ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

একুশে চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় বিন¤্র শ্রদ্ধা আর ভালবাসায় ভাষা শহীদদের স্মরণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭
  • / ৫৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় গতকাল মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করে জেলা ও উপজেলাসহ স্থানীয় প্রশাসন। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিলো প্রভাত ফেরি, র‌্যালি, আলোচনা সভা, দেশাত্মবোধক সঙ্গীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর বাইরেও দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনায় শুরু হয়েছে ৮দিনব্যাপী নাট্যোৎসব। আলমডাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা।
গতকাল মঙ্গলবার ছিল মহান শহীদ দিবস। তত্কালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালির মাতৃভাষা বাংলাকে অগ্রাহ্য করে রাষ্ট্রভাষা হিসেবে উর্দু চাপিয়ে দিতে চাইলে প্রতিবাদী ছাত্র-জনতা আন্দোলনের ডাক দেয়। ধীরে ধীরে তা ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে পরিণত হয়। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাজপথে প্রতিবাদী জনতার মিছিলে গুলি করে পাকিস্তানি শাসকগোষ্ঠী। তাজা রক্ত ঝরিয়ে ভাষার দাবিকে প্রতিষ্ঠা করে ছাত্র-জনতা। লড়াইয়ে প্রাণ দেন সালাম, রফিক, জব্বার, সফিউরসহ অনেকে। ঐতিহাসিক এই দিনটি বর্তমানে সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। দিবসটি স্মরণে দেশব্যাপী বিভিন্ন শহীদ মিনারে ফুল দেওয়াসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করেছে জেলা ও স্থানীয় সরকারি-বেসরকারি সংগঠন।
চুয়াডাঙ্গা সরকারী কলেজের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পরিবেশনায় আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সকাল ৭টার দিকে কলেজের মুক্তমঞ্চে অনুষ্ঠিত সাংস্কৃতিক ও কবিতা আবৃতি অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন হিরন উর রশিদ শান্ত। সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখার নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গা সরকারী আদর্শ মহিলা কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নওরোজ মোহাম্মদ সাঈদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম। সভাপত্বি করেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ কর্মচারী ও ছাত্রীবৃন্দ।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী চত্বরে আলচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা এবং শিল্পকলা একাডেমীর পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সরকারী কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, আদর্শ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ, জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মহ. শামশুজ্জোহা, সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। পরে জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃতি, নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করেন আব্দুস সালাম তারা, আলী আশরাফ, আবৃতি পর্ষদ, গোলাম মোস্তফা ভোলা, শান্ত, রিপা, রিমি, জান্নাতুল নাইম রিপা, অরিনসহ শিল্পীবৃন্দ।
খ্রীষ্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা কাপ প্রীতি ক্রিকেট ম্যাচে দর্শনা বিএম শাখা ৫ উইকেটে চুয়াডাঙ্গা বিএম শাখাকে পরাজিত করেছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাটিংয়ে নেমে চুয়াডাঙ্গা বিএম শাখা ১১৬ রান সংগ্রহ করে। জবাবে দর্শনা বিএম শাখা ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। বিজয়ী দলের মেহেদী হাসান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে রিজিওনাল ম্যানেজার নূরে আলম জিকুর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক ইসলাম রকিব। বিশেষ অতিথী ছিলেন সরোজগঞ্জ ব্রাঞ্চের সিনিয়র বিএম জয়ন্ত রায়, চুয়াডাঙ্গা শাখার বিএম এমএস সরকার, দর্শনা শাখার বিএম আ. রহমান, আলমডাঙ্গা শাখার বিএম সিকদার জুয়েল রানা ও রিজিওনাল ম্যানেজার পতœী হোসনে আরা সুমী।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী, আলোচনা ও দু’আ মাহফিলের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা শাখা। গতকাল বেলা ১১টার দিকে ইফা’র নিজস্ব কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা শাখার উপ-পরিচালক এবিএম রবিউল ইসলাম।  সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, মঙ্গলবার সকালে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়, তেঁতুল শেখ কলেজ, ছাদেমান নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদরাসা। সরোজগঞ্জ আন-নুর ইসলামী একাডেমী। সরোজগঞ্জ চাইল্ডকেয়ার হোম, সরোজগঞ্জ শিশু নিকেতন, বসুভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়োপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,সরোজগঞ্জ নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের র‌্যালি বের করেন। সরোজগঞ্জ বেবী নাসিং স্কুল র‌্যালি শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবী নাসিং স্কুলের অধ্যক্ষ আব্দুল কাদের মাষ্টার, বিশেষ মেহমান ছিলেন সাইদুর রহমান লাল্টু মাষ্টার, বাবলুর রহমান, মুক্তার হোসেন, হাজি আতর আলী বিশ্বাস, শিক্ষক ইয়াকুব আলী জাফর। সরোজগঞ্জ রামীম ক্লাবের সভাপতি আসলাম হোসেন মিজানের সভাপতিত্বে ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ইয়াকুব আলী জাফর মাষ্টার, সাইবুর রহমান সন্টু মাষ্টার, হাসান মাষ্টার মাজেদুল হক, খবীর উদ্দীন, গোলজার হোসেন, দলোয়ার হোসেন,আনারুল হকসহ প্রমুখ, কুইজ শেষে পুরস্কার বিতরন করেন। হিজলগাড়ী প্রতিনিধি জানিয়েছেন, সদর উপজেলার ৬২ নং আড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শিক্ষার্থীরা বুকে কালো ব্যাজ ধারণ করে শোক র‌্যালীতে অংশ নেয়। শোক র্যালিটি গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে শেষ হয়। শোক র্যালিতে অংশগ্রহণ করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রনি আহম্মেদ সুইট, সহ-সভাপতি জসিম উদ্দিন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম মধু, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, মোস্তাক আহম্মেদ প্রমুখ। পরে শহীদদের স্মরণে দোয়া কামনা করা হয়। তিতুদহ প্রতিনিধি জানিয়েছেন, সদর উপজেলার তিতুদহ খাড়াগোদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ভাষা শহীদদের স্মরণ করে এক শোক পদযাত্রার আয়োজন করে। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ইউনিয়ন লোকমোর্চার  সেক্রেটারি বিদ্যালয়ের সভাপতি ডা. হাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তিতুদহ ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, বিদ্যালয়ের দাতা সদস্য মকবুল হোসেন, বাজার কমিটির সাবেক সভাপতি নাসির উদ্দীন, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সহ-সভাপতি ডা. ফজলুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য শাহিন হোসেন। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, গতকাল সকাল সাড়ে ৭টায় আলমডাঙ্গা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। সকাল সাড়ে ৭টায় শ্রীরামপুর জেএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে একুশের তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিদাসপুর ইউপি চেয়ারম্যান বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম নুরু। বিশেষ অতিথি ছিলেন সদস্য মানোয়ার হোসেন, ওসমান গণি, আফিল উদ্দিন, আনিছুর রহমান, আর্জিনা খাতুন, শিক্ষক প্রতিনিধি নাসির উদ্দিন, হেলাল উদ্দীন, জান্নাতুল ফেরদৌস। আলমডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আবু হাসান বাচ্চু, সহকারি অধ্যাপক মামুন রেজা, আলম হোসেন, মহিতুর রহমান, শেখ শফিউজ্জামান, মোনায়েম হোসেন, গোলাম সরোয়ার, প্রভাষক জেসমিন আরা খানম, রিজিয়া সুলতানা টুম্পা, খাইরুন নেছা, গোলাম মোস্তফা, আবু সাঈদ প্রমুখ। কেন্দ্রীয় কৃষকলীগের দপ্তর সম্পাদক ও আলমডাঙ্গা হারদীর সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক নাজমুল হক পানু, উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক, সাধারণ সম্পাদক খ. বজলুল করীম, উপজেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক শাহাবুল হকের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। পরে আলমডাঙ্গা আলিফ উদ্দিন রোডে ভাষা শহীদের স্মরনে আলোচনাসভায় উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের দপ্তর সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক নাজমুল হক পানু। এম. সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এক বিশাল র‌্যালীসহকারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় শহীদ মিনারে তারা ১মিনিট নিরবতা পালন করেন। এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক মতিয়ার রহমানের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা র‌্যালীসহকারে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান ও ম্যানেজিং কমিটির সদস্য সেখ আব্দুল জব্বার, মিজানুর রহমান, প্রভাষক রোকনুজ্জামানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এটম, এরশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর জে,এস সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। আলমডাঙ্গার সামাজিক ও সংগঠনের মধ্যে শুদ্ধ সংষ্কৃতি চর্চকেন্দ্র সকাল সাড়ে ৭টায় স্তম্ভ’৭১ চত্বর থেকে খালি পায়ে আজ একুশে ফেব্রুয়ারি গানটি পরিবেশন করতে করতে প্রভাত ফেরি শেষে শহীদ মিনারে পুষ্পমাল্য অপর্ন করেন। এরপর মুক্তিযোদ্ধা সাংষ্কৃতিক সংসদ, মাটি সাংষ্কৃতিক একাডেমি, নাগরিক নাট্যাঙ্গন, আলমডাঙ্গা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অব. কমান্ডার শহিদুল রহমান পিএসসি (নেভি) ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হাসান রেন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রশীদের নেতৃত্বে র‌্যালীসহকারে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার, সাবেক কাউন্সিলর ডালিম হোসেন, পৌর জাসদের সভাপতি মিরাজুল ইসলামের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। যুবলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল, সোহেল রানা শাহীন, সাদেকুর রহমান পলাশ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম স্বপনের নেতৃত্বে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকনের পক্ষেও পুষ্পস্তবক অর্পণ করেন। আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, জেলা নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, পৌর আ.লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামীলগের সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, ফারুক হোসেন, জেলা কমান্ডের সদস্য ফজরুল হক, নাজিম উদ্দিন, শওকত আলী জোয়ার্দ্দার, আব্দুল জব্বার, ইমদাদুল হক, ওয়াজেদ আলী, রবজেলসহ শতাধিক মুক্তিযোদ্ধা। উপজেলা বিএনপির পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সভাপতি আলহাজ্ব মজিবর রহমান, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস সিদ্দিকী প্রমুখ। আলমডাঙ্গা পৌরসভার পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন পৌর মেয়র হাসান কাদির গনু এবং পৌর পরিষদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলমডাঙ্গা শহীদ মিনার চত্বরে বইমেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপি এই বইমেলার উদ্বোধন হয় গতকাল। আলমডাঙ্গা সাহিত্য পরিষদ, কলমিলতা সাহিত্য পত্রিকা, শুদ্ধ সংষ্কৃতি চর্চাকেন্দ্র, আলাউদ্দিন আহমেদ পাঠাগার, আলমডাঙ্গা প্রেসক্লাব, বাংলাদেশ বইঘর, আলমডাঙ্গা আবৃতি পরিষদ, জয়ত্রী সাহিত্য পত্রিকাসহ বেশ কিছু সংগঠন মেলার সৌন্দর্য বৃদ্ধি করেছে। বিকেল সাড়ে ৩টায় মেলা প্রাঙ্গনে উই ফর অল সামাজিক সংগঠনের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগীতায় শিশুদের ক, খ ও গ গ্রুপে বিভক্ত করে মোট ১০ জনকে পুরষ্কৃত করা হয়। এছাড়া দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক নুহু আব্দুল্লাহ এবং উই ফর অল’র পরিচালক ডা. আব্দুল্লাহ আল মামুনকে আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন আসিফ জাহান, খ. হামিদুল ইসলাম আজম, এমদাদ হক, গোলাম রহমান চৌধুরী, আ,ফ,ম, সিরাজ সামজী। পরে মুক্তিযোদ্ধা সাংষ্কৃতিক সংসদের মনোজ্ঞ সাংষ্কৃতিক সন্ধ্যা সকলকে মুগ্ধ করে তোলে। আজ ও আগামিকাল পর্যন্ত এই বইমেলা চলবে। দর্শনা অফিস জানিয়েছে, শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল সাড়ে ৭টায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠন স্ব-স্ব কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে। দর্শনা পৌরসভার উদ্যোগে সকাল ৮টায় দর্শনা সরকারী কলেজে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলী আজগার টগর। এরপর দর্শনা পৌরসভা, পৌর মুক্তিযোদ্ধা সংসদ, লিটিল এনজেলন্স, পৌর আওয়ামীলীগ, ওয়েভ ফাউন্ডেশন ট্রেড ট্রেনিং সেন্টার, জাসদ (ইনু), শান্তিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, জাসদ (শরীফ নুরুল আ¤ি॥^য়া), দর্শনা প্রেসক্লাব, পৌর বিএনপি, পুরাতন বাজার দোকান মালিক সমিতি, আদর্শ প্রি-ক্যাডেট, পুলিশ তদন্তকেন্দ্র, সরকারী কলেজ, পৌর যুবলীগ, আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, অংকুর আদর্শ বিদ্যালয, ঈশ্বরচন্দ্রপুর, পরানপুর, কাষ্টমস, পূর্বরামনগর, পশ্চিমরামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দর্শনা ডিএস মাদ্রাসা ও দর্শনা বালিকা বিদ্যালয়। পুস্পমাল্য অর্পণ শেষে দর্শনা সরকারী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম শহীদ মিনারে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যকার আনোয়ার হোসেন, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, ওয়ার্কার্স পার্টির নেতা সৈয়দ মজনুর রহমান, সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, সহকারী অধ্যক্ষ আজিজুর রহমান, কমিউনিষ্ট পার্টির জেলা সভাপতি এ্যাড. কমরেড শহিদুল ইসলাম, পৌর কমান্ডের বীর মুক্তযোদ্ধা জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেট প্রমুখ। এছাড়া দর্শনা অনির্বাণ থিয়েটারের উদ্যোগে ৮দিনব্যাপী ২১শে নাট্যমেলার আয়োজন করা হয়েছে। কার্পাসডাঙ্গা অফিস জানিয়েছে, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন সভাপতি শওকত আলী, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভূট্টু ও আ.লীগ নেতা সহিদুল হকসহ ছাত্রলীগ যুবলীগ নেতৃবৃন্দরা। পরে প্রভাতফেরী করে কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজের শহীদ মিনারের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও যথাযথ মর্যাদায় দিবস পালন করেছে কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজ, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ফাযিল বিএ মাদরাসা, প্রাথমিক বিদ্যালয়, অক্সফোর্ড কিন্ডার গার্টেন, বিশ্বাস কিন্ডার গার্টেন, কার্পাসডাঙ্গা কিন্ডার গার্টেন, কার্পাসডাঙ্গা হাদিকাতুল দাখিল মাদরাসা, বাঘাডাঙ্গা আশির্বাদ এজি স্কুল, ইসলামি প্রি বেবি টিচিং সেন্টার এবং কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।  জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে উপজেলা পরিষদ হতে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে বটতলা চত্বরে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, কৃষি অফিসার মো. আলী জিন্নাহ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, জীবননগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলী আখতারসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইসিটি কর্মকর্তা মইনুল ইসলাম ও উপজেলার সহকারী কৃষি অফিসার সালমা জাহান নিপা। মেহেরপুর অফিস জানিয়েছে, রাত ১২ টা ১মিনিটে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা বিএনপির পক্ষে মারুফ আহমেদ বিজন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, শহর আ. লীগের সা. সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগ সভাপতি বারিকুল ইসলাম লিজন, সা. সম্পাদক জুয়েল, মেহেরপুর সরকারি  মহিলা কলেজের উপাধ্যক্ষ আসাফ উদ দৌলা, সরকারি কলেজের পক্ষে সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়া জেলা ট্রাক মালিক গ্রুপ, আইনজীবী সমিতি, শিল্পকলা একাডেমি, উদীচী শিল্প গোষ্ঠী, ন্যাশনাল আওয়ামী পার্টি, পাবলিক লাইব্রেরি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যান্ড অ্যাসোসিয়েশন, মেলোডিয়াস ব্যান্ড, সাহিত্য পরিষদ, থিয়েটার, ডিপ্লোমা প্রকৗশলী সমিতি, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, ব্যবসায়ী সমিতি, জাগো বাঙালি, জেলা রেড ক্রিসেন্ট ইউনিট, মৃত্তিকা গ্রুপ থিয়েটারসহ বিভিন্ন সংগঠন থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বারাদি প্রতিনিধি জানিয়েছেন, একুশের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ইউনিয়ন পরিষদের পক্ষে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সদর উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, ইউনিয়ন আ. লীগের পক্ষে সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত খোকনসহ দলীয় নেতাকর্মীরা। এরপর জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটনসহ দলের নেতাকর্মী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা পুস্পর্স্তবক দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরি, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আমঝুপি সরকারী প্রাথমিক বালক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়,গন্ধরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আমঝুপি আলীম মাদরাসা সকালে প্রভাতফেরী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর ইউএনও হেমায়েত উদ্দিনের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে প্রভাতফেরী শুরু করে মুজিবনগর স্মৃতিসৌধ ঘুরে একই স্থানে শেষ হয়। প্রভাতফেরীতে মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার মোফাকখারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম, মৎস্য কর্মর্কতা শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মুনশী ওমর ফারুক প্রিন্সসহ উপজেলার কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে শহীদ মিনার চত্তরে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। গাংনী অফিস জানিয়েছেন,  সকালে মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ইউএনও আরিফ-উজ-জামান, পৌর মেয়র আশরাফুল ইসলাম, থানার ওসি আনোয়ার হোসেন ও মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী। এর আগে গাংনী উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন। অন্যদিকে গাংনী সরকারী ডিগ্রী কলেজে অমর একুশে শোভাযাত্রা ও আলোচনা সভা অনষ্ঠিত হয়। অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও আরিফ-উজ-জামান, থানার ওসি আনোয়ার হোসেন, বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী প্রমুখ। পরে দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়। মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, পদ্মপুকুর ডিগ্রী কলেজ ৮৬ নং ভাবদীয়া গাড়াপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কে,বি,এস মাধ্যমিক বিদ্যালয় (কাঞ্চনপুর) ২০ নং তালসার সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাষানপোতা আমিন নগর দাখিল মাদরাসার উদ্যোগে অমর একুশে পালিত হয়েছে। রাত ১২ টা ১ মিনিটের সময় কলেজের অধ্যক্ষ আব্দুল হাই, ইউনিয়ন আ.লীগের সভাপতি শ্রী তিমিরেন্দ্র নাথ চৌধুরী, সাধারণ সম্পাদক আ. হামিদ, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ হক, শ্যামকুড় ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক তাওহিদুর রহমান (খোকা), পদ্মপুকুর ডিগ্রী কলেজের ছাত্রলীগের আহবায়ক মাসুদ পারভেজ সাদ্দামসহ নেতৃবৃন্দরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। এছাড়া কেবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ সকল শিক্ষক ও ছাত্রছাত্রী, ভাবদিয়া গাড়াপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান আলী, ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুল ইসলামসহ সকল শিক্ষক গণ্যমান্য ব্যক্তিবর্গ, তালসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আরা খাতুন, সভাপতি মোস্তফা জাহিদ হাসানসহ সকল শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রছাত্রী, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে সকল প্রতিষ্ঠানে সকাল ৮.০০ ঘটিকার দিকে শোক র‌্যালী বের করে আবার বিদ্যালয় চত্বরে এসে শেষ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

