ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

এক রশিতে ঝুলে শ্যালিকা-দুলাভাইয়ের আত্মহত্যা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
  • / ৪০২ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের একটি কড়ই গাছে শালি দুলাভাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা একই রশিতে তারা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে পুলিশ ওই গ্রামের পীরতলা মাঠের কড়াই গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। এ সময় মেয়েটির স্কুল ব্যাগ গাছের ডালে ঝোলানো ছিল। প্রেমের কারণে তারা আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে। মৃত দুইজন হলেন, পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের মন্টু মোল্লার ছেলে বিল্লাল হোসেন (২৫) ও একই গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে ও নারিকেলবাড়ীয়া জেডএম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী কলি খাতুন (১৪)। নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বদিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। বিল্লালে স্ত্রী ও কলির বড় বোন পিংকি খাতুন আহাজারি করতে করতে বলেন, আমি তো তোমাদের মেনেই নিয়েছিলাম। তুমি কেন বাড়ি ফিরে নিজেকে এ ভাবে হত্যা করলে ? ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন জানান, চার বছর আগে বিল্লাল হোসেনের সঙ্গে কলির বোন পিংকি খাতুনের বিয়ে হয়। তাদের ২ বছরের একটি সন্তান রয়েছে।

একপর্যায়ে দুলাভাই বিল্লাল হোসেনের সঙ্গে কলির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১০ দিন আগে তারা পালিয়ে যান। জানতে পেরে অনেক চেষ্টার পর গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়। কিন্তু তাদের বিয়ে না দেওয়ায় মঙ্গলবার দিনগত রাতের কোনো এক সময় পীরতলা মাঠের একটি কড়ই গাছে একই রশিতে ঝুলে তারা আত্মহত্যা করেন। এদিকে এই ঘটনা সকালে জানাজানি হলে সকাল থেকেই হাজারো মানুষ ভিড় জমাতে থাকে তেতুলবাড়িয়া গ্রামে। দ্বিভুজ প্রেমের এই কাহিনী ও পরিণতি দেখে অনেকের হা-হুতাশ করতে দেখা গেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

এক রশিতে ঝুলে শ্যালিকা-দুলাভাইয়ের আত্মহত্যা

আপলোড টাইম : ০৯:৪৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের একটি কড়ই গাছে শালি দুলাভাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা একই রশিতে তারা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে পুলিশ ওই গ্রামের পীরতলা মাঠের কড়াই গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। এ সময় মেয়েটির স্কুল ব্যাগ গাছের ডালে ঝোলানো ছিল। প্রেমের কারণে তারা আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে। মৃত দুইজন হলেন, পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের মন্টু মোল্লার ছেলে বিল্লাল হোসেন (২৫) ও একই গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে ও নারিকেলবাড়ীয়া জেডএম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী কলি খাতুন (১৪)। নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বদিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। বিল্লালে স্ত্রী ও কলির বড় বোন পিংকি খাতুন আহাজারি করতে করতে বলেন, আমি তো তোমাদের মেনেই নিয়েছিলাম। তুমি কেন বাড়ি ফিরে নিজেকে এ ভাবে হত্যা করলে ? ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন জানান, চার বছর আগে বিল্লাল হোসেনের সঙ্গে কলির বোন পিংকি খাতুনের বিয়ে হয়। তাদের ২ বছরের একটি সন্তান রয়েছে।

একপর্যায়ে দুলাভাই বিল্লাল হোসেনের সঙ্গে কলির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১০ দিন আগে তারা পালিয়ে যান। জানতে পেরে অনেক চেষ্টার পর গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়। কিন্তু তাদের বিয়ে না দেওয়ায় মঙ্গলবার দিনগত রাতের কোনো এক সময় পীরতলা মাঠের একটি কড়ই গাছে একই রশিতে ঝুলে তারা আত্মহত্যা করেন। এদিকে এই ঘটনা সকালে জানাজানি হলে সকাল থেকেই হাজারো মানুষ ভিড় জমাতে থাকে তেতুলবাড়িয়া গ্রামে। দ্বিভুজ প্রেমের এই কাহিনী ও পরিণতি দেখে অনেকের হা-হুতাশ করতে দেখা গেছে।