ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

একজন নয়; সকল শিক্ষককে ডিজিটালাইজেশন হতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮
  • / ৩২৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা ডিজিটাল কনটেন্ট প্রস্তুত প্রতিযোগিতার সমাপনীতে জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ করে তুলতে আইসিটি ল্যাবসহ নানা প্রকল্প বাস্তবায়ন করেছে। অভিজ্ঞ শিক্ষক না থাকায় এ শিক্ষা ফলপ্রসূ হচ্ছে না। যে বিদ্যালয়ে একটি ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে, সে বিদ্যালয়ে শুধু একজন শিক্ষকই এগুলো দেখাশোনা করেন এবং ক্লাস নেন। আগামীতে বিদ্যালয় গুলোতে শুধু একজন নয়; সকল শিক্ষককে ডিজিটালাইজেশন হতে হবে, বললেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল বুধবার বিকাল ৩টায় সদর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত (দিনব্যাপী) ডিজিটাল কনটেন্ট প্রস্তুত প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। এ প্রতিযোগিতার মূল আয়োজক সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদউজামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোহেল আহমেদ। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারীর ব্যাতিক্রমী উদ্যোগে সদর উপজেলা প্রশাসন এ আয়োজন করে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ জন শিক্ষক ডিজিটাল কনটেন্ট প্রস্তুত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে চুয়াডাঙ্গা একাডেমির সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন, ২য় হয়েছেন চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. লেলিন হোসেন, ৩য় হয়েছেন কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মোমিন, ৪র্থ হয়েছেন বড় শলুয়া কলেজের রুহুল আমিন এবং নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ কে এম মাসুদ পারভেজ ৫ম স্থান অধিকার করেছেন। সমাপণী অনুষ্ঠানে বিজয়ী ৫ জনকে বিশেষ পুরস্কারসহ সকলকে পুরস্কৃত করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

একজন নয়; সকল শিক্ষককে ডিজিটালাইজেশন হতে হবে

আপলোড টাইম : ০৯:৪১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮

চুয়াডাঙ্গা ডিজিটাল কনটেন্ট প্রস্তুত প্রতিযোগিতার সমাপনীতে জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ করে তুলতে আইসিটি ল্যাবসহ নানা প্রকল্প বাস্তবায়ন করেছে। অভিজ্ঞ শিক্ষক না থাকায় এ শিক্ষা ফলপ্রসূ হচ্ছে না। যে বিদ্যালয়ে একটি ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে, সে বিদ্যালয়ে শুধু একজন শিক্ষকই এগুলো দেখাশোনা করেন এবং ক্লাস নেন। আগামীতে বিদ্যালয় গুলোতে শুধু একজন নয়; সকল শিক্ষককে ডিজিটালাইজেশন হতে হবে, বললেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল বুধবার বিকাল ৩টায় সদর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত (দিনব্যাপী) ডিজিটাল কনটেন্ট প্রস্তুত প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। এ প্রতিযোগিতার মূল আয়োজক সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদউজামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোহেল আহমেদ। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারীর ব্যাতিক্রমী উদ্যোগে সদর উপজেলা প্রশাসন এ আয়োজন করে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ জন শিক্ষক ডিজিটাল কনটেন্ট প্রস্তুত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে চুয়াডাঙ্গা একাডেমির সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেন, ২য় হয়েছেন চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. লেলিন হোসেন, ৩য় হয়েছেন কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মোমিন, ৪র্থ হয়েছেন বড় শলুয়া কলেজের রুহুল আমিন এবং নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ কে এম মাসুদ পারভেজ ৫ম স্থান অধিকার করেছেন। সমাপণী অনুষ্ঠানে বিজয়ী ৫ জনকে বিশেষ পুরস্কারসহ সকলকে পুরস্কৃত করা হয়।