একুশে চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় বিন¤্র শ্রদ্ধা আর ভালবাসায় ভাষা শহীদদের স্মরণ

আপলোড টাইম : ০৫:০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় গতকাল মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করে জেলা ও উপজেলাসহ স্থানীয় প্রশাসন। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিলো প্রভাত ফেরি, র‌্যালি, আলোচনা সভা, দেশাত্মবোধক সঙ্গীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর বাইরেও দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনায় শুরু হয়েছে ৮দিনব্যাপী নাট্যোৎসব। আলমডাঙ্গায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা।
গতকাল মঙ্গলবার ছিল মহান শহীদ দিবস। তত্কালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালির মাতৃভাষা বাংলাকে অগ্রাহ্য করে রাষ্ট্রভাষা হিসেবে উর্দু চাপিয়ে দিতে চাইলে প্রতিবাদী ছাত্র-জনতা আন্দোলনের ডাক দেয়। ধীরে ধীরে তা ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে পরিণত হয়। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাজপথে প্রতিবাদী জনতার মিছিলে গুলি করে পাকিস্তানি শাসকগোষ্ঠী। তাজা রক্ত ঝরিয়ে ভাষার দাবিকে প্রতিষ্ঠা করে ছাত্র-জনতা। লড়াইয়ে প্রাণ দেন সালাম, রফিক, জব্বার, সফিউরসহ অনেকে। ঐতিহাসিক এই দিনটি বর্তমানে সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। দিবসটি স্মরণে দেশব্যাপী বিভিন্ন শহীদ মিনারে ফুল দেওয়াসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করেছে জেলা ও স্থানীয় সরকারি-বেসরকারি সংগঠন।
চুয়াডাঙ্গা সরকারী কলেজের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পরিবেশনায় আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল সকাল ৭টার দিকে কলেজের মুক্তমঞ্চে অনুষ্ঠিত সাংস্কৃতিক ও কবিতা আবৃতি অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন হিরন উর রশিদ শান্ত। সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জেলা শাখার নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গা সরকারী আদর্শ মহিলা কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নওরোজ মোহাম্মদ সাঈদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম। সভাপত্বি করেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ কর্মচারী ও ছাত্রীবৃন্দ।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী চত্বরে আলচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা এবং শিল্পকলা একাডেমীর পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সরকারী কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, আদর্শ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ, জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মহ. শামশুজ্জোহা, সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান। পরে জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃতি, নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করেন আব্দুস সালাম তারা, আলী আশরাফ, আবৃতি পর্ষদ, গোলাম মোস্তফা ভোলা, শান্ত, রিপা, রিমি, জান্নাতুল নাইম রিপা, অরিনসহ শিল্পীবৃন্দ।
খ্রীষ্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা কাপ প্রীতি ক্রিকেট ম্যাচে দর্শনা বিএম শাখা ৫ উইকেটে চুয়াডাঙ্গা বিএম শাখাকে পরাজিত করেছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাটিংয়ে নেমে চুয়াডাঙ্গা বিএম শাখা ১১৬ রান সংগ্রহ করে। জবাবে দর্শনা বিএম শাখা ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। বিজয়ী দলের মেহেদী হাসান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে রিজিওনাল ম্যানেজার নূরে আলম জিকুর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক ইসলাম রকিব। বিশেষ অতিথী ছিলেন সরোজগঞ্জ ব্রাঞ্চের সিনিয়র বিএম জয়ন্ত রায়, চুয়াডাঙ্গা শাখার বিএম এমএস সরকার, দর্শনা শাখার বিএম আ. রহমান, আলমডাঙ্গা শাখার বিএম সিকদার জুয়েল রানা ও রিজিওনাল ম্যানেজার পতœী হোসনে আরা সুমী।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী, আলোচনা ও দু’আ মাহফিলের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা শাখা। গতকাল বেলা ১১টার দিকে ইফা’র নিজস্ব কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা শাখার উপ-পরিচালক এবিএম রবিউল ইসলাম।  সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, মঙ্গলবার সকালে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়, তেঁতুল শেখ কলেজ, ছাদেমান নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদরাসা। সরোজগঞ্জ আন-নুর ইসলামী একাডেমী। সরোজগঞ্জ চাইল্ডকেয়ার হোম, সরোজগঞ্জ শিশু নিকেতন, বসুভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহালগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়োপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,সরোজগঞ্জ নবীননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের র‌্যালি বের করেন। সরোজগঞ্জ বেবী নাসিং স্কুল র‌্যালি শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবী নাসিং স্কুলের অধ্যক্ষ আব্দুল কাদের মাষ্টার, বিশেষ মেহমান ছিলেন সাইদুর রহমান