ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

এই সময়ে শাহনাজ বেলী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯
  • / ৪৪৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বর্তমানে গান নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন ফোক গানের জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলী। বিশেষ করে স্টেজ ব্যস্ততাতেই কাটছে তার সময়। করছেন নতুন গানও। কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? উত্তরে শাহনাজ বেলী বলেন, সবার দোয়ায় ভালো আছি। গানের ব্যস্ততাতেই সময় কাটছে। একমাত্র মেয়ে আভা আর গান- এ দুই নিয়েই আমার পৃথিবী। মূলত এই সময়ে ব্যস্ত রয়েছেন কি নিয়ে? উত্তরে এ শিল্পী বলেন, শো, রেকর্ডিং, টিভি অনুষ্ঠান নিয়ে ব্যস্ততা চলছে নিয়মিত। তবে, সব চেয়ে বেশি ব্যস্ত থাকছি শো নিয়ে। দেশের বিভিন্ন স্থানে শো করছি। আমাদের দেশে লোকগানের জনপ্রিয়তা কি কমছে? শাহনাজ বেলী বলেন, কখনই না। বরং লোকগানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। লোকগান হচ্ছে আমাদের মাটির গান, শেকড়ের গান। এ গানের জনপ্রিয়তা কখনো কমবে না। আমি যখন দেশের আনাচে কানাচে শো করতে যাই তখন লোকগানের প্রতি মানুষের ভালোবাসা সরাসরি দেখতে পাই। শুধু তাই নয়, দেশের বাইরেও বাংলা লোকগানের চাহিদা অনেক। আমি লোকসংগীতশিল্পী হিসেবে গর্ববোধ করি। বাংলা লোকগান বিশ্বের বিভিন্ন জায়গায় গাইতে পারাটা সৌভাগ্যের বিষয়। আমার সেই ভাগ্য হয়েছে। অনেক দিন ধরে বাজারে আপনার নতুন গান কিংবা অ্যালবাম নেই। কবে নাগাদ নতুন গান পাবেন শ্রোতারা? শাহনাজ বেলী বলেন, শ্রোতাদের কাছ থেকেও বার বার এ প্রশ্ন শুনতে হয়। তারা নিয়মিত জিজ্ঞেস করে নতুন গান ও অ্যালবামের কথা। আসলে অনেক দিন ধরেই নতুন গান তেমনভাবে প্রকাশ করছি না। বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয় তাই নতুন গানে টানা সময় দিতে পারিনি। তবে, আমার নতুন গানের কাজ চলছে। রাধারমনের গান নিয়ে অ্যালবাম করছি। একটি মৌলিক ফোক গানের অ্যালবামের কাজও চলছে। বেশ ভালোভাবেই এ অ্যালবামগুলোর কাজ এগুচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

এই সময়ে শাহনাজ বেলী

আপলোড টাইম : ০৯:২৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯

বিনোদন ডেস্ক: বর্তমানে গান নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন ফোক গানের জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলী। বিশেষ করে স্টেজ ব্যস্ততাতেই কাটছে তার সময়। করছেন নতুন গানও। কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? উত্তরে শাহনাজ বেলী বলেন, সবার দোয়ায় ভালো আছি। গানের ব্যস্ততাতেই সময় কাটছে। একমাত্র মেয়ে আভা আর গান- এ দুই নিয়েই আমার পৃথিবী। মূলত এই সময়ে ব্যস্ত রয়েছেন কি নিয়ে? উত্তরে এ শিল্পী বলেন, শো, রেকর্ডিং, টিভি অনুষ্ঠান নিয়ে ব্যস্ততা চলছে নিয়মিত। তবে, সব চেয়ে বেশি ব্যস্ত থাকছি শো নিয়ে। দেশের বিভিন্ন স্থানে শো করছি। আমাদের দেশে লোকগানের জনপ্রিয়তা কি কমছে? শাহনাজ বেলী বলেন, কখনই না। বরং লোকগানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। লোকগান হচ্ছে আমাদের মাটির গান, শেকড়ের গান। এ গানের জনপ্রিয়তা কখনো কমবে না। আমি যখন দেশের আনাচে কানাচে শো করতে যাই তখন লোকগানের প্রতি মানুষের ভালোবাসা সরাসরি দেখতে পাই। শুধু তাই নয়, দেশের বাইরেও বাংলা লোকগানের চাহিদা অনেক। আমি লোকসংগীতশিল্পী হিসেবে গর্ববোধ করি। বাংলা লোকগান বিশ্বের বিভিন্ন জায়গায় গাইতে পারাটা সৌভাগ্যের বিষয়। আমার সেই ভাগ্য হয়েছে। অনেক দিন ধরে বাজারে আপনার নতুন গান কিংবা অ্যালবাম নেই। কবে নাগাদ নতুন গান পাবেন শ্রোতারা? শাহনাজ বেলী বলেন, শ্রোতাদের কাছ থেকেও বার বার এ প্রশ্ন শুনতে হয়। তারা নিয়মিত জিজ্ঞেস করে নতুন গান ও অ্যালবামের কথা। আসলে অনেক দিন ধরেই নতুন গান তেমনভাবে প্রকাশ করছি না। বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয় তাই নতুন গানে টানা সময় দিতে পারিনি। তবে, আমার নতুন গানের কাজ চলছে। রাধারমনের গান নিয়ে অ্যালবাম করছি। একটি মৌলিক ফোক গানের অ্যালবামের কাজও চলছে। বেশ ভালোভাবেই এ অ্যালবামগুলোর কাজ এগুচ্ছে।