ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ৫ শ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • / ৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক পৌর এলাকার রাধিকাগঞ্জে বিরোধী অভিযান চালিয়ে ৫৩০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাধিকাগঞ্জের সোহেল মোল্লার বাড়ি অভিযান চালিয়ে গাঁজা বিক্রয়কালে তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড রাধিকাগঞ্জের শাহজাহান আলীর ছেলে মিনারুল ইসলাম (২৭) ও সোহেল মোল্লা (৩৩) দুই ভাই দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে। তাদের নিকট থেকে আরও কয়েকজন ব্যবসায়ী পাইকারি গাঁজা ক্রয় করে নিয়ে এলাকায় খুচরা বিক্রয় করে। গত সোমবার বিকেলে ৬ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর মণ্ডলপাড়ার মুরাদ হোসেনের ছেলে তুষার ইমরান(২০) ও ৭ নম্বর ওয়ার্ডের সোহাগ মোড়ের আব্দুর জব্বারের ছেলে সাকিল আহম্মেদ(২৩) দুজন মিলে মিনারুল ও সোহেল মোল্লার নিকট পাইকারি গাঁজা ক্রয় করতে যায়।

এসময় আলমডাঙ্গা থানার এসআই সমীর চন্দ্র দাস গোপন সংবাদের ভিত্তিতে সোহেল মোল্লার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদেরকে আটক করে। আটকের পর তাদের নিকট থেকে ৫৩০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ৩ জানুয়ারি তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় ৫ শ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক

আপলোড টাইম : ১০:২৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক পৌর এলাকার রাধিকাগঞ্জে বিরোধী অভিযান চালিয়ে ৫৩০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাধিকাগঞ্জের সোহেল মোল্লার বাড়ি অভিযান চালিয়ে গাঁজা বিক্রয়কালে তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড রাধিকাগঞ্জের শাহজাহান আলীর ছেলে মিনারুল ইসলাম (২৭) ও সোহেল মোল্লা (৩৩) দুই ভাই দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে। তাদের নিকট থেকে আরও কয়েকজন ব্যবসায়ী পাইকারি গাঁজা ক্রয় করে নিয়ে এলাকায় খুচরা বিক্রয় করে। গত সোমবার বিকেলে ৬ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর মণ্ডলপাড়ার মুরাদ হোসেনের ছেলে তুষার ইমরান(২০) ও ৭ নম্বর ওয়ার্ডের সোহাগ মোড়ের আব্দুর জব্বারের ছেলে সাকিল আহম্মেদ(২৩) দুজন মিলে মিনারুল ও সোহেল মোল্লার নিকট পাইকারি গাঁজা ক্রয় করতে যায়।

এসময় আলমডাঙ্গা থানার এসআই সমীর চন্দ্র দাস গোপন সংবাদের ভিত্তিতে সোহেল মোল্লার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদেরকে আটক করে। আটকের পর তাদের নিকট থেকে ৫৩০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ৩ জানুয়ারি তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।