ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ইভিএমে সংশয় মুক্ত নিরপেক্ষভাবে ভোট গ্রহণ হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • / ১৪১ বার পড়া হয়েছে

গাংনী পৌর নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় ডিসি ড. মুনসুর আলম খান

মাহাবুব আলম, মেহেরপুর:
মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান বলেছেন, ‘ইভিএমে সংশয় মুক্ত. সুন্দর পরিবেশে ভোট হবে গাংনী পৌরসভায়। ডিজিটাল বাংলাদেশে আর ব্যালটে ভোট নয়। আগামীতে বাংলাদেশের মানুষ ঘরে বসেই পছন্দের প্রার্থীকে ইভিএমে ভোট দিতে পারবে। ইভিএম নিয়ে ভয়ের কিছু নেই। যারা ইভিএম নিয়ে ভয় পাচ্ছেন, তাদেরকে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইভিএম বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। ইভিএমের ভোট এক প্রতীকের ভোট আরেক প্রতীকে যাওয়ার সুযোগ নেই। গাংনী পৌরসভা নির্বাচনে পর্যাপ্ত পুলিশ, র‌্যাব, বিজিবি ও ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হচ্ছে। সুষ্ঠু-সুন্দর পরিবেশের মাধ্যমে একজন মেয়র নির্বাচিত হবেন।’
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে গাংনী পৌরসভা নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে প্রশাসনের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আহমেদ আলী। অনুষ্ঠানে নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকী, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলম ও গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ। অনুষ্ঠানে মেয়র প্রার্থী হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহম্মেদ আলী, বিএনপির মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম, আনারুল ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী আবু হুরায়রা। এসময় কাউন্সিলর প্রার্থী হিসেবে বক্তব্য দেন ৫ নম্বর ওয়ার্ডের আতিয়ার রহমান, ২ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের এনামুল ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী আফিয়া খাতুন। অনুষ্ঠানে গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

ইভিএমে সংশয় মুক্ত নিরপেক্ষভাবে ভোট গ্রহণ হবে

আপলোড টাইম : ১০:৩২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১

গাংনী পৌর নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় ডিসি ড. মুনসুর আলম খান

মাহাবুব আলম, মেহেরপুর:
মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান বলেছেন, ‘ইভিএমে সংশয় মুক্ত. সুন্দর পরিবেশে ভোট হবে গাংনী পৌরসভায়। ডিজিটাল বাংলাদেশে আর ব্যালটে ভোট নয়। আগামীতে বাংলাদেশের মানুষ ঘরে বসেই পছন্দের প্রার্থীকে ইভিএমে ভোট দিতে পারবে। ইভিএম নিয়ে ভয়ের কিছু নেই। যারা ইভিএম নিয়ে ভয় পাচ্ছেন, তাদেরকে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইভিএম বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। ইভিএমের ভোট এক প্রতীকের ভোট আরেক প্রতীকে যাওয়ার সুযোগ নেই। গাংনী পৌরসভা নির্বাচনে পর্যাপ্ত পুলিশ, র‌্যাব, বিজিবি ও ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হচ্ছে। সুষ্ঠু-সুন্দর পরিবেশের মাধ্যমে একজন মেয়র নির্বাচিত হবেন।’
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে গাংনী পৌরসভা নির্বাচন-২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে প্রশাসনের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আহমেদ আলী। অনুষ্ঠানে নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকী, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলম ও গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ। অনুষ্ঠানে মেয়র প্রার্থী হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহম্মেদ আলী, বিএনপির মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম, আনারুল ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী আবু হুরায়রা। এসময় কাউন্সিলর প্রার্থী হিসেবে বক্তব্য দেন ৫ নম্বর ওয়ার্ডের আতিয়ার রহমান, ২ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডের এনামুল ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী আফিয়া খাতুন। অনুষ্ঠানে গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।