ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গা জামজামি মধুপুরে পুকুরে দূর্বৃত্ত্বের বিষ প্রয়োগে : ৪ লক্ষাধিক টাকার ক্ষতিতে দিশেহারা চাষী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
  • / ৩৬৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা মধুপুর গ্রামের মৎস্যচাষী আঃ রাজ্জাক ( ৪২)’র শালশূল বিলের পুকুরে মঙ্গলবার রাতে অজ্ঞাত দূর্বৃত্তদের দেওয়া বিষে মাছ নিধন করা হয়েছে। পৈষাচিক এ ঘটনায় মৎস্যচাষীর ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জানাগেছে, আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত মাঙ্গন মন্ডলের ছেলে বৃহৎ মৎস্যচাষী মো. আব্দুর রাজ্জাক। মৎস্যচাষী জানান, গ্রামের অদূরবর্তি মধুপুর-পাঁচলিয়া বাজার সড়কের শালশূলের বিলের অভ্যন্তরে পুকুর লিজ নিয়ে মাছচাষ করে আসছিলেন। অথচ অজ্ঞাত দূর্বৃত্ত মঙ্গলবার দিনগত রাতে কোন এক সময় মাছ ভর্তি এ পুকুরে বিষ ঢেলে তার সমূহ সর্বনাশ করে পালিয়েছে। সকালে মাছের খাবার ছড়াতে গিয়ে পুকুরের পানিতে অজ¯্র ভাসমান মরা মাছ দেখে তিনি দিশেহারান। এসময় তিনি চিৎকার করে কাঁন্নাকাটি শুরু করলে ছুটে আসে আশে পাশের মাঠের কৃষকেরা। এত বড় ক্ষতি দেখে উপস্থিত সকলেই আহাজারি করতে থাকে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে জামজামি ফাঁড়ি পুলিশের টুআইসি এএসআই মাসুম বিশ্বাস ও ফাঁড়ি পুলিশের আইসি এসআই বাবুল হোসেন সঙ্গীয় ফোর্স সমেত ঘটনাস্থল পরিদর্শন করেন। মৎস্যচাষী দাবি জানান, অজ্ঞাত দূর্বৃত্ত রাতে পুকুরে বিষ ঢেলে মাছ নির্ধন যজ্ঞ চালিয়ে তাঁর ৪ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গা জামজামি মধুপুরে পুকুরে দূর্বৃত্ত্বের বিষ প্রয়োগে : ৪ লক্ষাধিক টাকার ক্ষতিতে দিশেহারা চাষী

আপলোড টাইম : ০৫:০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা মধুপুর গ্রামের মৎস্যচাষী আঃ রাজ্জাক ( ৪২)’র শালশূল বিলের পুকুরে মঙ্গলবার রাতে অজ্ঞাত দূর্বৃত্তদের দেওয়া বিষে মাছ নিধন করা হয়েছে। পৈষাচিক এ ঘটনায় মৎস্যচাষীর ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জানাগেছে, আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত মাঙ্গন মন্ডলের ছেলে বৃহৎ মৎস্যচাষী মো. আব্দুর রাজ্জাক। মৎস্যচাষী জানান, গ্রামের অদূরবর্তি মধুপুর-পাঁচলিয়া বাজার সড়কের শালশূলের বিলের অভ্যন্তরে পুকুর লিজ নিয়ে মাছচাষ করে আসছিলেন। অথচ অজ্ঞাত দূর্বৃত্ত মঙ্গলবার দিনগত রাতে কোন এক সময় মাছ ভর্তি এ পুকুরে বিষ ঢেলে তার সমূহ সর্বনাশ করে পালিয়েছে। সকালে মাছের খাবার ছড়াতে গিয়ে পুকুরের পানিতে অজ¯্র ভাসমান মরা মাছ দেখে তিনি দিশেহারান। এসময় তিনি চিৎকার করে কাঁন্নাকাটি শুরু করলে ছুটে আসে আশে পাশের মাঠের কৃষকেরা। এত বড় ক্ষতি দেখে উপস্থিত সকলেই আহাজারি করতে থাকে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে জামজামি ফাঁড়ি পুলিশের টুআইসি এএসআই মাসুম বিশ্বাস ও ফাঁড়ি পুলিশের আইসি এসআই বাবুল হোসেন সঙ্গীয় ফোর্স সমেত ঘটনাস্থল পরিদর্শন করেন। মৎস্যচাষী দাবি জানান, অজ্ঞাত দূর্বৃত্ত রাতে পুকুরে বিষ ঢেলে মাছ নির্ধন যজ্ঞ চালিয়ে তাঁর ৪ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে।