ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

এবারের বইমেলায় সাড়া জাগিয়েছে কাব্যগ্রন্থ ‘দিদিমণি’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
  • / ২০১ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদক:
এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে চুয়াডাঙ্গার সন্তান কবি এনামুল হক মিলনের কাব্যগ্রন্থ ‘দিদিমণি’। বইটির প্রতিটি কবিতা মূলত রোমান্টিক ও দেশাত্মবোধক চিন্তা-চেতনার সমন্বয়ে প্রকাশ করা হয়েছে। কবিমনের ঐশ্বরিক চেতনা ও সম্ভাবনার আলোকরশ্মি দিয়ে দূরীভূত করা হয়েছে হৃদাকাশে কষ্টের কালো মেঘ। প্রেম-প্রকৃতি-দর্শন ও সৌন্দর্য-সৃজনের মাধ্যমে সমাজকে সুন্দর পথ দেখানোর চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যে বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে।
‘দিদিমণি’ কাব্যগ্রন্থ সম্পর্কে এনামুল হক মিলন জানান, ‘এ কাব্যগ্রন্থটিতে মোট ৪৪টি কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কাব্যগ্রন্থের কেন্দ্রীয় চরিত্র দিদিমণি। দাদাভাইয়ের অতি আদরের ছোট বোন দিদিমণি। তাকে খুব অল্প বয়সে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর স্বামী দিদিমণির ওপর নানা অত্যাচার-নির্যাতন চালিয়ে যৌতুক দাবি করে। এ যৌতুকের ফলশ্রুতিতে অবশেষে দিদিমণিকে তার জীবন বিসর্জন দিতে হয়। বর্তমানে এই সামাজিক ব্যধিতে আক্রান্ত হয়ে এরকম লক্ষ দিদিমণি অবুঝ দাদাভাইয়েদের ছেড়ে অকালে জীবনযুদ্ধের ময়দানে জীবন বিসর্জন দিচ্ছে। এটাই আমি সুস্পষ্টভাবে কবিতার মধ্য দিয়ে জনতার মঞ্চে ছন্দের যাদুতে তুলে ধরেছি মাত্র।’ বইটি ঢাকা বইমেলায় নব সাহিত্য প্রকাশনির ২৯৩ নং স্টলে এবং চুয়াডাঙ্গা বইমেলার সবকটি স্টলে পাওয়া যাচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

এবারের বইমেলায় সাড়া জাগিয়েছে কাব্যগ্রন্থ ‘দিদিমণি’

আপলোড টাইম : ১০:৫৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০

সমীকরণ প্রতিবেদক:
এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে চুয়াডাঙ্গার সন্তান কবি এনামুল হক মিলনের কাব্যগ্রন্থ ‘দিদিমণি’। বইটির প্রতিটি কবিতা মূলত রোমান্টিক ও দেশাত্মবোধক চিন্তা-চেতনার সমন্বয়ে প্রকাশ করা হয়েছে। কবিমনের ঐশ্বরিক চেতনা ও সম্ভাবনার আলোকরশ্মি দিয়ে দূরীভূত করা হয়েছে হৃদাকাশে কষ্টের কালো মেঘ। প্রেম-প্রকৃতি-দর্শন ও সৌন্দর্য-সৃজনের মাধ্যমে সমাজকে সুন্দর পথ দেখানোর চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যে বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে।
‘দিদিমণি’ কাব্যগ্রন্থ সম্পর্কে এনামুল হক মিলন জানান, ‘এ কাব্যগ্রন্থটিতে মোট ৪৪টি কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কাব্যগ্রন্থের কেন্দ্রীয় চরিত্র দিদিমণি। দাদাভাইয়ের অতি আদরের ছোট বোন দিদিমণি। তাকে খুব অল্প বয়সে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর স্বামী দিদিমণির ওপর নানা অত্যাচার-নির্যাতন চালিয়ে যৌতুক দাবি করে। এ যৌতুকের ফলশ্রুতিতে অবশেষে দিদিমণিকে তার জীবন বিসর্জন দিতে হয়। বর্তমানে এই সামাজিক ব্যধিতে আক্রান্ত হয়ে এরকম লক্ষ দিদিমণি অবুঝ দাদাভাইয়েদের ছেড়ে অকালে জীবনযুদ্ধের ময়দানে জীবন বিসর্জন দিচ্ছে। এটাই আমি সুস্পষ্টভাবে কবিতার মধ্য দিয়ে জনতার মঞ্চে ছন্দের যাদুতে তুলে ধরেছি মাত্র।’ বইটি ঢাকা বইমেলায় নব সাহিত্য প্রকাশনির ২৯৩ নং স্টলে এবং চুয়াডাঙ্গা বইমেলার সবকটি স্টলে পাওয়া যাচ্ছে।