ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ইলিয়াস আলী গুমের পাঁচ বছর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:১৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • / ৩৩৭ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: ইলিয়াস আলী গুমের পাঁচ বছর আজ। ২০১২ সালের ১৭ই এপ্রিল রাজধানীর রূপসী বাংলা হোটেলে আড্ডা শেষে ফিরছিলেন বনানীর বাসায়। পথে মহাখালী সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন তিনি। ঘটনাস্থল থেকে পুলিশ তার ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে পরিত্যক্ত অবস্থায়। ইলিয়াস আলীকে উদ্ধার ও ফিরিয়ে দেয়ার দাবিতে রাস্তায় নেমে এসেছিল তার নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথ-বালাগঞ্জের মানুষ। আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছেন বেশ কয়েকজন। দলের তৎকালীন এ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে উদ্ধারের দাবিতে টানা কর্মসূচি পালন করেছে বিএনপি। স্বামীকে উদ্ধারের আবেদন জানাতে সন্তানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াস পতœী তাহসিনা রুশদীর লুনা। নানা তথ্যে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে ছুটে গেছেন গাজীপুরসহ কয়েক জায়গায়। তারপর কেটে গেছে দীর্ঘ ৫ বছর। ইলিয়াস আলীর তথ্য জানতে হাইকোর্টে একটি রিটও করেছিলেন তাহসিনা রুশদীর লুনা। আদালতের নির্দেশনা মেনে কয়েক মাস উদ্ধার অভিযানের তথ্য জানিয়েছিল আইনশৃঙ্খলাবাহিনী। সেটাও বন্ধ হয়ে গেছে বেশ আগেই। পিতাকে উদ্ধারে ভূমিকা রাখতে বাংলাদেশ সফররত তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে চিঠি লিখেছিলেন ইলিয়াসের ছোট্ট মেয়ে সাইয়ারা নাওয়াল। দেশের পাশাপাশি তাকে উদ্ধারের দাবিতে মুখর হয়ে উঠেছিল বিদেশি প্রবাসী বাংলাদেশিরাও। ইলিয়াস আলীর মোবাইল নম্বর থেকে বিভিন্নজনের কাছে রহস্যময় ফোনকল আসা, ভারতের কারাগারে তার বন্দিজীবন নিয়ে নানা সময়ে গুঞ্জন ছড়ালেও শেষ পর্যন্ত সেগুলো পরিণত হয়েছে গুজবে। পরিবারের সদস্যরা ইতিমধ্যে ১৮২৬টি দিন-রাত পার করেছেন তার ফিরে আসার অপেক্ষায়। চোখের জল শুকিয়ে গেছে মা সূর্যবান বানুর। দরোজায় কড়া নাড়ার শব্দে এখনো কান পেতে রাখেন স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। বাবার অপেক্ষায় এখনো আনমনা হয়ে থাকেন সন্তানরা। কিন্তু আজও ফিরেননি ইলিয়াস আলী। তার গাড়িচালক আনসার আলীরও মেলেনি সন্ধান। এদিকে, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রথমদিকে ইলিয়াসকে উদ্ধারের জোর চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করা হলেও দীর্ঘ ৫ বছরেও তার কোনো সন্ধান দিতে পারেনি তারা। তবুও ইলিয়াস আলী ফিরবেন এই আশায় এখন বুক বেঁধে আছেন স্ত্রী-সন্তানরা। ইলিয়াস আলী গুম হওয়ার ৫ বছরের দিনে আজ সিলেট বিএনপির তরফে স্মারকলিপি পেশ, সিলেটের বালাগঞ্জ-বিশ্বনাথ-ওসমানীনগর বিএনপির মানববন্ধন ও দোয়া মাহফিল এবং সিলেট বিএনপির নেতাদের ব্যানারে আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। সে প্রতিবাদ সভায় অংশ নেবেন ইলিয়াস পতœী তাহসিনা রুশদীর লুনা। লন্ডনে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে ইলিয়াস মুক্তি পরিষদ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ইলিয়াস আলী গুমের পাঁচ বছর

