ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আসবাবপত্র ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • / ৮৪ বার পড়া হয়েছে

জীবননগর পেয়ারাতলায় মা-বাবা ইটভাটায় মুখোশধারী দুর্বৃত্তদের হানা
জীবননগর অফিস:
জীবননগরে এক ইটভাটায় মুখোশধারী দুর্বৃত্তরা হামলা করেছে। এ সময় দৃর্বৃত্তরা ইটভাটার অফিসের আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয় ও দুটি ট্রাক্টর আংশিক খতিগ্রস্ত হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা মা-বাবা ইটভাটায় এই হামলার ঘটনা ঘটে।
ইটভাটার শ্রমিকেরা জানান, গত সোমবার রাত অনুমান সাড়ে ৮টার দিকে এক দল মুখোশধারী দুর্বৃত্ত ভাটায় প্রবেশ করে। প্রথমে তারা অফিস ও অফিসের আসবাবপত্র ভাঙচুর করে পরে মোটরসাইকেল ও ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। আগুনে একটি মোটরসাইকেল সম্পূর্ণ ভস্মীভূত এবং দুটি ট্রাক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভুক্তভোগী ইটভাটার মালিক শাহাজাহান জানান, তাঁর বড় ভাই কামরুজ্জামান আসন্ন জীবননগর পৌরসভা নির্বাচনের বিএনপির ধানের শীর্ষের মনোনীত মেয়র প্রার্থী শাজাহান কবীরের নির্বাচনে কাজ করায় দুর্বৃত্তরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে এমন হামলা ও আগুন দিয়েছে।
এবিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারতলায় অবস্থিত মা-বাবা ইটভাটায় কে বা কারা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে ওই ভাটার মালিক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করতে পুলিশ মাঠে কাজ করছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আসবাবপত্র ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

আপলোড টাইম : ১০:২৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১

জীবননগর পেয়ারাতলায় মা-বাবা ইটভাটায় মুখোশধারী দুর্বৃত্তদের হানা
জীবননগর অফিস:
জীবননগরে এক ইটভাটায় মুখোশধারী দুর্বৃত্তরা হামলা করেছে। এ সময় দৃর্বৃত্তরা ইটভাটার অফিসের আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় একটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয় ও দুটি ট্রাক্টর আংশিক খতিগ্রস্ত হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা মা-বাবা ইটভাটায় এই হামলার ঘটনা ঘটে।
ইটভাটার শ্রমিকেরা জানান, গত সোমবার রাত অনুমান সাড়ে ৮টার দিকে এক দল মুখোশধারী দুর্বৃত্ত ভাটায় প্রবেশ করে। প্রথমে তারা অফিস ও অফিসের আসবাবপত্র ভাঙচুর করে পরে মোটরসাইকেল ও ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। আগুনে একটি মোটরসাইকেল সম্পূর্ণ ভস্মীভূত এবং দুটি ট্রাক্টর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভুক্তভোগী ইটভাটার মালিক শাহাজাহান জানান, তাঁর বড় ভাই কামরুজ্জামান আসন্ন জীবননগর পৌরসভা নির্বাচনের বিএনপির ধানের শীর্ষের মনোনীত মেয়র প্রার্থী শাজাহান কবীরের নির্বাচনে কাজ করায় দুর্বৃত্তরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে এমন হামলা ও আগুন দিয়েছে।
এবিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারতলায় অবস্থিত মা-বাবা ইটভাটায় কে বা কারা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে ওই ভাটার মালিক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করতে পুলিশ মাঠে কাজ করছে।