ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

এবার তিন দেশে মুক্তি পাচ্ছে ‘যদি একদিন’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯
  • / ৩১৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: দেশের ২২ সিনেমা হলের পর এবার আরো তিনটি দেশে মুক্তি পেতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছবি ‘যদি একদিন’। এ ছবিতে তাহসান খান, তাসকিন, শ্রাবন্তীসহ অনেকে অভিনয় করেছেন। ছবির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানালেন, অস্ট্রেলিয়া-কানাডা-আমেরিকায় এই তিন দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘যদি একদিন’। কানাডায় ২২ মার্চ, অস্ট্রেলিয়াতে ৩১ মার্চ এবং আমেরিকায় এপ্রিলের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি দেয়া হচ্ছে। একইমাসে ফ্রান্স, আয়ারল্যান্ডেও মুক্তির প্রক্রিয়া চলছে। কানাডায় ‘যদি একদিন’ পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো, আমেরিকায় রাজ হামিদ, অস্ট্রেলিয়াতে পরিবেশনা করছেন তানিম আল মানান। এ ছবির ফলাফল বেশ ভালো পাচ্ছেন, এমনটাই জানিয়েছেন ছবির অভিনয়শিল্পীরা। ছবিতে আরও অভিনয় করেছেন শিশুশিল্পী রাইসা, সাবেরি আলম, আনন্দ খালেদ, সুজাত শিমুল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশার প্রমূখ। এ ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। গান করেছেন তাহসান, কোনাল, ইমরান, ন্যান্সি, হৃদয় খান, পড়শি ও নাভেদ পারভেজ। আর এককভাবে ‘যদি একদিন’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

এবার তিন দেশে মুক্তি পাচ্ছে ‘যদি একদিন’

আপলোড টাইম : ০৯:১৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯

বিনোদন ডেস্ক: দেশের ২২ সিনেমা হলের পর এবার আরো তিনটি দেশে মুক্তি পেতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছবি ‘যদি একদিন’। এ ছবিতে তাহসান খান, তাসকিন, শ্রাবন্তীসহ অনেকে অভিনয় করেছেন। ছবির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানালেন, অস্ট্রেলিয়া-কানাডা-আমেরিকায় এই তিন দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘যদি একদিন’। কানাডায় ২২ মার্চ, অস্ট্রেলিয়াতে ৩১ মার্চ এবং আমেরিকায় এপ্রিলের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি দেয়া হচ্ছে। একইমাসে ফ্রান্স, আয়ারল্যান্ডেও মুক্তির প্রক্রিয়া চলছে। কানাডায় ‘যদি একদিন’ পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো, আমেরিকায় রাজ হামিদ, অস্ট্রেলিয়াতে পরিবেশনা করছেন তানিম আল মানান। এ ছবির ফলাফল বেশ ভালো পাচ্ছেন, এমনটাই জানিয়েছেন ছবির অভিনয়শিল্পীরা। ছবিতে আরও অভিনয় করেছেন শিশুশিল্পী রাইসা, সাবেরি আলম, আনন্দ খালেদ, সুজাত শিমুল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশার প্রমূখ। এ ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। গান করেছেন তাহসান, কোনাল, ইমরান, ন্যান্সি, হৃদয় খান, পড়শি ও নাভেদ পারভেজ। আর এককভাবে ‘যদি একদিন’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।