আপলোড টাইম : ০৪:১৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭

সমীকরণ ডেস্ক: ইলিয়াস আলী গুমের পাঁচ বছর আজ। ২০১২ সালের ১৭ই এপ্রিল রাজধানীর রূপসী বাংলা হোটেলে আড্ডা শেষে ফিরছিলেন বনানীর বাসায়। পথে মহাখালী সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন তিনি। ঘটনাস্থল থেকে পুলিশ তার ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে পরিত্যক্ত অবস্থায়। ইলিয়াস আলীকে উদ্ধার ও ফিরিয়ে দেয়ার দাবিতে রাস্তায় নেমে এসেছিল তার নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথ-বালাগঞ্জের মানুষ। আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছেন বেশ কয়েকজন। দলের তৎকালীন এ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে উদ্ধারের দাবিতে টানা কর্মসূচি পালন করেছে বিএনপি। স্বামীকে উদ্ধারের আবেদন জানাতে সন্তানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াস পতœী তাহসিনা রুশদীর লুনা। নানা তথ্যে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে ছুটে গেছেন গাজীপুরসহ কয়েক জায়গায়। তারপর কেটে গেছে দীর্ঘ ৫ বছর। ইলিয়াস আলীর তথ্য জানতে হাইকোর্টে একটি রিটও করেছিলেন তাহসিনা রুশদীর লুনা। আদালতের নির্দেশনা মেনে কয়েক মাস উদ্ধার অভিযানের তথ্য জানিয়েছিল আইনশৃঙ্খলাবাহিনী। সেটাও বন্ধ হয়ে গেছে বেশ আগেই। পিতাকে উদ্ধারে ভূমিকা রাখতে বাংলাদেশ সফররত তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে চিঠি লিখেছিলেন ইলিয়াসের ছোট্ট মেয়ে সাইয়ারা নাওয়াল। দেশের পাশাপাশি তাকে উদ্ধারের দাবিতে মুখর হয়ে উঠেছিল বিদেশি প্রবাসী বাংলাদেশিরাও। ইলিয়াস আলীর মোবাইল নম্বর থেকে বিভিন্নজনের কাছে রহস্যময় ফোনকল আসা, ভারতের কারাগারে তার বন্দিজীবন নিয়ে নানা সময়ে গুঞ্জন ছড়ালেও শেষ পর্যন্ত সেগুলো পরিণত হয়েছে গুজবে। পরিবারের সদস্যরা ইতিমধ্যে ১৮২৬টি দিন-রাত পার করেছেন তার ফিরে আসার অপেক্ষায়। চোখের জল শুকিয়ে গেছে মা সূর্যবান বানুর। দরোজায় কড়া নাড়ার শব্দে এখনো কান পেতে রাখেন স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। বাবার অপেক্ষায় এখনো আনমনা হয়ে থাকেন সন্তানরা। কিন্তু আজও ফিরেননি ইলিয়াস আলী। তার গাড়িচালক আনসার আলীরও মেলেনি সন্ধান। এদিকে, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রথমদিকে ইলিয়াসকে উদ্ধারের জোর চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করা হলেও দীর্ঘ ৫ বছরেও তার কোনো সন্ধান দিতে পারেনি তারা। তবুও ইলিয়াস আলী ফিরবেন এই আশায় এখন বুক বেঁধে আছেন স্ত্রী-সন্তানরা। ইলিয়াস আলী গুম হওয়ার ৫ বছরের দিনে আজ সিলেট বিএনপির তরফে স্মারকলিপি পেশ, সিলেটের বালাগঞ্জ-বিশ্বনাথ-ওসমানীনগর বিএনপির মানববন্ধন ও দোয়া মাহফিল এবং সিলেট বিএনপির নেতাদের ব্যানারে আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। সে প্রতিবাদ সভায় অংশ নেবেন ইলিয়াস পতœী তাহসিনা রুশদীর লুনা। লন্ডনে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে ইলিয়াস মুক্তি পরিষদ।