ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ইমরান মাহমুদুলের ব্যান্ড ‘আই কিংস’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯
  • / ২৯৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ব্যান্ডদল গড়লেন সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল। ৫ জনকে নিয়ে গড়া এই ব্যান্ডটির নাম আই কিংস (ইমরান কিংস)। ব্যান্ডের ভোকাল ইমরান, লিড গিটার জিতু, বেজ গিটার জনি, কি-বোর্ড কাইয়ূম ও ড্রাম মিঠু। তারা প্রত্যেকেই ইমরানের সঙ্গে প্রায় চার বছর দেশ বিদেশে গান করছেন। ইমরানের ভাষায়, আমরা একসঙ্গে যতগুলো শো করেছি প্রতিটি সফল হয়েছে। এতদিন একসঙ্গে কাজ করার পর মনে হয়েছে গান নিয়ে আরও সংগঠিতভাবে আমাদের কাজ করা উচিত। ব্যান্ড দল গড়ার মধ্য দিয়ে কাজ করা গেলে আরও পরিকল্পনা করে গানকে এগিয়ে নেওয়া যাবে। তিনি আরও বলেন, এখন আমরা ‘আই-কিংস’ নিয়ে একসঙ্গে পথ চলতে চাই। ব্যান্ড দলের পরিচয়ে দেশ-বিদেশে আরও শো করতে চাই। ব্যান্ড দল নিয়ে অ্যালবামসহ আরও অনেক পরিকল্পনা রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ইমরান মাহমুদুলের ব্যান্ড ‘আই কিংস’

আপলোড টাইম : ১০:০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯

বিনোদন ডেস্ক: ব্যান্ডদল গড়লেন সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল। ৫ জনকে নিয়ে গড়া এই ব্যান্ডটির নাম আই কিংস (ইমরান কিংস)। ব্যান্ডের ভোকাল ইমরান, লিড গিটার জিতু, বেজ গিটার জনি, কি-বোর্ড কাইয়ূম ও ড্রাম মিঠু। তারা প্রত্যেকেই ইমরানের সঙ্গে প্রায় চার বছর দেশ বিদেশে গান করছেন। ইমরানের ভাষায়, আমরা একসঙ্গে যতগুলো শো করেছি প্রতিটি সফল হয়েছে। এতদিন একসঙ্গে কাজ করার পর মনে হয়েছে গান নিয়ে আরও সংগঠিতভাবে আমাদের কাজ করা উচিত। ব্যান্ড দল গড়ার মধ্য দিয়ে কাজ করা গেলে আরও পরিকল্পনা করে গানকে এগিয়ে নেওয়া যাবে। তিনি আরও বলেন, এখন আমরা ‘আই-কিংস’ নিয়ে একসঙ্গে পথ চলতে চাই। ব্যান্ড দলের পরিচয়ে দেশ-বিদেশে আরও শো করতে চাই। ব্যান্ড দল নিয়ে অ্যালবামসহ আরও অনেক পরিকল্পনা রয়েছে।