লাল্টু মাষ্টার, বাবলুর রহমান, মুক্তার হোসেন, হাজি আতর আলী বিশ্বাস, শিক্ষক ইয়াকুব আলী জাফর। সরোজগঞ্জ রামীম ক্লাবের সভাপতি আসলাম হোসেন মিজানের সভাপতিত্বে ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ইয়াকুব আলী জাফর মাষ্টার, সাইবুর রহমান সন্টু মাষ্টার, হাসান মাষ্টার মাজেদুল হক, খবীর উদ্দীন, গোলজার হোসেন, দলোয়ার হোসেন,আনারুল হকসহ প্রমুখ, কুইজ শেষে পুরস্কার বিতরন করেন। হিজলগাড়ী প্রতিনিধি জানিয়েছেন, সদর উপজেলার ৬২ নং আড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শিক্ষার্থীরা বুকে কালো ব্যাজ ধারণ করে শোক র‌্যালীতে অংশ নেয়। শোক র্যালিটি গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে শেষ হয়। শোক র্যালিতে অংশগ্রহণ করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রনি আহম্মেদ সুইট, সহ-সভাপতি জসিম উদ্দিন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম মধু, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, মোস্তাক আহম্মেদ প্রমুখ। পরে শহীদদের স্মরণে দোয়া কামনা করা হয়। তিতুদহ প্রতিনিধি জানিয়েছেন, সদর উপজেলার তিতুদহ খাড়াগোদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ভাষা শহীদদের স্মরণ করে এক শোক পদযাত্রার আয়োজন করে। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ইউনিয়ন লোকমোর্চার  সেক্রেটারি বিদ্যালয়ের সভাপতি ডা. হাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তিতুদহ ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, বিদ্যালয়ের দাতা সদস্য মকবুল হোসেন, বাজার কমিটির সাবেক সভাপতি নাসির উদ্দীন, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সহ-সভাপতি ডা. ফজলুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য শাহিন হোসেন। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, গতকাল সকাল সাড়ে ৭টায় আলমডাঙ্গা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। সকাল সাড়ে ৭টায় শ্রীরামপুর জেএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে একুশের তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিদাসপুর ইউপি চেয়ারম্যান বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম নুরু। বিশেষ অতিথি ছিলেন সদস্য মানোয়ার হোসেন, ওসমান গণি, আফিল উদ্দিন, আনিছুর রহমান, আর্জিনা খাতুন, শিক্ষক প্রতিনিধি নাসির উদ্দিন, হেলাল উদ্দীন, জান্নাতুল ফেরদৌস। আলমডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আবু হাসান বাচ্চু, সহকারি অধ্যাপক মামুন রেজা, আলম হোসেন, মহিতুর রহমান, শেখ শফিউজ্জামান, মোনায়েম হোসেন, গোলাম সরোয়ার, প্রভাষক জেসমিন আরা খানম, রিজিয়া সুলতানা টুম্পা, খাইরুন নেছা, গোলাম মোস্তফা, আবু সাঈদ প্রমুখ। কেন্দ্রীয় কৃষকলীগের দপ্তর সম্পাদক ও আলমডাঙ্গা হারদীর সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক নাজমুল হক পানু, উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক, সাধারণ সম্পাদক খ. বজলুল করীম, উপজেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক শাহাবুল হকের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। পরে আলমডাঙ্গা আলিফ উদ্দিন রোডে ভাষা শহীদের স্মরনে আলোচনাসভায় উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের দপ্তর সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক নাজমুল হক পানু। এম. সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ও ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এক বিশাল র‌্যালীসহকারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় শহীদ মিনারে তারা ১মিনিট নিরবতা পালন করেন। এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক মতিয়ার রহমানের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা র‌্যালীসহকারে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান ও ম্যানেজিং কমিটির সদস্য সেখ আব্দুল জব্বার, মিজানুর রহমান, প্রভাষক রোকনুজ্জামানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এটম, এরশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর জে,এস সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। আলমডাঙ্গার সামাজিক ও সংগঠনের মধ্যে শুদ্ধ সংষ্কৃতি চর্চকেন্দ্র সকাল সাড়ে ৭টায় স্তম্ভ’৭১ চত্বর থেকে খালি পায়ে আজ একুশে ফেব্রুয়ারি গানটি পরিবেশন করতে করতে প্রভাত ফেরি শেষে শহীদ মিনারে পুষ্পমাল্য অপর্ন করেন। এরপর মুক্তিযোদ্ধা সাংষ্কৃতিক সংসদ, মাটি সাংষ্কৃতিক একাডেমি, নাগরিক নাট্যাঙ্গন, আলমডাঙ্গা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অব. কমান্ডার শহিদুল রহমান পিএসসি (নেভি) ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হাসান রেন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রশীদের নেতৃত্বে র‌্যালীসহকারে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার, সাবেক কাউন্সিলর ডালিম হোসেন, পৌর জাসদের সভাপতি মিরাজুল ইসলামের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। যুবলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল, সোহেল রানা শাহীন, সাদেকুর রহমান পলাশ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম স্বপনের নেতৃত্বে একটি র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকনের পক্ষেও পুষ্পস্তবক অর্পণ করেন। আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, জেলা নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, পৌর আ.লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামীলগের সহ-সভাপতি প্রশান্ত অধিকারী, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, ফারুক হোসেন, জেলা কমান্ডের সদস্য ফজরুল হক, নাজিম উদ্দিন, শওকত আলী জোয়ার্দ্দার, আব্দুল জব্বার, ইমদাদুল হক, ওয়াজেদ আলী, রবজেলসহ শতাধিক মুক্তিযোদ্ধা। উপজেলা বিএনপির পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সভাপতি আলহাজ্ব মজিবর রহমান, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস সিদ্দিকী প্রমুখ। আলমডাঙ্গা পৌরসভার পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন পৌর মেয়র হাসান কাদির গনু এবং পৌর পরিষদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলমডাঙ্গা শহীদ মিনার চত্বরে বইমেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপি এই বইমেলার উদ্বোধন হয় গতকাল। আলমডাঙ্গা সাহিত্য পরিষদ, কলমিলতা সাহিত্য পত্রিকা, শুদ্ধ সংষ্কৃতি চর্চাকেন্দ্র, আলাউদ্দিন আহমেদ পাঠাগার, আলমডাঙ্গা প্রেসক্লাব, বাংলাদেশ বইঘর, আলমডাঙ্গা আবৃতি পরিষদ, জয়ত্রী সাহিত্য পত্রিকাসহ বেশ কিছু সংগঠন মেলার সৌন্দর্য বৃদ্ধি করেছে। বিকেল সাড়ে ৩টায় মেলা প্রাঙ্গনে উই ফর অল সামাজিক সংগঠনের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগীতায় শিশুদের ক, খ ও গ গ্রুপে বিভক্ত করে মোট ১০ জনকে পুরষ্কৃত করা হয়। এছাড়া দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক নুহু আব্দুল্লাহ এবং উই ফর অল’র পরিচালক ডা. আব্দুল্লাহ আল মামুনকে আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন আসিফ জাহান, খ. হামিদুল ইসলাম আজম, এমদাদ হক, গোলাম রহমান চৌধুরী, আ,ফ,ম, সিরাজ সামজী। পরে মুক্তিযোদ্ধা সাংষ্কৃতিক সংসদের মনোজ্ঞ সাংষ্কৃতিক সন্ধ্যা সকলকে মুগ্ধ করে তোলে। আজ ও আগামিকাল পর্যন্ত এই বইমেলা চলবে। দর্শনা অফিস জানিয়েছে, শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল সাড়ে ৭টায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠন স্ব-স্ব কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে। দর্শনা পৌরসভার উদ্যোগে সকাল ৮টায় দর্শনা সরকারী কলেজে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলী আজগার টগর। এরপর দর্শনা পৌরসভা, পৌর মুক্তিযোদ্ধা সংসদ, লিটিল এনজেলন্স, পৌর আওয়ামীলীগ, ওয়েভ ফাউন্ডেশন ট্রেড ট্রেনিং সেন্টার, জাসদ (ইনু), শান্তিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, জাসদ (শরীফ নুরুল আ¤ি॥^য়া), দর্শনা প্রেসক্লাব, পৌর বিএনপি, পুরাতন বাজার দোকান মালিক সমিতি, আদর্শ প্রি-ক্যাডেট, পুলিশ তদন্তকেন্দ্র, সরকারী কলেজ, পৌর যুবলীগ, আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, অংকুর আদর্শ বিদ্যালয, ঈশ্বরচন্দ্রপুর, পরানপুর, কাষ্টমস, পূর্বরামনগর, পশ্চিমরামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দর্শনা ডিএস মাদ্রাসা ও দর্শনা বালিকা বিদ্যালয়। পুস্পমাল্য অর্পণ শেষে দর্শনা সরকারী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম শহীদ মিনারে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যকার আনোয়ার হোসেন, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, ওয়ার্কার্স পার্টির নেতা সৈয়দ মজনুর রহমান, সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, সহকারী অধ্যক্ষ আজিজুর রহমান, কমিউনিষ্ট পার্টির জেলা সভাপতি এ্যাড. কমরেড শহিদুল ইসলাম, পৌর কমান্ডের বীর মুক্তযোদ্ধা জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেট প্রমুখ। এছাড়া দর্শনা অনির্বাণ থিয়েটারের উদ্যোগে ৮দিনব্যাপী ২১শে নাট্যমেলার আয়োজন করা হয়েছে। কার্পাসডাঙ্গা অফিস জানিয়েছে, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন সভাপতি শওকত আলী, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভূট্টু ও আ.লীগ নেতা সহিদুল হকসহ ছাত্রলীগ যুবলীগ নেতৃবৃন্দরা। পরে প্রভাতফেরী করে কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজের শহীদ মিনারের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও যথাযথ মর্যাদায় দিবস পালন করেছে কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজ, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ফাযিল বিএ মাদরাসা, প্রাথমিক বিদ্যালয়, অক্সফোর্ড কিন্ডার গার্টেন, বিশ্বাস কিন্ডার গার্টেন, কার্পাসডাঙ্গা কিন্ডার গার্টেন, কার্পাসডাঙ্গা হাদিকাতুল দাখিল মাদরাসা, বাঘাডাঙ্গা আশির্বাদ এজি স্কুল, ইসলামি প্রি বেবি টিচিং সেন্টার এবং কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।  জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে উপজেলা পরিষদ হতে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে বটতলা চত্বরে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, কৃষি অফিসার মো. আলী জিন্নাহ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, জীবননগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলী আখতারসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইসিটি কর্মকর্তা মইনুল ইসলাম ও উপজেলার সহকারী কৃষি অফিসার সালমা জাহান নিপা। মেহেরপুর অফিস জানিয়েছে, রাত ১২ টা ১মিনিটে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা বিএনপির পক্ষে মারুফ আহমেদ বিজন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, শহর আ. লীগের সা. সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগ সভাপতি বারিকুল ইসলাম লিজন, সা. সম্পাদক জুয়েল, মেহেরপুর সরকারি  মহিলা কলেজের উপাধ্যক্ষ আসাফ উদ দৌলা, সরকারি কলেজের পক্ষে সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এছাড়া জেলা ট্রাক মালিক গ্রুপ, আইনজীবী সমিতি, শিল্পকলা একাডেমি, উদীচী শিল্প গোষ্ঠী, ন্যাশনাল আওয়ামী পার্টি, পাবলিক লাইব্রেরি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যান্ড অ্যাসোসিয়েশন, মেলোডিয়াস ব্যান্ড, সাহিত্য পরিষদ, থিয়েটার, ডিপ্লোমা প্রকৗশলী সমিতি, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, ব্যবসায়ী সমিতি, জাগো বাঙালি, জেলা রেড ক্রিসেন্ট ইউনিট, মৃত্তিকা গ্রুপ থিয়েটারসহ বিভিন্ন সংগঠন থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বারাদি প্রতিনিধি জানিয়েছেন, একুশের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ইউনিয়ন পরিষদের পক্ষে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সদর উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, ইউনিয়ন আ. লীগের পক্ষে সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত খোকনসহ দলীয় নেতাকর্মীরা। এরপর জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটনসহ দলের নেতাকর্মী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা পুস্পর্স্তবক দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ, আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরি, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আমঝুপি সরকারী প্রাথমিক বালক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়,গন্ধরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আমঝুপি আলীম মাদরাসা সকালে প্রভাতফেরী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর ইউএনও হেমায়েত উদ্দিনের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে প্রভাতফেরী শুরু করে মুজিবনগর স্মৃতিসৌধ ঘুরে একই স্থানে শেষ হয়। প্রভাতফেরীতে মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার মোফাকখারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম, মৎস্য কর্মর্কতা শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মুনশী ওমর ফারুক প্রিন্সসহ উপজেলার কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে শহীদ মিনার চত্তরে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। গাংনী অফিস জানিয়েছেন,  সকালে মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ইউএনও আরিফ-উজ-জামান, পৌর মেয়র আশরাফুল ইসলাম, থানার ওসি আনোয়ার হোসেন ও মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী। এর আগে গাংনী উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন। অন্যদিকে গাংনী সরকারী ডিগ্রী কলেজে অমর একুশে শোভাযাত্রা ও আলোচনা সভা অনষ্ঠিত হয়। অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউএনও আরিফ-উজ-জামান, থানার ওসি আনোয়ার হোসেন, বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী প্রমুখ। পরে দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়। মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, পদ্মপুকুর ডিগ্রী কলেজ ৮৬ নং ভাবদীয়া গাড়াপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কে,বি,এস মাধ্যমিক বিদ্যালয় (কাঞ্চনপুর) ২০ নং তালসার সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাষানপোতা আমিন নগর দাখিল মাদরাসার উদ্যোগে অমর একুশে পালিত হয়েছে। রাত ১২ টা ১ মিনিটের সময় কলেজের অধ্যক্ষ আব্দুল হাই, ইউনিয়ন আ.লীগের সভাপতি শ্রী তিমিরেন্দ্র নাথ চৌধুরী, সাধারণ সম্পাদক আ. হামিদ, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ হক, শ্যামকুড় ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক তাওহিদুর রহমান (খোকা), পদ্মপুকুর ডিগ্রী কলেজের ছাত্রলীগের আহবায়ক মাসুদ পারভেজ সাদ্দামসহ নেতৃবৃন্দরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। এছাড়া কেবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ সকল শিক্ষক ও ছাত্রছাত্রী, ভাবদিয়া গাড়াপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান আলী, ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুল ইসলামসহ সকল শিক্ষক গণ্যমান্য ব্যক্তিবর্গ, তালসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আরা খাতুন, সভাপতি মোস্তফা জাহিদ হাসানসহ সকল শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রছাত্রী, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে সকল প্রতিষ্ঠানে সকাল ৮.০০ ঘটিকার দিকে শোক র‌্যালী বের করে আবার বিদ্যালয় চত্বরে এসে শেষ করেন।