবে। ব্যাটারির ইলেকট্রিসিটি পানির হাইড্রোজেন মলিকিউলগুলিকে বিশ্লিষ্ট করে দেয়। তারপর একটি পাইপের মাধ্যমে সেই হাইড্রোজেন প্রবাহিত হয় ইঞ্জিনে। এই হাইড্রোজেনই বাইককে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী শক্তি উৎপাদন করে। রিকার্দোর তৈরি করা এই বাইক সব দিক থেকেই পরিবেশবান্ধব।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

এবার পানিতে চলবে মোটর বাইক

আপলোড টাইম : ০৫:১৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭

প্রযুক্তি ডেস্ক: এবার পানিতে চলবে মোটর বাইক। আর এ অভিনব বাইকের আবিষ্কার করেছেন ব্রাজিলের পাবলিক অফিসার রিকার্দো আজাভেদো। মাত্র ১ লিটার পানিতে ৫০০ কি: মি: পাড়ি দিতে পারবে এই মোটর বাইক। এ বাইক চালাতে কোনও বিশেষ ধরনের পানির প্রয়োজন হবে না। একেবারে সাধারণ পানি বাইকের ট্যাঙ্কে ডুকিয়ে চালানো যাবে। ব্যাটারির ইলেকট্রিসিটি পানির হাইড্রোজেন মলিকিউলগুলিকে বিশ্লিষ্ট করে দেয়। তারপর একটি পাইপের মাধ্যমে সেই হাইড্রোজেন প্রবাহিত হয় ইঞ্জিনে। এই হাইড্রোজেনই বাইককে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী শক্তি উৎপাদন করে। রিকার্দোর তৈরি করা এই বাইক সব দিক থেকেই পরিবেশবান্ধব।