ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ইয়াবা ও ফেনসিডিলসহ ৩ মাদকব্যবসায়ী আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
  • / ৩৬৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র মাদকবিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার পৃথক সময়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয় এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ২৪ বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- আকন্দবাড়ীয়া মাঝেরপাড়ার শাহজাহান (৪০), একই এলাকার উত্তরপাড়ার আনারুল (৪৯) ও ম-লপাড়ার বকুল (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জসিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের যাত্রী ছাউনীর সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মাঝেরপাড়া’র মৃত আব্দুল কাদের এর ছেলে শাহজাহানকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাশিদুল হাসানসহ সঙ্গীয় ফোর্স আকন্দবাড়ীয়া উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে এইক এলাকার মৃত আবু বক্করের ছেলে আনারুলকে তার নিজ বসত বাড়ি থেকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেক ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এছাড়া, জেলা গোয়েন্দা পুলিশের এসআই ওহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স আকন্দবাড়ীয়া বটতলায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার ম-লপাড়ার হান্নানের ছেলে বকুলকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ইয়াবা ও ফেনসিডিলসহ ৩ মাদকব্যবসায়ী আটক

আপলোড টাইম : ০৯:১৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র মাদকবিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল রোববার পৃথক সময়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয় এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ২৪ বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃতরা হল- আকন্দবাড়ীয়া মাঝেরপাড়ার শাহজাহান (৪০), একই এলাকার উত্তরপাড়ার আনারুল (৪৯) ও ম-লপাড়ার বকুল (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জসিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের যাত্রী ছাউনীর সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মাঝেরপাড়া’র মৃত আব্দুল কাদের এর ছেলে শাহজাহানকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাশিদুল হাসানসহ সঙ্গীয় ফোর্স আকন্দবাড়ীয়া উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে এইক এলাকার মৃত আবু বক্করের ছেলে আনারুলকে তার নিজ বসত বাড়ি থেকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেক ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এছাড়া, জেলা গোয়েন্দা পুলিশের এসআই ওহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স আকন্দবাড়ীয়া বটতলায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার ম-লপাড়ার হান্নানের ছেলে বকুলকে আটক করেন। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।