ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন : চুয়াডাঙ্গার দু’টি আসন সাড়ে ৮ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৩৩৪টি কেন্দ্র

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
  • / ৪০০ বার পড়া হয়েছে

ফেরদৌস ওয়াহিদ/ওয়াসিম রয়েল: একাদশ জাতীয় সংসদ নির্বাচন আজ। চুয়াডাঙ্গার দু’টি আসনে উড়ছে ১০ প্রার্থীর পাল, কিন্তু কে ধরবে হাল?। জানতে হলে অপেক্ষা করতে হবে আর একটা দিন। তারপর এক মাহেন্দ্রক্ষণে ঘোষণা হবে কান্ডারীর নাম। এখন তাদের ভাগ্য নির্ভর করছে ৮ লাখ ৫২ হাজার ৭৫৭ জন ভোটারের হাতে। তাদের জন্য সর্বোচ্চ নরাপত্তা নিয়ে ৩৩৪টি কেন্দ্র প্রস্তুত হয়েছে গতকালই।
৭৯, চুয়াডাঙ্গা-১ আসন: মোট ভোটার ৪ লাখ ৩৭ হাজার ৭৩০ জন। মোট পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২৮৬ জন এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৪৪৪ জন। ভোট কেন্দ্র রয়েছে মোট ১৭৩টি, যার প্রত্যেকটিই স্থায়ী। চুয়াডাঙ্গা সদর উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ভোটার ১ লাখ ৭৪ হাজার ৫৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৬ হাজার ৩০৩ জন এবং নারী ভোটার ৮৮ হাজার ২৯৫ জন। স্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ৬৫টি।
এ আসনে প্রার্থী ৫ জন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (নৌকা), জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দল ও বিএনপি মনোনীত মো. শরীফুজ্জামান শরীফ (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত এড. সোহরাব হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জহুরুল ইসলাম আজিজী (হাতপাখা) ও মুসলিম লীগ মনোনীত জেলার একমাত্র নারী প্রার্থী মোছা. মেরিনা আক্তার (হারিকেন)।
৮০, চুয়াডাঙ্গা-২ আসন: এ আসনটি চুয়াডাঙ্গা সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন এবং দামুড়হুদা ও জীবননগর উপজেলার দুটি পৌরসভাসহ ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ২৭জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ২৫৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৬ হাজার ৭৭১ জন।
জীবননগর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৮৯জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৭শ’ ৯৩ জন এবং নারী ভোটার ৬৭ হাজার ২৯৬ জন। এ উপজেলায় মোট ৫৭টি কেন্দ্র ভোট গ্রহণ হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন ও দামুড়হুদা উপজেলার মোট ভোটার ২ লাখ ৭৯ হাজার ৯৩৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪০ হাজার ৪৬৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৪৭৫ জন। এ উপজেলায় মোট ১০৪টি কেন্দ্র রয়েছে।
চুয়াডাঙ্গা-২ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্র্থী। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ হাজী আলী আজগার টগর (নৌকা), জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দল ও বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু (ধানের শীষ), জাকের পার্টির প্রার্থী আব্দুল লতিফ খান যুবরাজ (গোলাপ ফুল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাসানুজ্জামান সজিব (হাতপাখা) এবং গণফ্রন্ট’র প্রার্থী শেখ লালন আহম্মেদ (মাছ)।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন : চুয়াডাঙ্গার দু’টি আসন সাড়ে ৮ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৩৩৪টি কেন্দ্র

আপলোড টাইম : ০৪:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮

ফেরদৌস ওয়াহিদ/ওয়াসিম রয়েল: একাদশ জাতীয় সংসদ নির্বাচন আজ। চুয়াডাঙ্গার দু’টি আসনে উড়ছে ১০ প্রার্থীর পাল, কিন্তু কে ধরবে হাল?। জানতে হলে অপেক্ষা করতে হবে আর একটা দিন। তারপর এক মাহেন্দ্রক্ষণে ঘোষণা হবে কান্ডারীর নাম। এখন তাদের ভাগ্য নির্ভর করছে ৮ লাখ ৫২ হাজার ৭৫৭ জন ভোটারের হাতে। তাদের জন্য সর্বোচ্চ নরাপত্তা নিয়ে ৩৩৪টি কেন্দ্র প্রস্তুত হয়েছে গতকালই।
৭৯, চুয়াডাঙ্গা-১ আসন: মোট ভোটার ৪ লাখ ৩৭ হাজার ৭৩০ জন। মোট পুরুষ ভোটার ২ লাখ ১৭ হাজার ২৮৬ জন এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৪৪৪ জন। ভোট কেন্দ্র রয়েছে মোট ১৭৩টি, যার প্রত্যেকটিই স্থায়ী। চুয়াডাঙ্গা সদর উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ভোটার ১ লাখ ৭৪ হাজার ৫৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৬ হাজার ৩০৩ জন এবং নারী ভোটার ৮৮ হাজার ২৯৫ জন। স্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ৬৫টি।
এ আসনে প্রার্থী ৫ জন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (নৌকা), জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দল ও বিএনপি মনোনীত মো. শরীফুজ্জামান শরীফ (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত এড. সোহরাব হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জহুরুল ইসলাম আজিজী (হাতপাখা) ও মুসলিম লীগ মনোনীত জেলার একমাত্র নারী প্রার্থী মোছা. মেরিনা আক্তার (হারিকেন)।
৮০, চুয়াডাঙ্গা-২ আসন: এ আসনটি চুয়াডাঙ্গা সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন এবং দামুড়হুদা ও জীবননগর উপজেলার দুটি পৌরসভাসহ ১৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৫ হাজার ২৭জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ২৫৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৬ হাজার ৭৭১ জন।
জীবননগর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৮৯জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৭শ’ ৯৩ জন এবং নারী ভোটার ৬৭ হাজার ২৯৬ জন। এ উপজেলায় মোট ৫৭টি কেন্দ্র ভোট গ্রহণ হবে। চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন ও দামুড়হুদা উপজেলার মোট ভোটার ২ লাখ ৭৯ হাজার ৯৩৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪০ হাজার ৪৬৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৪৭৫ জন। এ উপজেলায় মোট ১০৪টি কেন্দ্র রয়েছে।
চুয়াডাঙ্গা-২ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্র্থী। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ হাজী আলী আজগার টগর (নৌকা), জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দল ও বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবু (ধানের শীষ), জাকের পার্টির প্রার্থী আব্দুল লতিফ খান যুবরাজ (গোলাপ ফুল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাসানুজ্জামান সজিব (হাতপাখা) এবং গণফ্রন্ট’র প্রার্থী শেখ লালন আহম্মেদ (মাছ)।